Homeশিল্প-বাণিজ্যসস্তা হল গৃহঋণ: LIC হাউসিং ফিনান্স কমাল সুদের হার, নতুন হার ৭.৫০%

সস্তা হল গৃহঋণ: LIC হাউসিং ফিনান্স কমাল সুদের হার, নতুন হার ৭.৫০%

প্রকাশিত

নতুন গৃহঋণ গ্রাহকদের জন্য সুখবর! LIC হাউসিং ফিনান্স নতুন হোম লোনে সুদের হার কমিয়ে ৭.৫০% থেকে শুরু করার ঘোষণা করল। ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে এই নতুন হার ১৯ জুন, ২০২৫ থেকে কার্যকর হবে, যা সংস্থার ৩৬তম প্রতিষ্ঠা দিবসের দিন।

RBI সাম্প্রতিক রেপো রেট কমানোর সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সুদ হ্রাসের পথে হাঁটল দেশের অন্যতম বৃহৎ হাউসিং ফিনান্স সংস্থা LIC HFL। এর ফলে নতুন গৃহঋণ গ্রহীতারা আরও কম হারে ঋণ নিতে পারবেন, যা মধ্যবিত্ত এবং অ্যাফোর্ডেবল হাউজিং সেগমেন্টে চাহিদা বাড়াবে বলে মনে করছে সংস্থা।

সংস্থার এমডি এবং সিইও ত্রিভুবন অধিকারী জানান, “আমাদের ৩৬তম প্রতিষ্ঠা দিবসে এই পদক্ষেপ গ্রাহকদের জন্য উপহার। আমরা সবসময় RBI-র নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে গ্রাহকদের সাশ্রয়ী হারে ঋণ দেওয়ার চেষ্টা করি।’’

তিনি আরও বলেন, “বিশেষত, মধ্যবিত্ত এবং অ্যাফোর্ডেবল হাউজিং সেগমেন্টে এই সুদের হার হ্রাস বাস্তব স্বপ্নকে ঘরের চাবিতে রূপান্তরিত করতে সাহায্য করবে।’’

চলতি বছরে ফেব্রুয়ারি থেকে RBI মোট ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট হ্রাস করেছে। RBI গভর্নর সঞ্জয় মলহোত্রা আগেই ইঙ্গিত দিয়েছেন যে, ভবিষ্যতে সুদের হার আরও বেশি কাটার সুযোগ সীমিত। তবে বাজারে চাহিদা তৈরি করতে এবং অর্থনীতিতে গতি ফেরাতে এই ধরনের ‘ফ্রন্টলোডেড’ হ্রাস গুরুত্বপূর্ণ।

LIC Housing Finance Ltd ১৯৮৯ সালে LIC-এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৪ সালে প্রথম পাবলিক ইস্যু করে সংস্থা। বর্তমানে ভারতের বিভিন্ন প্রান্তে শাখা রয়েছে, এমনকি দুবাইতেও একটি প্রতিনিধিত্বকারী অফিস রয়েছে। পাশাপাশি, LIC HFL Financial Services Ltd-এর শাখাগুলির মাধ্যমেও পণ্য বিতরণ করে এই হাউসিং ফিনান্স সংস্থা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।