Homeশিল্প-বাণিজ্যউপকৃত হবে ২৩ জেলা, ১৫ হাজার কর্মসংস্থান, শালবনিতে জিন্দলদের তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করে...

উপকৃত হবে ২৩ জেলা, ১৫ হাজার কর্মসংস্থান, শালবনিতে জিন্দলদের তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করে ঘোষণা মুখ্যমন্ত্রীর

শালবনিতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ হাজার কোটি টাকার প্রকল্পে কাজ পাবেন ১৫ হাজার মানুষ।

প্রকাশিত

শিল্পে নতুন অধ্যায়ের সূচনা পশ্চিম মেদিনীপুরের শালবনিতে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শিলান্যাস হল জিন্দল গোষ্ঠীর ১৬ হাজার কোটি টাকার তাপবিদ্যুৎকেন্দ্রের। একই সঙ্গে ভিত্তিপ্রস্তর স্থাপন হল ২০০০ একরের বিশাল শিল্পপার্কের।

শিলান্যাসের মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে ছিলেন বাংলার ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ সৌরভ গঙ্গোপাধ্যায় ও জেএসডব্লিউ এনার্জির কর্ণধার সজ্জন জিন্দল। তাপবিদ্যুৎ প্রকল্পটি গড়ে উঠবে ৮০০ মেগাওয়াটের দুটি ইউনিট নিয়ে, যা থেকে রাজ্যের ২৩টি জেলা উপকৃত হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, “এই প্রকল্প বাংলার একটি ল্যান্ডমার্ক প্রকল্প। পূর্ব ভারতে এমন পরিবেশবান্ধব তাপবিদ্যুৎকেন্দ্র আগে কখনও হয়নি। উৎপাদিত বিদ্যুৎ রাজ্য সরকার কিনবে—এই বিষয়ে ইতিমধ্যেই চুক্তি সম্পন্ন হয়েছে।”

জিন্দল বলেন, “লাখো নেতার মধ্যে এমন নেতা একজনই মেলে। শালবনির মানুষদের কর্মসংস্থানের দায়িত্ব আমাদের। এখানে কোনও দূষণ হবে না, আমরা নিশ্চিত করব।”

শালবনির এই জমিই একসময় ইস্পাত প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছিল বাম আমলে। তবে ২০০৮ সালের ২ নভেম্বর মাওবাদী হামলার জেরে সেই প্রকল্প থমকে যায়। সেই জমিতেই এবার নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে শিল্প সম্ভাবনা।

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “জিন্দল গোষ্ঠীর এই উদ্যোগে শালবনির পরিবেশ বদলে গিয়েছে। আগামী পাঁচ বছরে এখানকার উন্নয়ন চোখে পড়ার মতো হবে।”

স্থানীয়রা এই প্রকল্প ঘিরে নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন। বহু বছর আগে জমি দিয়েছিলেন শিল্পের আশায়, অবশেষে তাদের অপেক্ষার অবসান হতে চলেছে।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও ঘোষণা করেন, “শালবনির পাশাপাশি বক্রেশ্বর-দুর্গাপুর ও সাঁওতালডিতে মোট চারটি নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র হবে। রাজ্যে ছয়টি ইকনমিক করিডর তৈরি হচ্ছে এবং পুরুলিয়ায় বিনিয়োগ করতে আসছে পাঁচটি বৃহৎ শিল্প সংস্থা।”

রাজ্যের তরফে স্কিল ট্রেনিং সেন্টার তৈরির ঘোষণাও করা হয়েছে, যাতে স্থানীয়রা উপযুক্ত প্রশিক্ষণ পেয়ে এই শিল্পপ্রকল্পে যুক্ত হতে পারেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।