Home শিল্প-বাণিজ্য এক্সিট পোলের পূর্বাভাসে বিজেপির জয়ের ইঙ্গিত, রেকর্ড উচ্চতায় সেনসেক্স ও নিফটি

এক্সিট পোলের পূর্বাভাসে বিজেপির জয়ের ইঙ্গিত, রেকর্ড উচ্চতায় সেনসেক্স ও নিফটি

বুথ ফেরত সমীক্ষার ফল পেশ হতেই বিশাল লাফ দিল শেয়ার বাজার। সমীক্ষার ফল জানিয়েছে, ফের কেন্দ্রে ক্ষমতায় আসছে বিজেপি। বিশেষজ্ঞ বলছেন, এই লাফ মূলত রাজনৈতিক স্থিতিশীলতার প্রত্যাশার উপর ভিত্তি করে ঘটেছে। 

সকালেই ৩০-শেয়ার সেনসেক্স ২০০০ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়েছে এবং ৫০-স্টক নিফটি গত চার বছরের মধ্যে তার সবচেয়ে বড় লাফ রেকর্ড করেছে। বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) উভয়ের সূচক সেনসেক্স এবং নিফটি আজ তাদের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বর্তমানে সেনসেক্স এবং নিফটির সব স্টক সবুজ সংকেত দেখাচ্ছে।

প্রি-ওপেন সময়ে, নিফটি ৮০০ পয়েন্ট বা ৩.৫৮% বেড়ে ২৩,২২৭.৯০ পয়েন্টে পৌঁছেছে, যখন সেনসেক্স ২,৬২১.৯৮ পয়েন্ট বা ৩.৫৫% বৃদ্ধি পেয়ে ৭৬,৫৮৩.২৯ পয়েন্টে পৌঁছেছে। এই বাজার উত্থানে বিশেষ ভূমিকা রেখেছে আদানি পোর্টস, আদানি এন্টারপ্রাইজেস, পাওয়ার গ্রিড, শ্রীরাম ফাইন্যান্স এবং এনটিপিসি। যারা উল্লেখযোগ্য লাভ করেছে। সর্বশেষ জিডিপি ৮.২% বাজায় বাজারের মনোভাব আরও চাঙ্গা হয়েছে।

প্রফিট আইডিয়ার প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর বরুণ আগরওয়াল বলেন, “ভারতের চতুর্থ ত্রৈমাসিকের জিডিপি বৃদ্ধির হার ৭.৮ শতাংশে পৌঁছানোর ফলে উচ্ছ্বসিত মনোভাব দেখা যাচ্ছে, যা প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। অর্থবছরের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৮.২ শতাংশে।” তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন যে, আগামীকাল ফলাফল প্রকাশের প্রত্যাশায় বাজারে অস্থিরতা থাকবে।

শনিবার প্রকাশিত ১২টি এক্সিট পোলের সমষ্টিগত ফলাফল অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৬৫টি আসন পেয়ে পুনরায় ক্ষমতায় আসবে বলে আশা করা হচ্ছে। সরকার গঠনের জন্য একটি দল বা জোটের কমপক্ষে ২৭২টি আসন প্রয়োজন। বাজার সাধারণত রাজনৈতিক স্থিতিশীলতাকে পছন্দ করে এবং সরকার পরিবর্তন সাধারণত শেয়ার বাজারে অস্থিরতা সৃষ্টি করে বলে বিশ্লেষকরা মনে করেন।

Advertisements
Claim Your Gift Card Now
বিজ্ঞাপন

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version