Homeশিল্প-বাণিজ্যএক্সিট পোলের পূর্বাভাসে বিজেপির জয়ের ইঙ্গিত, রেকর্ড উচ্চতায় সেনসেক্স ও নিফটি

এক্সিট পোলের পূর্বাভাসে বিজেপির জয়ের ইঙ্গিত, রেকর্ড উচ্চতায় সেনসেক্স ও নিফটি

প্রকাশিত

বুথ ফেরত সমীক্ষার ফল পেশ হতেই বিশাল লাফ দিল শেয়ার বাজার। সমীক্ষার ফল জানিয়েছে, ফের কেন্দ্রে ক্ষমতায় আসছে বিজেপি। বিশেষজ্ঞ বলছেন, এই লাফ মূলত রাজনৈতিক স্থিতিশীলতার প্রত্যাশার উপর ভিত্তি করে ঘটেছে। 

সকালেই ৩০-শেয়ার সেনসেক্স ২০০০ পয়েন্টের বেশি বৃদ্ধি পেয়েছে এবং ৫০-স্টক নিফটি গত চার বছরের মধ্যে তার সবচেয়ে বড় লাফ রেকর্ড করেছে। বোম্বে স্টক এক্সচেঞ্জ (BSE) এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) উভয়ের সূচক সেনসেক্স এবং নিফটি আজ তাদের রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বর্তমানে সেনসেক্স এবং নিফটির সব স্টক সবুজ সংকেত দেখাচ্ছে।

প্রি-ওপেন সময়ে, নিফটি ৮০০ পয়েন্ট বা ৩.৫৮% বেড়ে ২৩,২২৭.৯০ পয়েন্টে পৌঁছেছে, যখন সেনসেক্স ২,৬২১.৯৮ পয়েন্ট বা ৩.৫৫% বৃদ্ধি পেয়ে ৭৬,৫৮৩.২৯ পয়েন্টে পৌঁছেছে। এই বাজার উত্থানে বিশেষ ভূমিকা রেখেছে আদানি পোর্টস, আদানি এন্টারপ্রাইজেস, পাওয়ার গ্রিড, শ্রীরাম ফাইন্যান্স এবং এনটিপিসি। যারা উল্লেখযোগ্য লাভ করেছে। সর্বশেষ জিডিপি ৮.২% বাজায় বাজারের মনোভাব আরও চাঙ্গা হয়েছে।

প্রফিট আইডিয়ার প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর বরুণ আগরওয়াল বলেন, “ভারতের চতুর্থ ত্রৈমাসিকের জিডিপি বৃদ্ধির হার ৭.৮ শতাংশে পৌঁছানোর ফলে উচ্ছ্বসিত মনোভাব দেখা যাচ্ছে, যা প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। অর্থবছরের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৮.২ শতাংশে।” তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন যে, আগামীকাল ফলাফল প্রকাশের প্রত্যাশায় বাজারে অস্থিরতা থাকবে।

শনিবার প্রকাশিত ১২টি এক্সিট পোলের সমষ্টিগত ফলাফল অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩৬৫টি আসন পেয়ে পুনরায় ক্ষমতায় আসবে বলে আশা করা হচ্ছে। সরকার গঠনের জন্য একটি দল বা জোটের কমপক্ষে ২৭২টি আসন প্রয়োজন। বাজার সাধারণত রাজনৈতিক স্থিতিশীলতাকে পছন্দ করে এবং সরকার পরিবর্তন সাধারণত শেয়ার বাজারে অস্থিরতা সৃষ্টি করে বলে বিশ্লেষকরা মনে করেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

গঙ্গার তীরে বিলাসের নতুন ঠিকানা, রায়চকে আনুষ্ঠানিক ভাবে চুল হল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’

রায়চকে গঙ্গার তীরে খুলল ‘তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা’। আইএইচসিএল-এর নতুন এই বিলাসবহুল রিসর্ট রাজ্যের পর্যটনে নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।

আইএফএ শিল্ডের ফাইনালে ডার্বি ম্যাচের আগে অনুষ্ঠিত হল শিল্ড কার্নিভাল

ডার্বির আগে ঐতিহ্যমণ্ডিত আইএফএ শিল্ডের কার্নিভাল মাতাল কলকাতা। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের প্রাক্তন তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হল টক শো ও কুইজ প্রতিযোগিতা, বিজয়ীদের হাতে ফাইনালের টিকিট।

আরও পড়ুন

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আরও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা! গ্লোবাল ফিনটেক ফেস্টে ৩ নতুন সুবিধা ঘোষণা করল আরবিআই

গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ তিনটি বড় ডিজিটাল পেমেন্ট উদ্ভাবন ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। এবার স্মার্ট গ্লাসেই পেমেন্ট, যৌথ অ্যাকাউন্টে UPI, আর বিদেশি মুদ্রা কেনা সম্ভব হবে সরাসরি অ্যাপে।