টাটা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য নোয়েল টাটাকে শুক্রবার টাটা ট্রাস্টস-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। তাঁর অগ্রজ রতন টাটা বুধবার ৮৬ বছর বয়সে প্রয়াত হন।
৬৭ বছর বয়সী নোয়েল টাটা এখন টাটা ট্রাস্টস-এর ১১তম চেয়ারম্যান এবং স্যার দোরাবজি টাটা ট্রাস্ট ও স্যার রতন টাটা ট্রাস্টের ষষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। এই নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ টাটা ট্রাস্টস ৬৬% শেয়ার নিয়ে টাটা সন্সের মালিকানায় রয়েছে। টাটা সন্সের অধীনে থাকা অসংখ্য সংস্থার মধ্যে টাটা ব্র্যান্ডের উত্তরাধিকার ১৫০ বছরেরও বেশি সময় ধরে বিস্তৃত।
নোয়েল টাটা সম্পর্কে বিস্তারিত
প্রয়াত রতন টাটা, যিনি টাটা সাম্রাজ্যকে বহুমুখী আন্তর্জাতিক সংস্থায় রূপান্তরিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, সেই সংস্থার নেতৃত্বের দায়িত্ব এখন নোয়েল টাটার হাতে। নোয়েল বর্তমানে টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান এবং নন-এক্সিকিউটিভ ডিরেক্টর। চার দশক ধরে তিনি টাটা গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন।
তিনি স্যার রতন টাটা ট্রাস্ট এবং স্যার দোরাবজি টাটা ট্রাস্টের বোর্ডে ট্রাস্টি হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ট্রেন্ট, ভোলটাস এবং টাটা ইনভেস্টমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং টাটা স্টিল ও টাইটান কোম্পানির ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন।
নোয়েল টাটার সাম্প্রতিকতম কার্যনির্বাহী ভূমিকা ছিল টাটা ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে। ২০১০ থেকে ২০২১ পর্যন্ত এই সংস্থার নেতৃত্বে থেকে তিনি এর আয়কে $৫০০ মিলিয়ন থেকে $৩ বিলিয়নেরও বেশি বৃদ্ধি করতে সক্ষম হন। এর আগে তিনি ট্রেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি ১৯৯৮ সালে একটি একক স্টোর থেকে কোম্পানিকে আজকের দিনে ৭০০টি স্টোরে বিস্তৃত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
নোয়েল টাটা যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন এবং ফ্রান্সের ইনসিয়াড থেকে আন্তর্জাতিক এক্সিকিউটিভ প্রোগ্রাম সম্পন্ন করেছেন।
১৮৯২ সালে নোয়েল ও রতন টাটার প্রপিতামহ জামশেদজি টাটা টাটা ট্রাস্টস-এর প্রতিষ্ঠা করেছিলেন, যা টাটা গ্রুপের প্রতিষ্ঠার কয়েক বছর পরেই তৈরি হয়।