Home খবর রাজ্য রাজ্য সরকারের কার্নিভালে বাধা নয়, ত্রিধারাকাণ্ডে ৯ জনের জামিন মঞ্জুর করে জানিয়ে...

রাজ্য সরকারের কার্নিভালে বাধা নয়, ত্রিধারাকাণ্ডে ৯ জনের জামিন মঞ্জুর করে জানিয়ে দিল হাইকোর্ট

স্বামীর ‘বংশরক্ষা’র দাবি, স্ত্রীকে একাধিক পুরুষ দিয়ে ধর্ষণ, হাই কোর্টের দ্বারস্থ নির্যাতিতা

কলকাতা হাই কোর্টের অবকাশকালীন বেঞ্চ শুক্রবার পুজো মণ্ডপে ‘জাস্টিস’ স্লোগান দেওয়ার কারণে গ্রেপ্তার ৯ জন আন্দোলনকারীকে শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। বিচারপতি শম্পা সরকারের নেতৃত্বাধীন বেঞ্চ একহাজার টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে এই জামিন মঞ্জুর করেন। তবে তাঁদের ওপর বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে।

বিচারপতি জানিয়েছেন, জামিনপ্রাপ্তরা আর কোনও পুজো মণ্ডপে প্রতিবাদ করতে পারবেন না এবং পুজো মণ্ডপের ২০০ মিটারের মধ্যে তাঁদের প্রবেশ নিষিদ্ধ। রাজ্য সরকারের কার্নিভালেও কোনওরকম বাধা দেওয়ার অনুমতি নেই। তাঁদের প্রতি সপ্তাহে থানায় হাজিরা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। হাই কোর্টের এই নির্দেশ ১৫ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। মামলার পরবর্তী শুনানি হবে ৬ নভেম্বর।

জামিনের খবর পাওয়ার পর ধর্মতলায় অনশন মঞ্চে উপস্থিত আন্দোলনকারীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। কেউ কেউ চোখে আনন্দাশ্রু নিয়ে এই খবর উদযাপন করেন।

এই ঘটনা ঘটেছিল বুধবারে। অভিযোগ অনুযায়ী, দক্ষিণ কলকাতার ত্রিধারা সম্মিলনী পুজো মণ্ডপে কয়েকজন আন্দোলনকারী ঢুকে ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে থাকেন এবং মণ্ডপে বিশৃঙ্খলার সৃষ্টি করেন। আন্দোলনকারীরা মণ্ডপে লিফলেটও বিলি করেন। পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে ৯ জনকে গ্রেপ্তার করে এবং তাঁদের বিরুদ্ধে ষড়যন্ত্রসহ একাধিক ধারায় মামলা দায়ের করে। বৃহস্পতিবার আলিপুর আদালত তাঁদের ১৭ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

এই আদেশকে চ্যালেঞ্জ করে ধৃতরা কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। বিচারপতি শম্পা সরকার তাঁদের জামিন মঞ্জুর করে বলেন, ধৃতরা কোনও ধর্মীয় উসকানিমূলক স্লোগান দেয়নি এবং প্রতিবাদের অধিকার সকলের আছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version