Homeশিল্প-বাণিজ্যUPI Lite-এ বড় পরিবর্তন! লেনদেন সীমা বেড়ে ১০০০ টাকা, ওয়ালেট সীমা এখন...

UPI Lite-এ বড় পরিবর্তন! লেনদেন সীমা বেড়ে ১০০০ টাকা, ওয়ালেট সীমা এখন ৫০০০

প্রকাশিত

ইউপিআই লাইট-এর লেনদেন সীমা বাড়িয়েছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)। যার ফলে ব্যবহারকারীরা এখন একবারে সর্বোচ্চ ১০০০ টাকা পর্যন্ত পেমেন্ট করতে পারবেন। আগে এই সীমা ছিল ৫০০ টাকা। পাশাপাশি, ইউপিআই লাইট ওয়ালেটের সর্বোচ্চ ব্যালেন্স সীমা ২০০০ থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করা হয়েছে। এনপিসিআই-এর সর্বশেষ সার্কুলার অনুসারে, এই পরিবর্তনগুলি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

এই পরিবর্তন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর আগের ঘোষণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা ছোট মূল্যের ডিজিটাল লেনদেন আরও সহজ ও সুবিধাজনক করার জন্য নেওয়া হয়েছে। এনপিসিআই সমস্ত ব্যাংককে নতুন সীমা দ্রুত কার্যকর করার নির্দেশ দিয়েছে।

অব্যবহৃত ওয়ালেট ব্যালেন্স স্বয়ংক্রিয়ভাবে ফেরত

এনপিসিআই পেমেন্ট সার্ভিস প্রদানকারী ব্যাংক ও অ্যাপ কোম্পানিগুলিকে নির্দেশ দিয়েছে যে, অব্যবহৃত ইউপিআই লাইট ওয়ালেট ব্যালেন্স স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর ব্যাংক অ্যাকাউন্টে ফেরত যাবে। এই সুবিধাটি ৩১ মার্চের মধ্যে কার্যকর করা হবে, যাতে ব্যবহারকারীরা প্রয়োজনের সময় তাদের অর্থ সহজেই পেতে পারেন। বর্তমানে, ইউপিআই লাইট ওয়ালেটে অর্থ সংযোজন করা গেলেও তা তোলার কোনো ব্যবস্থা নেই।

অটো টপ-আপ সুবিধা চালু

ব্যবহারকারীদের আরও সুবিধা দেওয়ার জন্য একটি অটো টপ-আপ ফিচার চালু করা হয়েছে। এই ফিচারের মাধ্যমে, লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে অর্থ কেটে ইউপিআই লাইট ওয়ালেটে সংযোজন করা হবে, যখন ব্যালেন্স কমে যাবে। ব্যবহারকারীরা তাদের পেমেন্ট অ্যাপে গিয়ে ইউপিআই লাইট সেকশনে প্রবেশ করে ‘অ্যাড মানি’ অপশন সিলেক্ট করে, নির্দিষ্ট পরিমাণ নির্বাচন করে, ব্যাংক নির্বাচন করে এবং পিন (PIN) দিয়ে নিশ্চিত করে এই ফিচার চালু করতে পারবেন। এছাড়া, গ্রাহকরা নিজেদের সুবিধা অনুযায়ী অটো টপ-আপের সীমা নির্ধারণ করতে পারবেন, তবে ওয়ালেটের সর্বোচ্চ ব্যালেন্স ৫০০০ পর্যন্ত থাকবে।

৫০০-এর কম লেনদেনে পিন লাগবে না

আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট হল, এখন থেকে ৫০০-এর কম লেনদেনে ইউপিআই লাইট ব্যবহারকারীদের আর পিন প্রবেশ করানোর প্রয়োজন হবে না। ফলে ছোট পরিমাণ লেনদেন আরও দ্রুত ও সুবিধাজনক হবে।

এছাড়া, এনপিসিআই ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছে যে, গত ছয় মাস ধরে নিষ্ক্রিয় থাকা ইউপিআই লাইট অ্যাকাউন্ট চিহ্নিত করতে হবে। এই অ্যাকাউন্টগুলির ব্যালেন্স স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর ব্যাংক অ্যাকাউন্টে ফেরত পাঠানো হবে।

এই আপডেটগুলির মাধ্যমে এনপিসিআই ইউপিআই লাইট-এর কার্যকারিতা আরও উন্নত করছে। এতে ডিজিটাল লেনদেন আরও সহজ, দ্রুত এবং ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক হবে বলেই ধারণা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।