Home খেলাধুলো আইপিএল আইপিএল ২০২৫: পারল না দিল্লি, সূর্যকুমারের ব্যাট আর স্যান্টনার-বুমরাহের বল প্লে অফে...

আইপিএল ২০২৫: পারল না দিল্লি, সূর্যকুমারের ব্যাট আর স্যান্টনার-বুমরাহের বল প্লে অফে নিয়ে গেল মুম্বইকে   

'প্লেয়ার অফ দ্য ম্যাচ' সূর্যকুমার যাদব। ছবি 'X" থেকে নেওয়া।

মুম্বই ইন্ডিয়ান্স: ১৮০-৫ (সূর্যকুমার যাদব ৭৩ নট আউট, নমন ধীর ২৪ নট আউট, মুকেশ কুমার ২-৪৮)

দিল্লি ক্যাপিটালস: ১২১ (১৮.২ ওভার) (সমীর রিজভি ৩৯, মিচেল স্যান্টনার ৩-১১, জসপ্রীত বুমরাহ ৩-১২)

মুম্বই: এবারের আইপিএল-এর প্লে অফে আগেই চলে গিয়েছে তিনটি দল – গুজরাত টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংস। চার নম্বর জায়গাটার জন্য লড়াই ছিল মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে। সেই লড়াইয়ে মাত করল মুম্বই। দিল্লিকে দুরমুশ করে ৫৯ রানে হারিয়ে তারা চলে গেল প্লে অফে। সূর্যকুমার যাদবের ব্যাটিং এবং মিচেল স্যান্টনার ও জসপ্রীত বুমরাহের বোলিং জয় এনে দিল মুম্বইয়ের। ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ হন সূর্যকুমার।

চারটি দল কে কোথায়  

১২ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট পেয়ে আপাতত লিগ টেবিলের শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স। ১২ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট সংগ্রহ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংস, দুটি দলই। তবে নেট রানরেটের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু এবং তৃতীয় স্থানে পঞ্জাব। ১৩ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট সংগ্রহ করে মুম্বই থাকল চতুর্থ স্থানে।

চারটি দলের মধ্যে কে কোন স্থানে থাকবে তা নির্ভর করছে এই দলগুলির বাকিম ম্যাচের উপরে। গুজরাত টাইটান্সের ম্যাচ বাকি আছে লখনউ সুপার জায়ান্টস এবং চেন্নাই সুপার কিংসের সঙ্গে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ বাকি আছে সানরাইজার্স হায়দরাবাদ এবং লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে। পঞ্জাব কিংসের ম্যাচ বাকি আছে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে। এবং মুম্বইয়ের ম্যাচ বাকি একটিই, পঞ্জাবের সঙ্গে।

বুমরাহের উল্লাস। ছবি www.mumbaiindians.com থেকে নেওয়া।

শেষ দিকে খেল দেখালেন সূর্যকুমার ও নমন         

বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে টসে জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠায় দিল্লি ক্যাপিটালস। প্রথম দিকে দ্রুত উইকেট পড়তে থাকে মুম্বইয়ের। ১৬.৩ ওভারে ১২৩ রানে পৌঁছোয় পাঁচ ব্যাটারকে হারিয়ে। এর পর পরিস্থিতি সামাল দেন সূর্যকুমার যাদব। সঙ্গী পান নমন ধীরকে। মাত্র ৩.৩ ওভারে তাঁরা তোলেন ৫৭ রান। ৪টি ছয় এবং ৭টি চারের মাধ্যমে ৪৩ বলে ৭৩ করে সূর্যকুমার এবং মাত্র ৮ বলে ২৪ রান করে নমন ধীর নট আউট থাকেন।

সহজেই গুঁড়িয়ে গেল দিল্লি  

এবারের আইপিএল অভিযান দুর্দান্ত শুরু করেছিল দিল্লি ক্যাপিটালস। কিন্তু ধীরেধীরে তারা লড়াই থেকে সরে গেল। বুধবারও এর ব্যত্যয় হল না। জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ১.৪ ওভার বাকি থাকতেই গুঁড়িয়ে গেল তারা। দিল্লির ব্যাটাররা মুম্বইয়ের বোলারদের, বিশেষ করে মিচেল স্যান্টনার (১১ রান দিয়ে ৩ উইকেট) এবং জসপ্রীত বুমরাহের (১২ রান দিয়ে ৩ উইকেট) মোকাবিলাই করতে পারল না। একমাত্র সমীর রিজভি (৩৫ বলে ৩৯ রান) কিছুটা লড়লেন। দিল্লি হেরে গেল ৫৯ রানে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version