Homeশিল্প-বাণিজ্যএ বার পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পেও প্যান, আধার বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি অর্থমন্ত্রকের

এ বার পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পেও প্যান, আধার বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি অর্থমন্ত্রকের

প্রকাশিত

নয়াদিল্লি: এ বার প্যান (PAN) এবং আধার (Aadhaar) বাধ্যতামূলক পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পেও। আগে, আধার নম্বর না দিলেও বিনিয়োগ করা যেত। ৩১ মার্চ, ২০২৩ দিনাঙ্কিত অর্থমন্ত্রকের একটি বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, স্বল্প সঞ্চয় প্রকল্পে বিনিয়োগের জন্যও আধার নম্বর বা আধার তালিকাভুক্তি স্লিপ (Aadhaar enrollment slip) বাধ্যতামূলক হবে।

জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, এ বার থেকে প্যান এবং আধার নম্বর, দুটোই জমা দিতে হবে। পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম (SCSS), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY), মহিলা সম্মান স্কিম ইত্যাদির মতো পোস্ট অফিস স্কিমে বিনিয়োগ করার জন্য অর্থমন্ত্রক প্যান এবং আধার নম্বর বাধ্যতামূলক করেছে।

পোস্ট অফিসের প্রকল্পগুলির অ্যাকাউন্ট খোলার সময় যদি আধার নম্বরটি কাছে না থাকে, তবে আবেদনকারীকে আধার নম্বরের জন্য তালিকাভুক্তির স্লিপের প্রমাণ দিতে হবে। সেক্ষেত্রে, অ্যাকাউন্ট ধারককে অ্যাকাউন্ট নম্বর খোলার তারিখ থেকে ছ’মাসের মধ্যে আধার নম্বর জমা করতে হবে যাতে সেটা স্বল্প সঞ্চয় প্রকল্পটির সঙ্গে লিঙ্ক করা যায়।

ছ’মাসের মধ্যে আবেদনকারী যদি আধার নম্বর জমা না করেন, তা হলে পোস্ট অফিসের প্রকল্পে করা বিনিয়োগ ফ্রিজ করা হবে। যদিও, আধার নম্বরটি জমা করার পরই নির্দিষ্ট প্রক্রিয়া মেনে সেটা পুনরায় চালু করাও সম্ভব।

জারি করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে অ্যাকাউন্ট খোলার সময় প্যান বা ফর্ম-৬০ জমা দিতে হবে। যদি কোনো অ্যাকাউন্ট খোলার সময় প্যান জমা না দেওয়া হয়, তাহলে নিম্নলিখিত কোনো পরিস্থিতিতে দু’মাসের মধ্যে অবশ্যই জমা দিতে হবে:

১. অ্যাকাউন্টের ব্যালেন্স ৫০ হাজার টাকা ছাড়িয়ে গেলে

২. যেকোনো আর্থিক বছরে অ্যাকাউন্টে জমা পড়া টাকার পরিমাণ এক লক্ষের বেশি

৩. এক মাসে অ্যাকাউন্ট থেকে তোলা এবং স্থানান্তরের পরিমাণ ১০ হাজার টাকার বেশি

এ ক্ষেত্রেও যদি প্যান জমা না করা হয়, তা হলে দু’মাসের মধ্যে অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিনিয়োগের সময় পোস্ট অফিস বা ব্যাঙ্ক এগুলি ছাড়া অন্যান্য নথিও চাইতে পারে। তবে এখন থেকে পোস্ট অফিসে বিনিয়োগের জন্য যে তিনটি নথি লাগবেই, সেগুলি হল- বিনিয়োগকারীর একটি পাসপোর্ট সাইজ ছবি, আধার নম্বর অথবা নথিভুক্তির স্লিপ এবং প্যান।

আরও পড়ুন: দাম কমল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের, ঘরোয়া রান্নার গ্যাস অপরিবর্তিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।