Homeশিল্প-বাণিজ্যরিজার্ভ ব্যাঙ্কের সুদের হার কমানো উচিত, বললেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল

রিজার্ভ ব্যাঙ্কের সুদের হার কমানো উচিত, বললেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল

প্রকাশিত

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) সুদের হার কমানো উচিত বলে মন্তব্য করলেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল। বৃহস্পতিবার CNBC-TV18 গ্লোবাল লিডারশিপ সামিটে বক্তৃতা করার সময় গয়াল বলেন, “রিজার্ভ ব্যাঙ্কের সুদের হার কমানো উচিত। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি বিবেচনা করে সুদের হার নির্ধারণের তত্ত্বটি ভুল। এটা আমার ব্যক্তিগত মত, সরকারের নয়।”

গয়াল আরও বলেন, ডিসেম্বরের মধ্যে মুদ্রাস্ফীতি কমে আসবে বলে তাঁর ধারণা। এ দিকে, গত মাসে ভারতের খুচরো মূল্যস্ফীতি বেড়ে ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ ৬.২ শতাংশে পৌঁছেছে, যা অর্থনীতির মন্দার ইঙ্গিত দেওয়ায় সুদের হার কমানোর সম্ভাবনা আরও পিছিয়ে দিয়েছে। অক্টোবর মাসে মূলত সবজি, ফল এবং ভোজ্য তেলের দাম বৃদ্ধি মুদ্রাস্ফীতির প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটির (MPC) নির্ধারিত মুদ্রাস্ফীতির লক্ষ্য সীমা ৪ শতাংশ, যেখানে ২ শতাংশের সহনশীলতা রয়েছে। গত বছর আগস্টের পর প্রথম বারের মতো এই সীমা অতিক্রম করেছে মূল্যস্ফীতি।

আইসিআরএ (ICRA)-র প্রধান অর্থনীতিবিদ অদিতি নায়ার সংবাদ মাধ্যমের কাছে বলেন, “অক্টোবরে মুদ্রাস্ফীতি ৬ শতাংশের সীমা অতিক্রম করেছে এবং চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে এমপিসি-র অনুমানের চেয়ে আরও ৬০-৭০ বেসিস পয়েন্ট বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ডিসেম্বরে সুদের হার কমানো প্রায় অসম্ভব।”

অন্যদিকে, রেটিং সংস্থা ক্রিসিল (Crisil) মনে করে, এই অর্থবছরের শেষের দিকে রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটি সুদের হার কমানোর বিষয়টি বিবেচনা করতে পারে।

উল্লেখ্য, আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস সম্প্রতি বলেছিলেন, অক্টোবরের মুদ্রাস্ফীতির হার সেপ্টেম্বরের চেয়ে বেশি হতে পারে। সেক্ষেত্রে ৪ শতাংশ লক্ষ্যসীমার কাছাকাছি না পৌঁছানো পর্যন্ত সুদের হার কমানো হবে না।

অক্টোবর ২০২৩-এ গ্রাহক মূল্য সূচক অনুযায়ী মুদ্রাস্ফীতি ৪.৯ শতাংশ ছিল, যা গ্রামাঞ্চলে ৬.৭ শতাংশ এবং শহরাঞ্চলে ছিল ৫.৬ শতাংশ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বায়ুদূষণ ও স্মার্টফোনে বাড়ছে শিশুদের অ্যাংজাইটি ঝুঁকি

শীত বাড়তেই বায়ুদূষণের প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যে। নয়াদিল্লির এইমস ও সিঙ্গাপুরের গবেষণায় উঠে এসেছে, দূষিত বাতাস ও ছোট বয়সে স্মার্টফোন ব্যবহারে শিশুদের অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাকের ঝুঁকি বাড়ছে।

দক্ষিণবঙ্গে শীতে শীর্ষে কল্যাণী, আর কতদিন কনকনে ঠান্ডা?

দক্ষিণবঙ্গে শীতের দাপট চরমে। শ্রীনিকেতনকে পিছনে ফেলে শীতলতম এলাকা হল নদিয়ার কল্যাণী। কলকাতা সহ গোটা রাজ্যে কুয়াশা ও তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভারত-নিউজিল্যান্ড প্রথম একদিনের ম্যাচ: বল হাতে জেমিসনের জাদু সত্ত্বেও কোহলি-শুভমন-ঋষভের দাপটে এল জয়

নিউজিল্যান্ড: ৩০০-৮ (ড্যারিল মিচেল ৮৪, হেনরি নিকোলস ৬২, ডেভন কোনওয়ে ৫৪, মহম্মদ সিরাজ ২-৪০,...

পরিবেশ সচেতনতার বার্তা দিতে ‘সবুজপুকুর মেলা’ অনুষ্ঠিত হল ঢাকুরিয়া যুবতীর্থ শিশু উদ্যানে

নিজস্ব প্রতিনিধি:  দীর্ঘ প্রচেষ্টার পর গড়ফা-ঢাকুরিয়া-হালতু অঞ্চলে সবুজপুকুর জলাশয়ের সংরক্ষণ করা সম্ভব হয়েছে। চলতি...

আরও পড়ুন

বিশ্বের সর্বাধিক তেল মজুত ভেনেজুয়েলায়, তবু কেন উৎপাদনে পিছিয়ে দক্ষিণ আমেরিকার দেশটি?

ভেনেজুয়েলার হাতে বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার—প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। তবু বিনিয়োগ ঘাটতি, নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত সমস্যায় তেল উৎপাদন সম্ভাবনার অনেক নীচে।

২০২৬-এও কি টাকার উপর চাপ অব্যাহত থাকবে? কী বলছেন বিশেষজ্ঞরা

বিশেষজ্ঞদের মতে, যদি ভারত-মার্কিন বাণিজ্যচুক্তিতে অগ্রগতি হয় এবং বিদেশি বিনিয়োগ ফিরতে শুরু করে, তবে ২০২৬ সালের শেষভাগে টাকার দাম কিছুটা ঘুরে দাঁড়িয়ে ₹৮৩–₹৮৪ স্তরে স্থিতিশীল হতে পারে।

ইরানে রিয়ালের রেকর্ড পতনে দেশজুড়ে বিক্ষোভ, সেন্ট্রাল ব্যাঙ্ক প্রধানের পদত্যাগ

রিয়ালের ঐতিহাসিক পতনে ইরানে বিক্ষোভ, তেহরানসহ বিভিন্ন শহরে দোকান বন্ধ। সেন্ট্রাল ব্যাঙ্ক প্রধানের পদত্যাগ।