Homeশিল্প-বাণিজ্যপিএনবি-র ঋণে সুদের হার পরিবর্তন, ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর

পিএনবি-র ঋণে সুদের হার পরিবর্তন, ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর

প্রকাশিত

পঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) নিজেদের খুচরো ঋণে সুদের হার সংশোধন করেছে। নতুন এই সুদের হার ফেব্রুয়ারি ২০২৫ থেকে কার্যকর হবে। ব্যাংকের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাজারের পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে আরও প্রতিযোগিতামূলক আর্থিক পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গৃহঋণে কী পরিবর্তন হয়েছে?

পিএনবি গৃহঋণ বা হোম লোনে নতুন সুদের হার বার্ষিক ৮.১৫ শতাংশ থেকে শুরু হচ্ছে। গ্রাহকরা ৫ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, যার উপর কোনো আগাম পরিশোধের জরিমানা, প্রসেসিং চার্জ বা নথিপত্র সংক্রান্ত চার্জ নেই। এছাড়া, পিএনবি ডিজি হোম লোন প্রকল্পের মাধ্যমে অনলাইনে সহজেই গৃহঋণ পাওয়া যাবে। তরুণ পেশাদারদের জন্য পিএনবি জেন-নেক্সট হোম লোন স্কিম চালু করা হয়েছে, যেখানে সর্বাধিক ১.২৫ গুণ পর্যন্ত যোগ্যতা অনুযায়ী ঋণ নেওয়া যাবে এবং পরিশোধের মেয়াদ হবে ৩০ বছর পর্যন্ত।

উচ্চ আয়ের চাকরিজীবীদের জন্য পিএনবি ম্যাক্স সেভার হোম লোন স্কিম চালু হয়েছে, যা ৮.৩০ শতাংশ হারে ওভারড্রাফট সুবিধার সঙ্গে পাওয়া যাবে। ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত সমস্ত গৃহঋণে প্রসেসিং এবং ডকুমেন্ট চার্জ মকুব করা হয়েছে।

গাড়ির ঋণে কী পরিবর্তন হয়েছে?

পিএনবি গাড়ির ঋণের নতুন সুদের হার ন্যূনতম ৮.৫০ শতাংশ ধার্য করা হয়েছে। অনলাইনে আবেদনকারীদের জন্য পিএনবি ডিজি কার লোন প্রকল্পে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ মিলবে, যেখানে প্রতি লক্ষ টাকার জন্য মাসিক কিস্তি (ইএমআই) হবে ১,২৪০ টাকা। পরিবেশবান্ধব গাড়ি কেনার ক্ষেত্রে পিএনবি গ্রিন কার লোন প্রকল্পের আওতায় অতিরিক্ত ০.০৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

শিক্ষা ঋণে কী পরিবর্তন হয়েছে?

উচ্চ শিক্ষার জন্য পিএনবি-র শিক্ষা ঋণ এখন বার্ষিক ৭.৮৫ শতাংশ সুদে পাওয়া যাবে। পিএনবি সরস্বতী এবং পিএনবি উড়ান প্রকল্পের মাধ্যমে দেশ-বিদেশে পড়াশোনা করা শিক্ষার্থীদের ৯ শতাংশ হারে ঋণ দেওয়া হচ্ছে, যেখানে কোনো প্রসেসিং চার্জ লাগবে না।

ব্যক্তিগত ঋণ ও ওভারড্রাফট সুবিধায় কী পরিবর্তন এসেছে?

পিএনবি এখন ১১.২৫ শতাংশ বার্ষিক সুদে প্রি-অ্যাপ্রুভড পার্সোনাল লোন প্রদান করছে। পিএনবি স্বাগত প্রকল্পের মাধ্যমে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দ্রুত অনুমোদনের জন্য ওটিপি-ভিত্তিক সুবিধা দেওয়া হচ্ছে। এছাড়া, স্থায়ী আমানতের উপর ওভারড্রাফট সুবিধাও চালু রয়েছে, যেখানে আগাম অর্থ তোলার জন্য অতিরিক্ত কোনো জরিমানা দিতে হবে না।

কীভাবে বিস্তারিত তথ্য পাওয়া যাবে?

পিএনবি-র ঋণ প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য ব্যাংকের শাখাগুলিতে বা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া, গ্রাহক পরিষেবা টিমের সঙ্গেও যোগাযোগ করা যেতে পারে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে দিনে দুপুরে রক্তারক্তি, ছুরিকাঘাতে মৃত এক ছাত্র

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রদের মধ্যে বচসা গড়াল রক্তারক্তিতে। ছুরিকাঘাতে গুরুতর আহত এক ছাত্রের মৃত্যু। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা।

দৃষ্টিহীনদের দৃষ্টি ফেরাতে স্মার্টগ্লাসের চিপ বানালেন আইআইটি ধানবাদের গবেষকরা

দৃষ্টিহীনদের জন্য স্মার্টগ্লাসে ব্যবহারযোগ্য দেশীয় চিপ তৈরি করলেন আইআইটি ধানবাদের গবেষকরা। সম্পূর্ণ ভারতেই তৈরি এই APEC 1 চিপ আত্মনির্ভর ভারতের প্রযুক্তির বড় সাফল্য।

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।