Home শিল্প-বাণিজ্য টানা তিন দিন পতন ভারতীয় শেয়ারবাজার, ফেড রিজার্ভের বৈঠকের নথিতে মন্দার ইঙ্গিত

টানা তিন দিন পতন ভারতীয় শেয়ারবাজার, ফেড রিজার্ভের বৈঠকের নথিতে মন্দার ইঙ্গিত

0

বুধবার ফের লাল রেখায় বন্ধ হল ভারতীয় শেয়ারবাজার। মূলত আর্থিক ও তথ্যপ্রযুক্তি খাতে বিক্রির চাপের ফলে সূচকগুলি নিম্নমুখী হয়। তবে ধাতু ও রিয়েল এস্টেট খাতে কিছু লাভ দেখা গেলেও তা বাজারকে টেনে তুলতে পারেনি।

এ দিন বাজার খোলার আগে সেনসেক্স ছিল ৭৫,৯৩৯-এ। খোলার সময় তা অনেকটাই নেমে ৫৭,৬৭২-এ ছিল। বন্ধ হওয়ার সময় সেনসেক্স থিতু হয় ৭৫,৭৩৬৫-এ। এ ছাড়া নিফটি ফিফটি এ দিন .০৮৬ শতাংশ বা ১৯.৭৫ পয়েন্ট নেমে বন্ধ হয় ২২,৯১৩ পয়েন্টে।

এদিকে, বুধবার প্রকাশিত মার্কিন ফেডারেল রিজার্ভের জানুয়ারির বৈঠকের নথি থেকে জানা গেছে, নীতি নির্ধারকরা মনে করছেন মুদ্রাস্ফীতির হার আরও কমার আগে সুদের হার কমানো সম্ভব নয়। এছাড়া, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির প্রভাব নিয়েও তাঁরা উদ্বিগ্ন।

বৈঠকে অংশগ্রহণকারীদের অনেকেই মনে করেন, যদি অর্থনীতি দৃঢ় থাকে এবং মুদ্রাস্ফীতি উঁচু স্তরে বজায় থাকে, তাহলে সুদের হার আগের মতোই সীমিত রাখা হতে পারে। আবার, যদি শ্রমবাজার দুর্বল হয়, অর্থনৈতিক কার্যকলাপ কমে যায় বা মুদ্রাস্ফীতি দ্রুত ২শতাংশের লক্ষ্যমাত্রায় ফিরে আসে, তাহলে সুদের হার কমানো হতে পারে।

মার্কিন ফেডারেল রিজার্ভের সুদ কমানোর সিদ্ধান্তে অনিশ্চয়তা এবং ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার ফলে সোনার দামে লাগাতার বৃদ্ধি দেখা যাচ্ছে। আজকের লেনদেন পর্বে আন্তর্জাতিক বাজারে সোনার স্পট মূল্য প্রতি ট্রয় আউন্সে নতুন রেকর্ড ২,৯৫৪.৬০ মার্কিন ডলার ছুঁয়েছে, যা বছরের শুরু থেকে এখন পর্যন্ত ১২.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version