Homeশিল্প-বাণিজ্যচোরাচালান নিয়ে উদ্বেগ, মোটা ধাতুর পাঁচ টাকার মুদ্রা বন্ধ করবে আরবিআই?

চোরাচালান নিয়ে উদ্বেগ, মোটা ধাতুর পাঁচ টাকার মুদ্রা বন্ধ করবে আরবিআই?

প্রকাশিত

নয়াদিল্লি: মোটা ধাতুর পাঁচ টাকার মুদ্রা বাতিল করার পথে এগোচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। সূত্রের খবর অনুযায়ী, এই মুদ্রার চোরাচালান এবং গলিয়ে ব্লেড তৈরির অভিযোগ ক্রমেই বাড়তে থাকায় এমন সিদ্ধান্তের কথা ভাবা হচ্ছে। যদিও কেন্দ্রীয় ব্যাঙ্কের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা করা হয়নি।

বর্তমানে বাজারে একাধিক ধরনের পাঁচ টাকার মুদ্রা চালু রয়েছে। এর মধ্যে একটি মোটা ধাতুতে নির্মিত। কিন্তু আরবিআইয়ের উচ্চপদস্থ কর্তাদের দাবি, “মোটা ধাতুর পাঁচ টাকার মুদ্রাটি গলিয়ে ব্লেড তৈরি করা হচ্ছে। এর ফলে একাধিক ক্ষেত্রে আর্থিক ক্ষতি হচ্ছে।”

একজন শীর্ষ কর্তা সংবাদমাধ্যমকে বলেন, “একটি পাঁচ টাকার মুদ্রা গলিয়ে অন্তত পাঁচ-ছ’টি ব্লেড তৈরি করা সম্ভব। প্রতিটি ব্লেডের দাম দু’টাকা হলে, একটি মুদ্রা থেকে ১০-১২ টাকার উপার্জন হচ্ছে। এতে মুদ্রার আসল মূল্য তার আর্থিক মূল্যকে ছাপিয়ে যাচ্ছে। অর্থনীতির দিক থেকে এটি সুস্থ লক্ষণ নয়।”

পাঁচ টাকার মুদ্রা চোরাচালানের অভিযোগ আরও গুরুতর হয়ে উঠেছে। বিশেষ করে বাংলাদেশে এই মুদ্রার চোরাচালান রুখতে সমস্যার মুখে পড়েছে ভারতীয় বাজার। আরবিআই সূত্রের খবর, মোটা ধাতুর মুদ্রার বদলে পাতলা সংকর ধাতুর মুদ্রা ব্যবহার বেশি নিরাপদ। পাতলা মুদ্রা দিয়ে ব্লেড তৈরি করা সম্ভব নয় বলে এই ধরনের চোরাচালানের প্রবণতাও কম।

রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটি আগামী বছরের ফেব্রুয়ারিতে বৈঠকে বসবে। সেখানেই মোটা ধাতুর পাঁচ টাকার মুদ্রা পুরোপুরি বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই সিদ্ধান্ত কার্যকর করতে কেন্দ্রের অনুমোদনও প্রয়োজন হবে।

সরকারি সূত্রে জানানো হয়েছে, পিতল ও অন্যান্য সংকর ধাতুর তৈরি পাঁচ টাকার মুদ্রা এখনই বাতিল করার কোনও পরিকল্পনা নেই।

আরবিআইয়ের এই সিদ্ধান্তের সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই দেশজুড়ে চর্চা শুরু হয়েছে। অর্থনীতি বিশেষজ্ঞদের মতে, “মুদ্রা বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এমন পদক্ষেপ প্রয়োজন হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে জনসাধারণকে সচেতন করতে উদ্যোগ নেওয়া উচিত।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসে তদন্ত শেষের নির্দেশ, অয়ন শীলের জামিনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ সুপ্রিম কোর্টের। অভিযুক্ত অয়ন শীলের জামিনের আবেদন খারিজ, ছ’মাস পরে ফের আবেদন করা যাবে।

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।