Homeশিল্প-বাণিজ্যআরও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা! গ্লোবাল ফিনটেক ফেস্টে ৩ নতুন সুবিধা ঘোষণা...

আরও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা! গ্লোবাল ফিনটেক ফেস্টে ৩ নতুন সুবিধা ঘোষণা করল আরবিআই

প্রকাশিত

ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করে তুলতে বড় পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। মঙ্গলবার গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫ (Global Fintech Fest 2025)-এ আরবিআই-এর ডেপুটি গভর্নর টি. রবি শঙ্কর (T. Rabi Sankar) ঘোষণা করেন তিনটি নতুন উদ্ভাবনী পরিষেবা—
‘UPI Multi-Signatory’, ‘UPI Lite Smart Glass Transactions’ এবং ‘Forex on Bharat Connect’

UPI Multi-Signatory — যৌথ অ্যাকাউন্টে ডিজিটাল স্বাচ্ছন্দ্য

এই নতুন সুবিধায় এখন থেকে একাধিক স্বাক্ষরকারীর (multi-signatory/joint account) অনুমোদন নিয়েই সহজে UPI পেমেন্ট করা যাবে।
অর্থাৎ, যদি কোনও অ্যাকাউন্টে একাধিক ব্যক্তি যুক্ত থাকেন, তাহলে এক বা একাধিক ব্যক্তির ডিজিটাল অনুমোদনের মাধ্যমেই লেনদেন সম্পন্ন হবে।

প্রতিটি স্বাক্ষরকারী যে কোনও UPI অ্যাপ ব্যবহার করেই লেনদেন অনুমোদন দিতে পারবেন। ফলে একাধিক অ্যাকাউন্ট পরিচালনা হবে আরও স্বচ্ছ, দ্রুত এবং জটিলতা-মুক্ত। এই ফিচারটি সম্পূর্ণ interoperable, অর্থাৎ বিভিন্ন ব্যাঙ্ক ও অ্যাপের মধ্যে সহজে ব্যবহার করা যাবে।

এর ফলে সময় বাঁচবে, ভুলের সম্ভাবনা কমবে এবং প্রত্যেক লেনদেনের ডিজিটাল রেকর্ড থাকবে— যা স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বাড়াবে।

স্মার্ট গ্লাসে UPI Lite — হ্যান্ডস-ফ্রি পেমেন্ট

দ্বিতীয় উদ্ভাবন, ‘Small Value Transactions using Wearable Glasses via UPI Lite’, ডিজিটাল পেমেন্টের জগতে এক নতুন অধ্যায়।
এখন থেকে স্মার্ট গ্লাসের সাহায্যে ব্যবহারকারীরা QR স্ক্যান করে, ভয়েস অথেনটিকেশন দিয়ে ছোট পরিমাণের লেনদেন করতে পারবেন— ফোন বা পিন ছাড়াই।

এই ফিচারটি বিশেষভাবে তৈরি ছোট-মূল্যের, বারবার করা পেমেন্টের জন্য, যেমন—খুচরো কেনাকাটা, খাবার, ট্রান্সপোর্ট ইত্যাদি। এর ফলে UPI Lite আরও দ্রুত, নির্ভরযোগ্য ও ব্যাঙ্ক সার্ভারের উপর কম নির্ভরশীল হয়ে উঠবে।

Forex on Bharat Connect — সহজ হবে বিদেশি মুদ্রা কেনা

তৃতীয় উদ্ভাবন হিসেবে চালু হয়েছে ‘Forex on Bharat Connect’, যা FX Retail Platform-এর সঙ্গে সংযুক্ত। এর ফলে এখন খুচরো গ্রাহকরা তাঁদের পছন্দের ব্যাঙ্ক বা পেমেন্ট অ্যাপ থেকেই ডলারের মতো বিদেশি মুদ্রা (USD) কিনতে পারবেন।

এই প্ল্যাটফর্মটি তৈরি হয়েছে NPCI Bharat BillPay Ltd (NBBL), Clearing Corporation of India Limited (CCIL)RBI-এর যৌথ উদ্যোগে।
গ্রাহকরা রিয়েল-টাইমে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক দামে মুদ্রা কিনতে পারবেন—
তিনটি বিকল্প পদ্ধতিতে:

  1. নগদ ডলার (Currency notes)
  2. ফরেক্স কার্ড লোড (Forex Card Load)
  3. বিদেশে টাকা পাঠানো (Outward Remittance)

পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে অনলাইনে বা প্রয়োজনে নিকটবর্তী ব্যাঙ্ক শাখায় গিয়ে।

ডিজিটাল পেমেন্টের নতুন যুগে ভারত

এই তিনটি প্রযুক্তিগত উদ্যোগ ভারতের ডিজিটাল অর্থনীতিকে আরও আধুনিক ও বিশ্বমানের করে তুলবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
বিশেষত, UPI Smart Glass Payment এবং Joint Account UPI Approval System ভারতীয় ডিজিটাল পেমেন্টকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

আরও পড়ুন: কমিশনে ‘কোটি টাকার ক্ষতি’ নয়! ‘শেষ করপাস’ বিভ্রান্তি ভাঙলেন মিউচ্যুয়াল ফান্ড বিশেষজ্ঞ বরুণ বৈদ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস

দক্ষিণবঙ্গে এখনও সক্রিয় বর্ষা। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি।

রাজ্যের স্কুলে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ! ৮,০০০-এর বেশি শূন্যপদে আবেদন শুরু ৩ নভেম্বর থেকে

রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ। মোট শূন্যপদ ৮,৪৭৭। আবেদন শুরু ৩ নভেম্বর, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। মাধ্যমিক ও অষ্টম পাশ প্রার্থীরাই করতে পারবেন আবেদন।

সলমনের সহ-অভিনেতা ভারতের প্রথম নিরামিষ বডিবিল্ডার বরিন্দর ঘুমান প্রয়াত, হৃদরোগে মৃত্যু ৪২ বছর বয়সে

বিশ্বের প্রথম নিরামিষ বডিবিল্ডার ও অভিনেতা বরিন্দর ঘুমান প্রয়াত। বৃহস্পতিবার অমৃতসরের বেসরকারি হাসপাতালে হৃদরোগে মৃত্যু। ২০০৯ সালে মিস্টার ইন্ডিয়া খেতাব জিতেছিলেন তিনি।

ভারতে ওষুধের মান নিয়ন্ত্রণে পদ্ধতিগত দূর্বলতা রয়েছে, বিপদ ঘটতে পারে আন্তর্জাতিক স্তরেও, উদ্বেগ হু-র

মধ্যপ্রদেশ ও রাজস্থানে অন্তত ২০ শিশুর মৃত্যু দূষিত কফ সিরাপ খেয়ে। কফ সিরাপে বিষাক্ত ডাইইথিলিন গ্লাইকোল মেলায় উদ্বিগ্ন WHO। সংস্থার মালিক গ্রেফতার, উৎপাদন বন্ধের নির্দেশ।

আরও পড়ুন

রাজ্যের স্কুলে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ! ৮,০০০-এর বেশি শূন্যপদে আবেদন শুরু ৩ নভেম্বর থেকে

রাজ্যের স্কুলগুলিতে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে বড় নিয়োগ। মোট শূন্যপদ ৮,৪৭৭। আবেদন শুরু ৩ নভেম্বর, চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। মাধ্যমিক ও অষ্টম পাশ প্রার্থীরাই করতে পারবেন আবেদন।

কমিশনে ‘কোটি টাকার ক্ষতি’ নয়! ‘শেষ করপাস’ বিভ্রান্তি ভাঙলেন মিউচ্যুয়াল ফান্ড বিশেষজ্ঞ বরুণ বৈদ

“৩০ বছরে ৩ কোটি!”—এই ভাইরাল বিনিয়োগ প্রতিশ্রুতির অঙ্কে বড় ভুল আছে বলে জানালেন বিনিয়োগ বিশেষজ্ঞ বরুণ বৈদ। তাঁর দাবি, কমিশনে কোটি টাকার ক্ষতি নয়, আসল বিপদ ইনফ্লেশন ও ট্যাক্সে। ‘শেষ করপাস’ বা Final Corpus-এর ভুল ব্যাখ্যাতেই তৈরি হচ্ছে বিভ্রান্তি।

পিপিএফ-এ সুদের হার নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্র

অর্থ মন্ত্রক অক্টোবর–ডিসেম্বর ২০২৫ ত্রৈমাসিকের জন্য পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)–সহ পোস্ট অফিসের ছোট সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার অপরিবর্তিত রাখল। PPF–এ ৭.১% সুদ বহাল; মাসভিত্তিক হিসেব, বছরে একবার সুদ ক্রেডিট; করছাড় ধারা ৮০সি, EEE সুবিধা বহাল।