Homeশিল্প-বাণিজ্যডিজিটাল প্রতারণা বন্ধে কঠোর পদক্ষেপ, নতুন ডোমেন আনছে RBI

ডিজিটাল প্রতারণা বন্ধে কঠোর পদক্ষেপ, নতুন ডোমেন আনছে RBI

প্রকাশিত

মুম্বই: আর্থিক প্রতারণা ও অনৈতিক লেনদেন রোধে কড়া অবস্থান নিল রিজার্ভ ব্যাংক (RBI)। শুক্রবার গভর্নর সঞ্জয় মালহোত্রা ঘোষণা করেছেন যে, ব্যাঙ্কিং ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য নতুন দুটি বিশেষ ডোমেন ‘.bank.in’ এবং ‘.fin.in’ চালু করা হবে, যা প্রতারণা কমাতে সাহায্য করবে।

এক সাংবাদিক বৈঠকে গভর্নর বলেন, “আমরা আর্থিক প্রতারণা এবং কারচুপির বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছি। ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তা আরও জোরদার করা হবে।”

RBI-এর এই নতুন ডোমেন পরিকল্পনায় Institute for Development and Research in Banking Technology (IDRBT) নিবন্ধনকারী সংস্থা হিসাবে কাজ করবে। ব্যাঙ্কগুলোর জন্য ‘.bank.in’ ডোমেন এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের জন্য ‘.fin.in’ ডোমেন এপ্রিলে চালু হবে। এই উদ্যোগ ডিজিটাল ব্যাঙ্কিং এবং লেনদেনকে আরও সুরক্ষিত করবে।

আন্তর্জাতিক লেনদেনে দ্বিস্তরীয় যাচাই

গভর্নর আরও ঘোষণা করেন যে, বিদেশে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে এখন থেকে দুই-স্তরীয় যাচাই (Two-Factor Authentication) বাধ্যতামূলক হবে। বর্তমানে এটি শুধুমাত্র অভ্যন্তরীণ লেনদেনে প্রযোজ্য। এবার থেকে আন্তর্জাতিক ‘card not present’ লেনদেনেও এই নিয়ম কার্যকর হবে।

এই পদক্ষেপ গ্রাহকদের আরও নিরাপত্তা দেবে বলে মনে করছে RBI। শীঘ্রই এর বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে।

সরকারি সিকিউরিটিতে বিনিয়োগের সুযোগ প্রসারিত

আরবিআই গভর্নর জানিয়েছেন, NDS-OM প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি সিকিউরিটিতে বিনিয়োগের সুযোগ আরও প্রসারিত করা হবে। এখন থেকে SEBI নিবন্ধিত নন-ব্যাঙ্ক ব্রোকাররাও এই প্ল্যাটফর্মে লেনদেন করতে পারবেন। এতে বন্ড মার্কেট আরও শক্তিশালী হবে।

প্রতারণা রোধে সমন্বিত পদক্ষেপের আহ্বান

গভর্নর মালহোত্রা ডিজিটাল প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং সব অংশীদারদের (stakeholders) একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ডিজিটাল প্রতারণার ঘটনা বাড়ছে। এটি প্রতিরোধ করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

সম্প্রতি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI) UPI লেনদেনের ক্ষেত্রে কঠোর মানদণ্ড চালু করেছে। এখন RBI-এর এই নতুন পদক্ষেপ ডিজিটাল লেনদেনকে আরও নিরাপদ করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আরও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা! গ্লোবাল ফিনটেক ফেস্টে ৩ নতুন সুবিধা ঘোষণা করল আরবিআই

গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ তিনটি বড় ডিজিটাল পেমেন্ট উদ্ভাবন ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। এবার স্মার্ট গ্লাসেই পেমেন্ট, যৌথ অ্যাকাউন্টে UPI, আর বিদেশি মুদ্রা কেনা সম্ভব হবে সরাসরি অ্যাপে।

কমিশনে ‘কোটি টাকার ক্ষতি’ নয়! ‘শেষ করপাস’ বিভ্রান্তি ভাঙলেন মিউচ্যুয়াল ফান্ড বিশেষজ্ঞ বরুণ বৈদ

“৩০ বছরে ৩ কোটি!”—এই ভাইরাল বিনিয়োগ প্রতিশ্রুতির অঙ্কে বড় ভুল আছে বলে জানালেন বিনিয়োগ বিশেষজ্ঞ বরুণ বৈদ। তাঁর দাবি, কমিশনে কোটি টাকার ক্ষতি নয়, আসল বিপদ ইনফ্লেশন ও ট্যাক্সে। ‘শেষ করপাস’ বা Final Corpus-এর ভুল ব্যাখ্যাতেই তৈরি হচ্ছে বিভ্রান্তি।