Home শিল্প-বাণিজ্য ডিজিটাল প্রতারণা বন্ধে কঠোর পদক্ষেপ, নতুন ডোমেন আনছে RBI

ডিজিটাল প্রতারণা বন্ধে কঠোর পদক্ষেপ, নতুন ডোমেন আনছে RBI

মুম্বই: আর্থিক প্রতারণা ও অনৈতিক লেনদেন রোধে কড়া অবস্থান নিল রিজার্ভ ব্যাংক (RBI)। শুক্রবার গভর্নর সঞ্জয় মালহোত্রা ঘোষণা করেছেন যে, ব্যাঙ্কিং ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য নতুন দুটি বিশেষ ডোমেন ‘.bank.in’ এবং ‘.fin.in’ চালু করা হবে, যা প্রতারণা কমাতে সাহায্য করবে।

এক সাংবাদিক বৈঠকে গভর্নর বলেন, “আমরা আর্থিক প্রতারণা এবং কারচুপির বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছি। ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তা আরও জোরদার করা হবে।”

RBI-এর এই নতুন ডোমেন পরিকল্পনায় Institute for Development and Research in Banking Technology (IDRBT) নিবন্ধনকারী সংস্থা হিসাবে কাজ করবে। ব্যাঙ্কগুলোর জন্য ‘.bank.in’ ডোমেন এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের জন্য ‘.fin.in’ ডোমেন এপ্রিলে চালু হবে। এই উদ্যোগ ডিজিটাল ব্যাঙ্কিং এবং লেনদেনকে আরও সুরক্ষিত করবে।

আন্তর্জাতিক লেনদেনে দ্বিস্তরীয় যাচাই

গভর্নর আরও ঘোষণা করেন যে, বিদেশে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে এখন থেকে দুই-স্তরীয় যাচাই (Two-Factor Authentication) বাধ্যতামূলক হবে। বর্তমানে এটি শুধুমাত্র অভ্যন্তরীণ লেনদেনে প্রযোজ্য। এবার থেকে আন্তর্জাতিক ‘card not present’ লেনদেনেও এই নিয়ম কার্যকর হবে।

এই পদক্ষেপ গ্রাহকদের আরও নিরাপত্তা দেবে বলে মনে করছে RBI। শীঘ্রই এর বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হবে।

সরকারি সিকিউরিটিতে বিনিয়োগের সুযোগ প্রসারিত

আরবিআই গভর্নর জানিয়েছেন, NDS-OM প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি সিকিউরিটিতে বিনিয়োগের সুযোগ আরও প্রসারিত করা হবে। এখন থেকে SEBI নিবন্ধিত নন-ব্যাঙ্ক ব্রোকাররাও এই প্ল্যাটফর্মে লেনদেন করতে পারবেন। এতে বন্ড মার্কেট আরও শক্তিশালী হবে।

প্রতারণা রোধে সমন্বিত পদক্ষেপের আহ্বান

গভর্নর মালহোত্রা ডিজিটাল প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং সব অংশীদারদের (stakeholders) একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ডিজিটাল প্রতারণার ঘটনা বাড়ছে। এটি প্রতিরোধ করতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

সম্প্রতি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI) UPI লেনদেনের ক্ষেত্রে কঠোর মানদণ্ড চালু করেছে। এখন RBI-এর এই নতুন পদক্ষেপ ডিজিটাল লেনদেনকে আরও নিরাপদ করতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version