Homeশিল্প-বাণিজ্যনিষেধাজ্ঞা অতীত, রিলায়েন্সের হাত ধরে ফের ভারতে চিনা ফ্যাশন সংস্থা শিন

নিষেধাজ্ঞা অতীত, রিলায়েন্সের হাত ধরে ফের ভারতে চিনা ফ্যাশন সংস্থা শিন

প্রকাশিত

ভারতের ‘ফাস্ট ফ্যাশন’ বাজারে প্রবেশ করে নতুন প্রতিদ্বন্দ্বিতার আবহ তৈরি করেছে রিলায়েন্স রিটেল ও চিনা ফ্যাশন ব্র্যান্ড শিন (Shein)-এর যৌথ উদ্যোগ। টাটা গ্রুপ-এর জুডিও-র বিপুল সাফল্যের পর, মুকেশ আম্বানির সংস্থা এবার সরাসরি প্রতিযোগিতায় নামল শিন-এর ফ্যাশনওয়্যার লাইন নিয়ে। প্রায় পাঁচ বছর আগে ভারতে নিষিদ্ধ হওয়া শিন ব্র্যান্ড এবার নতুন রূপে ফিরল রিলায়েন্সের হাত ধরে।

বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাওয়া শিন-এর জন্য রিলায়েন্স রিটেল চালু করেছে একটি নতুন অ্যাপ। রিলায়েন্স ও শিন-এর মধ্যকার বিশেষ লাইসেন্সিং চুক্তির আওতায় ভারতীয় বাজারে ফিরে এসেছে চিনা ফ্যাশন জায়ান্ট। শনিবার আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই অ্যাপটি চালু হয়, যা প্রথমে Ajio-তে পরীক্ষামূলকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

জুডিও বনাম শিন: কে এগিয়ে?

ভারতের ফাস্ট ফ্যাশন বাজার ২০৩১ অর্থবর্ষের মধ্যে ৫০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে Redseer Strategy Consultants। বর্তমানে জুডিও ও ফ্লিপকার্ট-এর Myntra এই সেক্টরে শীর্ষস্থানে রয়েছে। জুডিও চার বছরে ৮০টি স্টোর থেকে ৫৬০টি স্টোরে পৌঁছেছে, যা ভারতের ১৬৪টি শহরে বিস্তৃত। তরুণ প্রজন্মের জন্য সাশ্রয়ী মূল্যের পোশাক সরবরাহ করায় এই ব্র্যান্ড দ্রুত জনপ্রিয় হয়েছে।

অন্যদিকে, রিলায়েন্সও পিছিয়ে নেই। ২০২৩ সালে Yousta লঞ্চ করলেও প্রত্যাশিত সাড়া মেলেনি। এবার শিন-এর মাধ্যমে নতুন কৌশল গ্রহণ করেছে সংস্থাটি। বিশেষজ্ঞদের মতে, রিলায়েন্সের মালিকানাধীন এই অ্যাপ সরাসরি Myntra ও অন্যান্য ফ্যাশন প্ল্যাটফর্মের বিরুদ্ধে প্রতিযোগিতায় নামবে

শিন-এর বিশ্বব্যাপী আধিপত্য

২০১২ সালে প্রতিষ্ঠিত শিন বর্তমানে ১৫০টিরও বেশি দেশে পরিষেবা প্রদান করে এবং ২০২৩ সালে ২ বিলিয়ন ডলারেরও বেশি লাভ করেছে। Nike, H&M, Zara-কে পিছনে ফেলে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে এটি বিশ্বের সর্বাধিক পরিদর্শিত ফ্যাশন ওয়েবসাইট হয়ে উঠেছে

শিন-এর সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছানোর মডেল (Direct-to-Consumer) এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে বিপণনের কৌশল দ্রুত জনপ্রিয়তা বাড়িয়েছে। এর মুনাফার মূল চাবিকাঠি হল ৫,৪০০টি তৃতীয় পক্ষের কারখানা থেকে উৎপাদন ও দ্রুত বাজারে পণ্য সরবরাহ

শিন-এর বিতর্ক ও রিলায়েন্সের রক্ষাকবচ

শিন অতীতে শ্রমনীতি লঙ্ঘনের অভিযোগে সমালোচনার মুখে পড়েছে। BBC-র এক তদন্তে জানা যায়, চীনে শিন-এর কর্মীরা প্রতি সপ্তাহে ৭৫ ঘণ্টা কাজ করেন, যা শ্রম আইনের লঙ্ঘন। এছাড়াও মার্কিন সিনেটর মার্কো রুবিও-সহ বিভিন্ন রাজনীতিকরা শিন-এর বিরুদ্ধে জিনজিয়াং অঞ্চলের তুলা ব্যবহার ও জোরপূর্বক শ্রমের অভিযোগ তুলেছেন

তবে, রিলায়েন্সের ইশা আম্বানি নিশ্চিত করেছেন যে, ভারতের বাজারে শিন-এর কার্যক্রম সমস্ত নিয়ম মেনে চলবে। চুক্তি অনুযায়ী—

🔹 শিন শুধুমাত্র প্রযুক্তি প্রদানকারী থাকবে, রিলায়েন্সের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।
🔹 সকল গ্রাহকের তথ্য ভারতে সংরক্ষণ করা হবে, শিন-এর কোনও অ্যাক্সেস থাকবে না।
🔹 ভারতের স্থানীয় কারখানাগুলিকে শিন-এর পণ্য উৎপাদনে অন্তর্ভুক্ত করা হবে, যা টেক্সটাইল শিল্পে কর্মসংস্থানের সুযোগ বাড়াবে।

ভারতে শিন-এর ভবিষ্যৎ

বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, শিন ব্র্যান্ডের পণ্য ভারতে নিষিদ্ধ হয়নি, শুধুমাত্র অ্যাপটি নিষিদ্ধ হয়েছিল। নতুন নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ভারতীয় বাজারে শিন নতুনভাবে আত্মপ্রকাশ করতে চলেছে। তবে টাটা-র জুডিও ও ফ্লিপকার্ট-এর Myntra-এর সঙ্গে প্রতিযোগিতায় শিন কতটা এগোতে পারে, তা সময়ই বলবে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দার্জিলিং-সহ উত্তরের একাধিক জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস, দক্ষিণে অল্পস্বল্প বৃষ্টি, কতদিন থাকবে মোন্থার প্রভাব?

ঘূর্ণিঝড় মোন্থা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও তার প্রভাব পড়ছে গোটা বাংলায়। উত্তরবঙ্গে চার জেলায় লাল সতর্কতা জারি, দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রইল।

গুয়াহাটিতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে মধ্যাহ্নভোজের আগেই চা-পানের বিরতি! কেন এই সিদ্ধান্ত? 

খবর অনলাইন ডেস্ক: টস, মধ্যাহ্নভোজের বিরতি, চা-পানের বিরতি, তার পর সে দিনের খেলা শেষ...

বিশ্বকাপ মহিলা ক্রিকেট: ২০১৭ এর পুনরাবৃত্তি, জেমিমা-হরমনপ্রীতের ব্যাটের জোরে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে ফাইনালে ভারত

অস্ট্রেলিয়া: ৩৩৮ (৪৯.৫ ওভার) (ফোবে লিচফিল্ড ১১৯, এলিসে পেরি ৭৭, অ্যাশলে গার্ডনার ৬৩, শ্রী...

সুরের সীমানা নেই: জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে সোনাপুরে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল

প্রয়াত গায়ক জুবিন গার্গের প্রতি শ্রদ্ধা জানাতে সোনাপুরে তাঁর দাহস্থলে এলেন বাংলাদেশ সরকারের প্রতিনিধি দল। উপ-উচ্চ কমিশনার প্রীতি রহমানের নেতৃত্বে দলটি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান। সঙ্গীতের সীমানা যে রাজনীতির ঊর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল।

আরও পড়ুন

দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের মুনাফা গত বছরের তুলনায় ৮৮% কমে ১১২ কোটি টাকা, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের ব্যান্ডন ব্যাংক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

দীপাবলিতে বিনিয়োগকারীদের উপহার! চারটি নতুন ডিজিটাল অ্যাপ ও আধুনিক ফিচার নিয়ে এল NSE

এনএসই দীপাবলিতে চালু করল চারটি নতুন মোবাইল অ্যাপ ও এনএসই এমএফ ইনভেস্ট প্ল্যাটফর্মে বড়সড় আপডেট। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ হল পোর্টফোলিও ট্র্যাকিং, অর্ডার প্লেসমেন্ট ও কমপ্লায়েন্স প্রক্রিয়া।