Homeশিল্প-বাণিজ্যবাড়ছে প্রতারণা, মিউচুয়াল ফান্ড শিল্পকে সতর্ক করলেন সেবি চেয়ারম্যান

বাড়ছে প্রতারণা, মিউচুয়াল ফান্ড শিল্পকে সতর্ক করলেন সেবি চেয়ারম্যান

প্রকাশিত

বাজারে বিনিয়োগ ঝুঁকির পাশাপাশি এখন মিউচুয়াল ফান্ড শিল্পের জন্য আরও বড় হুমকি হয়ে উঠছে অপারেশনাল ঝুঁকি। বিশেষ করে প্রতারকরা ছদ্মবেশে ভুয়ো রিডেম্পশন করছে—যা বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করছে। শুক্রবার আমফি (Association of Mutual Funds in India) আয়োজিত এক অনুষ্ঠানে এই সতর্কবার্তাই দিলেন বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির চেয়ারম্যান তুহিন কান্ত পাণ্ডে।

তিনি বলেন, “বিনিয়োগ ঝুঁকির বাইরে আমাদের অবশ্যই অপারেশনাল ঝুঁকির দিকেও নজর দিতে হবে। প্রতারকরা ক্রমশ জটিল উপায়ে ভুয়ো রিডেম্পশন করছে। প্রতিবার এমন ঘটনা ধরা পড়লে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলিকে (AMC) দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং এমন কৌশলগুলি ট্র্যাক করতে হবে। সেইসঙ্গে অভিজ্ঞতা শেয়ার করতে হবে সব AMC এবং QRTAs-র মধ্যে, যাতে একই ধরনের জালিয়াতি ফের না ঘটে।”

তুহিন কান্ত পাণ্ডে সতর্ক করে দেন মাইক্রো-ক্যাপ বা বিশেষ ধরনের ঋণপত্রে (debt paper) বিনিয়োগের ক্ষেত্রেও। তাঁর মতে, মিউচুয়াল ফান্ড একটি খুচরো বিনিয়োগ পণ্য, তাই এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথাযথ নথিপত্র ও স্বচ্ছতা জরুরি।

আর্থিক অন্তর্ভুক্তির প্রসঙ্গ টেনে সেবি চেয়ারম্যান জানান, প্রথমবার মহিলা বিনিয়োগকারীদের জন্য বিশেষ প্রণোদনা আনার পরিকল্পনা রয়েছে। “মহিলাদের সমান অংশগ্রহণ ছাড়া আর্থিক অন্তর্ভুক্তি পূর্ণতা পাবে না। তাই প্রথমবার মহিলা বিনিয়োগকারীদের জন্য আলাদা ইনসেনটিভ ভাবা হচ্ছে।” একইসঙ্গে, বি৩০ শহরগুলিতে (tier-2 ও tier-3 শহর) নতুন বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ডিস্ট্রিবিউটরদেরও উৎসাহ দেওয়া হবে বলে জানান তিনি।

তাঁর কথায়, মিউচুয়াল ফান্ড স্কিমগুলির শ্রেণিবিন্যাস (categorisation) পুনর্বিবেচনা করছে সেবি। এর ফলে পণ্যে স্বচ্ছতা আসবে, নতুন উদ্ভাবনের সুযোগ তৈরি হবে এবং ওভারল্যাপিং-এর সমস্যাও মিটবে। ইতিমধ্যেই AMC-গুলির জন্য ৫২টিরও বেশি রিপোর্ট ও নোটিশের বাধ্যবাধকতা তুলে দিয়েছে সেবি, এবার আসছে বিধি সরলীকরণের আরও বড় পদক্ষেপ।

একই অনুষ্ঠানে সেবির পূর্ণকালীন সদস্য অমরজিত সিংহ মিউচুয়াল ফান্ড শিল্পকে সতর্ক করে বলেন, দ্রুত বৃদ্ধি পাওয়ার চাপে যাতে নৈতিকতা ও স্বচ্ছতার ক্ষতি না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তাঁর কথায়, “দায়িত্বশীলভাবে বৃদ্ধি পাওয়া জরুরি। নৈতিক আচরণের দৃঢ় সংস্কৃতিই দ্রুত মুনাফার প্রলোভনের বিরুদ্ধে সবচেয়ে বড় রক্ষাকবচ।

আরও পড়ুন: বন্ধন ব্যাঙ্কের নতুন মাইলফলক, চালু করল প্রিমিয়াম ‘লেগাসি সেভিংস অ্যাকাউন্ট’

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।

নেলি হত্যাকাণ্ডের রিপোর্ট প্রকাশের সিদ্ধান্তে বিতর্ক: চার দশক পর নতুন করে উদ্বেগ ও আশঙ্কা

অরূপ চক্রবর্তী, গুয়াহাটি: অসম সরকার ১৯৮৩ সালের ভয়াবহ নেলি গণহত্যার তিওয়ারি কমিশনের রিপোর্ট প্রকাশের...

আরও পড়ুন

দীপাবলিতে বিনিয়োগকারীদের উপহার! চারটি নতুন ডিজিটাল অ্যাপ ও আধুনিক ফিচার নিয়ে এল NSE

এনএসই দীপাবলিতে চালু করল চারটি নতুন মোবাইল অ্যাপ ও এনএসই এমএফ ইনভেস্ট প্ল্যাটফর্মে বড়সড় আপডেট। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ হল পোর্টফোলিও ট্র্যাকিং, অর্ডার প্লেসমেন্ট ও কমপ্লায়েন্স প্রক্রিয়া।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।