Homeশিল্প-বাণিজ্যবাড়ছে প্রতারণা, মিউচুয়াল ফান্ড শিল্পকে সতর্ক করলেন সেবি চেয়ারম্যান

বাড়ছে প্রতারণা, মিউচুয়াল ফান্ড শিল্পকে সতর্ক করলেন সেবি চেয়ারম্যান

প্রকাশিত

বাজারে বিনিয়োগ ঝুঁকির পাশাপাশি এখন মিউচুয়াল ফান্ড শিল্পের জন্য আরও বড় হুমকি হয়ে উঠছে অপারেশনাল ঝুঁকি। বিশেষ করে প্রতারকরা ছদ্মবেশে ভুয়ো রিডেম্পশন করছে—যা বিনিয়োগকারীদের আস্থা নষ্ট করছে। শুক্রবার আমফি (Association of Mutual Funds in India) আয়োজিত এক অনুষ্ঠানে এই সতর্কবার্তাই দিলেন বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবির চেয়ারম্যান তুহিন কান্ত পাণ্ডে।

তিনি বলেন, “বিনিয়োগ ঝুঁকির বাইরে আমাদের অবশ্যই অপারেশনাল ঝুঁকির দিকেও নজর দিতে হবে। প্রতারকরা ক্রমশ জটিল উপায়ে ভুয়ো রিডেম্পশন করছে। প্রতিবার এমন ঘটনা ধরা পড়লে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলিকে (AMC) দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং এমন কৌশলগুলি ট্র্যাক করতে হবে। সেইসঙ্গে অভিজ্ঞতা শেয়ার করতে হবে সব AMC এবং QRTAs-র মধ্যে, যাতে একই ধরনের জালিয়াতি ফের না ঘটে।”

তুহিন কান্ত পাণ্ডে সতর্ক করে দেন মাইক্রো-ক্যাপ বা বিশেষ ধরনের ঋণপত্রে (debt paper) বিনিয়োগের ক্ষেত্রেও। তাঁর মতে, মিউচুয়াল ফান্ড একটি খুচরো বিনিয়োগ পণ্য, তাই এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যথাযথ নথিপত্র ও স্বচ্ছতা জরুরি।

আর্থিক অন্তর্ভুক্তির প্রসঙ্গ টেনে সেবি চেয়ারম্যান জানান, প্রথমবার মহিলা বিনিয়োগকারীদের জন্য বিশেষ প্রণোদনা আনার পরিকল্পনা রয়েছে। “মহিলাদের সমান অংশগ্রহণ ছাড়া আর্থিক অন্তর্ভুক্তি পূর্ণতা পাবে না। তাই প্রথমবার মহিলা বিনিয়োগকারীদের জন্য আলাদা ইনসেনটিভ ভাবা হচ্ছে।” একইসঙ্গে, বি৩০ শহরগুলিতে (tier-2 ও tier-3 শহর) নতুন বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ডিস্ট্রিবিউটরদেরও উৎসাহ দেওয়া হবে বলে জানান তিনি।

তাঁর কথায়, মিউচুয়াল ফান্ড স্কিমগুলির শ্রেণিবিন্যাস (categorisation) পুনর্বিবেচনা করছে সেবি। এর ফলে পণ্যে স্বচ্ছতা আসবে, নতুন উদ্ভাবনের সুযোগ তৈরি হবে এবং ওভারল্যাপিং-এর সমস্যাও মিটবে। ইতিমধ্যেই AMC-গুলির জন্য ৫২টিরও বেশি রিপোর্ট ও নোটিশের বাধ্যবাধকতা তুলে দিয়েছে সেবি, এবার আসছে বিধি সরলীকরণের আরও বড় পদক্ষেপ।

একই অনুষ্ঠানে সেবির পূর্ণকালীন সদস্য অমরজিত সিংহ মিউচুয়াল ফান্ড শিল্পকে সতর্ক করে বলেন, দ্রুত বৃদ্ধি পাওয়ার চাপে যাতে নৈতিকতা ও স্বচ্ছতার ক্ষতি না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। তাঁর কথায়, “দায়িত্বশীলভাবে বৃদ্ধি পাওয়া জরুরি। নৈতিক আচরণের দৃঢ় সংস্কৃতিই দ্রুত মুনাফার প্রলোভনের বিরুদ্ধে সবচেয়ে বড় রক্ষাকবচ।

আরও পড়ুন: বন্ধন ব্যাঙ্কের নতুন মাইলফলক, চালু করল প্রিমিয়াম ‘লেগাসি সেভিংস অ্যাকাউন্ট’

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।