Homeশিল্প-বাণিজ্যরাজ্যের ২৩ জেলায় তৈরি হবে শপিং মল, দু’টি ফ্লোর স্বনির্ভরগোষ্ঠীর মহিলাদের জন্য,...

রাজ্যের ২৩ জেলায় তৈরি হবে শপিং মল, দু’টি ফ্লোর স্বনির্ভরগোষ্ঠীর মহিলাদের জন্য, শিল্পান্ন উদ্বোধন করে জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের ২৩টি জেলায় শপিং মল তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এক টাকায় জমি দেবে রাজ্য, তবে দু’টি ফ্লোর রাখতে হবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য।

প্রকাশিত

রাজ্যের প্রতিটি জেলায় আধুনিক শপিং মল গড়ে তোলার উদ্যোগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আলিপুরে চর্ম ও কুটির শিল্প কেন্দ্র ‘শিল্পান্ন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, ২৩টি জেলার সদর শহরে একটি করে শপিং মল তৈরি করবে রাজ্য সরকার।

এই উদ্যোগে রাজ্য সরকারই জমির বন্দোবস্ত করবে এবং প্রতি শপিং মলের জন্য মাত্র এক টাকায় জমি দেওয়া হবে। তবে, শর্তসাপেক্ষে।

দু’টি ফ্লোর রাজ্যের জন্য বাধ্যতামূলক

মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান, যারা এই শপিং মল তৈরি করবেন, তাঁদের বাধ্যতামূলক ভাবে দুটি ফ্লোর রাজ্য সরকারের জন্য রাখতে হবে। সেই ফ্লোরে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাঁদের তৈরি হস্তশিল্প ও অন্যান্য পণ্যের বিক্রির সুযোগ পাবেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, “জেলার হেডকোয়ার্টারে শপিং মল করছি। এক টাকায় জমি দেব। যারা বানাবে, তাদের একটাই শর্ত— দুটো ফ্লোর আমার চাই। বাকি জায়গায় আপনারা সিনেমাহল, কফি হাউস, যা খুশি করুন।”

তিনি আরও বলেন, “শপিং মল আপনারা ছ’তলা, সাততলা, আটতলা যাই বানান, আমার দেখার দরকার নেই, কিন্তু দুটো ফ্লোর চাই আমাদের মেয়েদের জন্য।”

‘শিল্পান্ন’ উদ্বোধনে শিল্পোন্নয়নের বার্তা

এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন রাজ্যের নতুন চর্ম ও কুটির শিল্পকেন্দ্র ‘শিল্পান্ন’। আলিপুরে এই কেন্দ্রে ৪৬টি স্টল থাকবে, যার মধ্যে শাড়ি ও চামড়ার জিনিসের দোকান বিশেষ আকর্ষণ।

তিনি জানান, “চর্মশিল্পে বাংলা আজ সারা দেশে এক নম্বরে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রেও বাংলা এগিয়ে রয়েছে। রাজ্যে ইতিমধ্যেই ৬৬০টি MSME ক্লাস্টার তৈরি হয়েছে।”

এই নতুন শিল্পকেন্দ্র এবং জেলাভিত্তিক শপিং মলের পরিকল্পনা রাজ্যে হস্তশিল্প, স্বনির্ভরগোষ্ঠী এবং ক্ষুদ্র শিল্পকে নতুনভাবে উৎসাহ দেবে বলেই মনে করছে প্রশাসনিক মহল।

আরও পড়ুন: কর দিতে গেলে এখন বাধ্যতামূলক পারমিট, অনলাইনে নতুন নিয়ম জারি রাজ্য পরিবহণ দফতরের

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

দক্ষিণদাড়ি ইয়ুথস, অ্যাসিড আক্রান্তদের লড়াইয়ে আলো ফেলছেন শিল্পী অনির্বাণ

২৫ বছরে দক্ষিণদাড়ি ইয়ুথসের দুর্গাপুজোর থিম ‘দহন’। শিল্পী অনির্বাণ দাস অ্যাসিড আক্রান্তদের যন্ত্রণা ও প্রতিবাদকে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তুলেছেন।

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বহুতল আবাসনে নতুন নির্মাণে সব ফ্ল্যাটমালিকের সম্মতি আবশ্যক, জানালেন মেয়র ফিরহাদ হাকিম

বঙ্গোপসাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের জেরে আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কয়েক জেলায় সতর্কতা জারি।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।