Homeশিল্প-বাণিজ্যগত ৭ মাসে চা উৎপাদনে বড় পতন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গ

গত ৭ মাসে চা উৎপাদনে বড় পতন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত পশ্চিমবঙ্গ

প্রকাশিত

২০২৪ সালের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) দেশের চা উৎপাদনে বড় পতন ঘটেছে, যা সাধারণত আগে দেখা যায়নি। ভারতীয় চা সংস্থা (ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন বা ITA) এই পতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, আর ছোট চা চাষিরা চা বোর্ডের কাছে বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য চা তোলার শেষ তারিখ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছে।

চা বোর্ডের পরিসংখ্যান অনুসারে, জাতীয়ভাবে চা উৎপাদন ১৩.৪% কমে ৮ কোটি ৫৮ লক্ষ কেজিতে নেমে এসেছে। ২০২৩ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৬৩.৮ কোটি কেজি চা উৎপাদন হলেও ২০২৪ সালের একই সময়ে তা কমে ৫৫.২ কোটি কেজিতে দাঁড়িয়েছে।

তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পতন আরও তীব্র হয়েছে। ৩ কোটি ৯৫ লক্ষ কেজি উৎপাদন কমেছে, যা ২০.৮% হ্রাসের সমান। ২০২৩ সালের প্রথম সাত মাসে পশ্চিমবঙ্গের চা উৎপাদন ছিল ১৯ কোটি কেজি, যা ২০২৪ সালে নেমে এসেছে ১৫ কোটি কেজিতে। সামগ্রিকভাবে, উত্তর ভারতের চা উৎপাদন ১৪.৬% কমেছে। অসমে উৎপাদন ১১.৭% কমেছে।

৭৮% ডেলিভারি কর্মীর বার্ষিক আয় আড়াই লাখ টাকার নীচে, কর নিয়ে সচেতনতা কম, বলছে সমীক্ষা

ITA-এর চেয়ারম্যান হেমন্ত বাঙ্গুর জানান, এই ফসলের ক্ষতি নিয়ে তারা উদ্বিগ্ন। “মূল্য কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে ফসলের যে পরিমাণ ক্ষতি হয়েছে তা মূল্যের মাধ্যমে পূরণ করা সম্ভব নয়,” তিনি বলেন। বাঙ্গুর আরও জানান, জলবায়ু পরিবর্তন এবং কিছু কীটনাশকের উপাদানের ব্যবহার কমিয়ে আনার কারণে এই পতন ঘটেছে। তিনি বলেন, “কীটনাশকের ব্যবহার ক্রমশই কমে আসবে, এটাই বাস্তবতা। ITA এখন চা গবেষণা সংস্থার (TRA) সাথে মিলে এমন উপাদান বের করার চেষ্টা করছে যা FSSAI-এর নির্দেশিকা অনুযায়ী হবে।”

ভারতীয় ছোট চা চাষি সমিতির (CISTA) সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী জানান, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিমবঙ্গ। ছোট চা চাষিরা এখন চা বোর্ডের কাছে চা তোলার শেষ তারিখ পিছিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন যাতে তারা উৎপাদনের ক্ষতি কিছুটা পূরণ করতে পারেন।

এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য চা শিল্পের সকল স্তরে নতুন উদ্যোগ এবং পদ্ধতির প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে নতুন প্রযুক্তি এবং ফসলের সুরক্ষা কৌশল গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আরও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা! গ্লোবাল ফিনটেক ফেস্টে ৩ নতুন সুবিধা ঘোষণা করল আরবিআই

গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ তিনটি বড় ডিজিটাল পেমেন্ট উদ্ভাবন ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। এবার স্মার্ট গ্লাসেই পেমেন্ট, যৌথ অ্যাকাউন্টে UPI, আর বিদেশি মুদ্রা কেনা সম্ভব হবে সরাসরি অ্যাপে।