রুপো এবং রুপোর তৈরি সামগ্রীতে হলমার্কিং বাধ্যতামূলক করার পথে এগোচ্ছে কেন্দ্র। সোমবার বিআইএস (বিউরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস)-এর ৭৮তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এই বিষয়ে বড় ঘোষণা করেন ক্রেতাসুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ জোশী। তিনি জানান, ক্রেতাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবং গুজরাত, কর্নাটক-সহ বিভিন্ন রাজ্যের সুপারিশের ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বিআইএস-কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, বিআইএস সমস্ত অংশীদারদের মতামত নিচ্ছে এবং সম্ভাব্যতা যাচাই করছে। সমস্ত প্রক্রিয়া শেষ করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, ‘‘ক্রেতা, গয়না ব্যবসায়ী, এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে আমরা বিষয়টি নিয়ে এগোচ্ছি।’’
অনুষ্ঠানে বিআইএসের ডিজি প্রমোদ কুমার তিওয়ারি দাবি করেন, ‘‘আমরা ৩ থেকে ৬ মাসের মধ্যে রুপোয় হলমার্কিং চালু করার জন্য প্রস্তুত। ইতিমধ্যেই প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে।’’ গয়নায় কীভাবে ছ’সংখ্যা এবং অক্ষরের কোড বসানো হবে, তা নিয়ে আলোচনা চলছে বলেও তিনি জানান।
উল্লেখ্য, ২০২১ সালের জুন মাসে সোনায় হলমার্কিং বাধ্যতামূলক করা হয়। বর্তমানে দেশের ৩৬১টি জেলায় এই ব্যবস্থা কার্যকর। এবার রুপোয়ও একই রকম ব্যবস্থা চালু করতে উদ্যোগী হয়েছে সরকার।
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

 
                                    