Homeশিল্প-বাণিজ্যসোনার পর এ বার রুপোয় হলমার্ক বাধ্যতামূলক করার উদ্যোগ

সোনার পর এ বার রুপোয় হলমার্ক বাধ্যতামূলক করার উদ্যোগ

প্রকাশিত

রুপো এবং রুপোর তৈরি সামগ্রীতে হলমার্কিং বাধ্যতামূলক করার পথে এগোচ্ছে কেন্দ্র। সোমবার বিআইএস (বিউরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস)-এর ৭৮তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে এই বিষয়ে বড় ঘোষণা করেন ক্রেতাসুরক্ষা মন্ত্রী প্রহ্লাদ জোশী। তিনি জানান, ক্রেতাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবং গুজরাত, কর্নাটক-সহ বিভিন্ন রাজ্যের সুপারিশের ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বিআইএস-কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, বিআইএস সমস্ত অংশীদারদের মতামত নিচ্ছে এবং সম্ভাব্যতা যাচাই করছে। সমস্ত প্রক্রিয়া শেষ করার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরও বলেন, ‘‘ক্রেতা, গয়না ব্যবসায়ী, এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে পরামর্শের ভিত্তিতে আমরা বিষয়টি নিয়ে এগোচ্ছি।’’

অনুষ্ঠানে বিআইএসের ডিজি প্রমোদ কুমার তিওয়ারি দাবি করেন, ‘‘আমরা ৩ থেকে ৬ মাসের মধ্যে রুপোয় হলমার্কিং চালু করার জন্য প্রস্তুত। ইতিমধ্যেই প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার কাজ শুরু হয়েছে।’’ গয়নায় কীভাবে ছ’সংখ্যা এবং অক্ষরের কোড বসানো হবে, তা নিয়ে আলোচনা চলছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, ২০২১ সালের জুন মাসে সোনায় হলমার্কিং বাধ্যতামূলক করা হয়। বর্তমানে দেশের ৩৬১টি জেলায় এই ব্যবস্থা কার্যকর। এবার রুপোয়ও একই রকম ব্যবস্থা চালু করতে উদ্যোগী হয়েছে সরকার।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

অভিষেক শর্মার ৩৭ বলে ৬৮ কাজে দিল না, দ্বিতীয় একদিনের ম্যাচে ভারতকে মাত করল অস্ট্রেলিয়া

ভারত: ১২৫ (১৮.৪ ওভার) (অভিষেক শর্মা ৬৮, হর্ষিত রানা ৩৫, জোশ হ্যাজলউড ৩-১৩, নাথান...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হায়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।

নাথুলা-সহ ইন্দো-চিন সীমান্তে মরশুমের প্রথম তুষারপাত, সিকিমে লাল সতর্কতা জারি, পর্যটকদের ভ্রমণে মানা

নাথুলা, কাপুপ ও চাঙ্গু লেকে মৌসুমের প্রথম ভারী তুষারপাত। সিকিমে লাল সতর্কতা জারি করেছে আইএমডি। তুষার জমে যান চলাচলে বিপত্তি।

রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ২,৫০০-র বেশি শূন্যপদে আবেদন শুরু ৩১ অক্টোবর থেকে

রেলে ইঞ্জিনিয়ার ও টেকনিক্যাল পদে নিয়োগ। জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিন্টেন্ডেন্ট এবং কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে মোট ২,৫৬৯টি শূন্যপদে আবেদন গ্রহণ শুরু ৩১ অক্টোবর থেকে। আবেদন করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত।

আরও পড়ুন

দ্বিতীয় ত্রৈমাসিকে বন্ধন ব্যাঙ্কের মুনাফা গত বছরের তুলনায় ৮৮% কমে ১১২ কোটি টাকা, বাড়ল এনপিএ

বেসরকারি খাতের ব্যান্ডন ব্যাংক ২০২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ৮৮ শতাংশ পতনের মুখে। ব্যাংকের নিট মুনাফা কমে ₹১১২ কোটি। এনপিএ বেড়েছে, সুদের আয় ও CASA অনুপাতেও পতন।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

দীপাবলিতে বিনিয়োগকারীদের উপহার! চারটি নতুন ডিজিটাল অ্যাপ ও আধুনিক ফিচার নিয়ে এল NSE

এনএসই দীপাবলিতে চালু করল চারটি নতুন মোবাইল অ্যাপ ও এনএসই এমএফ ইনভেস্ট প্ল্যাটফর্মে বড়সড় আপডেট। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ হল পোর্টফোলিও ট্র্যাকিং, অর্ডার প্লেসমেন্ট ও কমপ্লায়েন্স প্রক্রিয়া।