Homeশিল্প-বাণিজ্যডাকঘর এজেন্টদের বড় স্বস্তি, এজেন্সি নবীকরণে শংসাপত্রের নিয়মে ছাড়

ডাকঘর এজেন্টদের বড় স্বস্তি, এজেন্সি নবীকরণে শংসাপত্রের নিয়মে ছাড়

প্রকাশিত

ডাকঘর এজেন্টদের জন্য এজেন্সি নবীকরণ আরও সহজ হল। রাজ্য অর্থদপ্তরের আওতাধীন স্বল্প সঞ্চয় বিভাগ নতুন নির্দেশিকায় জানাল, এবার থেকে আর বাধ্যতামূলক নয় গেজেটেড অফিসারের দেওয়া ‘কনডাক্ট সার্টিফিকেট’। তার বদলে হেড পোস্টমাস্টার বা সাব পোস্টমাস্টারের দেওয়া শংসাপত্রও গ্রহণযোগ্য বলে জানানো হয়েছে।

এতদিন এজেন্সি নবীকরণের ক্ষেত্রে দু’টি শংসাপত্র জমা দিতে হত, যা সাধারণত এলাকার জনপ্রতিনিধি ও গেজেটেড অফিসারদের থেকে সংগ্রহ করা হত। অনেক ক্ষেত্রেই এই শংসাপত্র পেতে এজেন্টদের সমস্যায় পড়তে হত। এবার সেই সমস্যা অনেকটাই মিটতে চলেছে।

ওয়েস্ট বেঙ্গল স্মল সেভিংস এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্মল দাস জানিয়েছেন, “আমরা গোড়া থেকেই গেজেটেড অফিসারের শংসাপত্রের বিরোধিতা করেছি। রাজ্যে যেখানে স্ব-প্রত্যয়ন চালু রয়েছে, সেখানে এই বাধ্যবাধকতা অযৌক্তিক ছিল। এখন এই পরিবর্তন হওয়ায় আমরা খুশি।”

এছাড়াও, যেসব মহিলা এজেন্টের দুই ধরনের এজেন্সি রয়েছে— ‘স্যাস’ (SAS) এবং ‘এমপিকেবিওয়াই’ (MPKBY), তাঁদের জন্যও রয়েছে বিশেষ সুবিধা। তাঁদের এজেন্সি নবীকরণে আয়ের প্রমাণ হিসেবে শুধু একটি ‘২৬ এএস’ ফর্ম জমা দিলেই চলবে বলে জানানো হয়েছে নতুন নির্দেশিকায়।

নতুন এই নিয়ম কার্যকর হলে রাজ্যের কয়েক হাজার ডাকঘর এজেন্টের কাজে সাশ্রয় ও স্বস্তি— এমনটাই মত স্বল্প সঞ্চয় ক্ষেত্রে যুক্ত বিভিন্ন মহলের।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

আরও পড়ুন

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।