Home শিল্প-বাণিজ্য শেয়ারবাজারে ধস! প্রায় ৭ লক্ষ কোটি টাকা কমল সম্পদ, কী এমন ঘটল...

শেয়ারবাজারে ধস! প্রায় ৭ লক্ষ কোটি টাকা কমল সম্পদ, কী এমন ঘটল মঙ্গলবার?

0

ভারতের শেয়ারবাজারে বড়সড় ধাক্কা। মঙ্গলবার সেনসেক্স প্রায় ১,৫০০ পয়েন্ট এবং নিফটি ৩৫০ পয়েন্টের বেশি পড়ে গিয়ে বাজার বন্ধের সময় নামমাত্র পুনরুদ্ধারে সক্ষম হয়েছে। এর ফলে বিনিয়োগকারীদের সম্পদের মূল্য প্রায় ৭ লক্ষ কোটি কমে গিয়েছে।

সপ্তাহের শুরুতে ইতিবাচক শুরুর পর মঙ্গলবার বাজারে বড় পতন হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ বক্তৃতায় চিনের ওপর কঠোর শুল্ক আরোপের সরাসরি ঘোষণা না থাকলেও শুল্কনীতি, অভিবাসন এবং জ্বালানি সংরক্ষণ নিয়ে বক্তব্য বাজারকে উদ্বিগ্ন করেছে।

বাজার পতনের কারণ

এই পতনের প্রধান কারণ বিভিন্ন সংস্থার আয় সংক্রান্ত রিপোর্টগুলি প্রত্যাশা পূরণ করতে না পারা বা কিছু ক্ষেত্রে সামান্য কম থাকা। উচ্চ মূল্যমানের কারণে বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে চাইছেন না।

  • ডিক্সন টেকনোলজিস: ১৩.৫% পতন, গ্লোবাল ব্রোকারেজ সংস্থাগুলি বলছে বর্তমান দামে ঝুঁকি-সুবিধার অনুপাত অনুকূলে নেই। এর প্রভাব অন্যান্য ইলেকট্রনিকস উৎপাদন সংস্থাগুলির ওপরও পড়ে, অ্যাম্বার এন্টারপ্রাইজ ও কেইনস টেকনোলজির শেয়ার ৮% পর্যন্ত পড়ে যায়।
  • জোমাটো: শেয়ার দামের পতনের কারণ কোম্পানির মূল ফুড ডেলিভারি ব্যবসা ও ব্লিঙ্কিট-এর বৃদ্ধির ধীর গতি। সুইগির শেয়ারও বড় পতনের সাক্ষী হয়।
  • নিউজেন সফটওয়্যার: ১৭% পতন, জেফারিজ ব্রোকারেজ সংস্থা এটি “আন্ডারপারফর্ম” রেটিং দিয়ে মূল্য লক্ষ্য ২১% কমিয়েছে।
  • ট্রেন্ট: ২০২৪ সালে নিফটির সেরা পারফরমার এখন জানুয়ারিতে সবচেয়ে খারাপ পারফর্ম করছে, ইতিমধ্যেই ১৭% পতন।

এছাড়া, বিনিয়োগকারীরা এইচডিএফসি ব্যাংক, এইচইউএল, বিপিসিএল-এর আসন্ন আয়-ব্যয়ের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন, যা বুধবার প্রকাশিত হবে। বাজারের ভবিষ্যৎ দিকনির্দেশনার জন্য এই রিপোর্টগুলি গুরুত্বপূর্ণ হতে পারে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version