Homeশিল্প-বাণিজ্যইরান-ইজরায়েল সংঘাতের ছায়া বিশ্ব অর্থনীতিতে, কপালে ভাঁজ ভারতও

ইরান-ইজরায়েল সংঘাতের ছায়া বিশ্ব অর্থনীতিতে, কপালে ভাঁজ ভারতও

প্রকাশিত

পুনরায় জ্বলছে পশ্চিম এশিয়ার রাজনীতি। ইরান এবং ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনায় উদ্বেগ বাড়ছে গোটা বিশ্বে। এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী—একটি অতি গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ, যা দিয়ে বিশ্বজুড়ে সমুদ্রপথে সরবরাহ হওয়া তেলের প্রায় এক-তৃতীয়াংশ পরিবাহিত হয়। প্রণালীটি পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যে অবস্থিত এবং বিশ্বের শক্তি সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালীতে কোনও ধরনের অচলাবস্থা বা সঙ্কট তৈরি হলে আন্তর্জাতিক তেলের দাম চড়চড় করে বেড়ে যেতে পারে। এর সরাসরি প্রভাব পড়বে তেলনির্ভর দেশগুলিতে, যার মধ্যে অন্যতম ভারত।

ভারতের ঝুঁকি কতটা?

ভারত তার তেলের দুই-তৃতীয়াংশ ও প্রায় অর্ধেক তরল প্রাকৃতিক গ্যাস (LNG) আমদানি করে এই হরমুজ প্রণালী হয়ে। ফলে এই পথে কোনও ধরনের বিঘ্ন ঘটলে ভারতকে বিকল্প রুট ও উৎস খুঁজতে হবে, যা হবে ব্যয়বহুল ও লজিস্টিক চ্যালেঞ্জে ভরা।

জুলিয়াস বেয়ার-এর হেড অফ ইকনমিক্স, নরবার্ট রুকার বলেন, “ভূরাজনীতি আবারও সামনে এসেছে। ইজরায়েলের সামরিক হামলায় অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়ছে। এর প্রভাব সরাসরি পড়ছে তেলের দামে, যা আগামী দিনে আরও বাড়তে পারে।”

মূল্যবৃদ্ধি ও আমদানি ঘাটতির আশঙ্কা

জেপি মরগান সতর্ক করে জানিয়েছে, সংঘাত তীব্র হলে প্রতি ব্যারেল তেলের দাম ১২০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। এর ফলে ভারতের মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে, বাড়তে পারে বর্তমান অ্যাকাউন্ট ঘাটতি। জ্বালানির দাম বেড়ে গেলে শিল্প এবং পরিবহণ খাতে খরচও বেড়ে যাবে। এ ছাড়াও, হরমুজ প্রণালী এড়িয়ে দীর্ঘ রুটে জাহাজ চলাচল করতে হলে লজিস্টিক খরচ ও ডেলিভারি টাইম অনেকটা বাড়বে।

সাধারণ মানুষের উপর প্রভাব

তেলের দাম বৃদ্ধি পেলে সরাসরি প্রভাব পড়বে সাধারণ ভারতীয় পরিবারের উপর। রান্নার গ্যাস থেকে শুরু করে পরিবহণ, সব ক্ষেত্রেই খরচ বাড়বে। ফলত ভোক্তাদের ব্যয়ক্ষমতা কমবে এবং জীবনযাত্রার মান পড়ে যেতে পারে। শিল্পক্ষেত্রেও উৎপাদন খরচ বেড়ে প্রতিযোগিতা হারানোর আশঙ্কা তৈরি হবে।

বিমা খরচ ও বাণিজ্য ব্যয় বৃদ্ধি

বিপদজনক অঞ্চলের জলপথে চলাচলের জন্য বাণিজ্যিক জাহাজগুলির বিমা খরচ বাড়বে। এতে বিশ্ব বাণিজ্যের উপর আরও চাপ পড়বে।

পশ্চিম এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখা শুধু তেল সরবরাহ নয়, বরং বৈশ্বিক আর্থিক নিরাপত্তার পক্ষেও অপরিহার্য। ভারতের মতো উদীয়মান অর্থনীতির দেশগুলির জন্য এই সংকট সময়মতো মোকাবিলা করা প্রয়োজন, যাতে বিকল্প শক্তির উৎস, স্ট্র্যাটেজিক রিজার্ভ এবং বহুমুখী আমদানি পরিকল্পনার মাধ্যমে ঝুঁকি কমানো যায়।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

যে কোনো সময় ভারতের জার্সি গায়ে চাপাতে প্রস্তুত: গুজরাতের পাঁচ উইকেট নিয়ে বাংলাকে জিতিয়ে ঘোষণা শামির  

কলকাতা: ইডেন গার্ডেন্সে রনজি ট্রফির গ্রুপ–সি ম্যাচে মহাম্মদ শামির দুর্দান্ত বোলিংয়ে গুজরাতকে ১৪১ রানে...

আলোচনাসভা ও নাট্যাভিনয়ের মাধ্যমে তৃপ্তি মিত্রের শততম জন্মবার্ষিকী পালন করল ‘বালার্ক নিমতা’

খবর অনলাইন ডেস্ক: বাংলা থিয়েটারের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী, নির্দেশক ও নাট্যকার তৃপ্তি মিত্রের শততম...

আরও পড়ুন

দীপাবলিতে বিনিয়োগকারীদের উপহার! চারটি নতুন ডিজিটাল অ্যাপ ও আধুনিক ফিচার নিয়ে এল NSE

এনএসই দীপাবলিতে চালু করল চারটি নতুন মোবাইল অ্যাপ ও এনএসই এমএফ ইনভেস্ট প্ল্যাটফর্মে বড়সড় আপডেট। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ হল পোর্টফোলিও ট্র্যাকিং, অর্ডার প্লেসমেন্ট ও কমপ্লায়েন্স প্রক্রিয়া।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।