Homeশিল্প-বাণিজ্যমুম্বই মেট্রোর ১০৮টি কোচ তৈরির বরাত পেল টিটাগড় রেল সিস্টেমস, প্রকল্পের অঙ্ক...

মুম্বই মেট্রোর ১০৮টি কোচ তৈরির বরাত পেল টিটাগড় রেল সিস্টেমস, প্রকল্পের অঙ্ক ১৫৯৮ কোটি!

প্রকাশিত

টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড (প্রাক্তন টিটাগড় ওয়াগনস) বড়সড় বরাত পেল মুম্বই মেট্রো প্রকল্পে। লাইন-৬-এর জন্য ১০৮টি অত্যাধুনিক মেট্রো কোচ তৈরির বরাত পেয়েছে সংস্থাটি, যার মোট মূল্য ১৫৯৮.৫৫ কোটি টাকা।

এই প্রকল্পে কোচগুলির ডিজাইন, নির্মাণ, মুম্বইয়ে পাঠানো, মেট্রো লাইনে স্থাপন, যন্ত্রাংশ সংযুক্তি, টেস্টিং ও ট্রেন চলাচল শুরু করা পর্যন্ত যাবতীয় কাজের দায়িত্বে থাকবে টিটাগড় রেল সিস্টেমস। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রতিটি কোচ তৈরিতে গড়ে ১০ থেকে ১১ কোটি টাকা খরচ হতে পারে। তবে খরচ নির্ভর করবে কোচের মধ্যে থাকা সুবিধা ও প্রযুক্তিগত বৈশিষ্ট্যের উপরে।

প্রকল্পটি বাস্তবায়ন করছে এনসিসি লিমিটেড, মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটির (MMRDA) হয়ে। তারাই টিটাগড়কে এই গুরুত্বপূর্ণ বরাত দিয়েছে।

কোচগুলি তৈরি হয়ে যাওয়ার পরে পরবর্তী পাঁচ বছরের জন্য সেগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্বও টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডের ওপরেই থাকবে। সংস্থার ডেপুটি এমডি প্রীতীশ চৌধুরী জানিয়েছেন, ‘‘ডিজাইন তৈরির কাজ সম্পূর্ণ করতে প্রায় ১০৪ সপ্তাহ লাগতে পারে। এরপর নির্মাণ ও অন্যান্য প্রক্রিয়ায় হাত দেওয়া হবে।’’

ভারতীয় রেল ইঞ্জিনিয়ারিং ও ম্যানুফ্যাকচারিং খাতে টিটাগড়ের এই অগ্রগতি দেশের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পকেও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে ছড়াল ₹৫০০ নোট বন্ধের বার্তা! কী বলল কেন্দ্র?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এসএসকেএমের নতুন উডবার্ন ভবনে বহির্বিভাগে খরচ ৩৫০ টাকা, কেবিন ভাড়াও প্রকাশ করল স্বাস্থ্য দফতর

এসএসকেএম হাসপাতালের নতুন উডবার্ন ভবন ‘অনন্য’-র কেবিন ভাড়া ও বহির্বিভাগের খরচ নির্ধারিত হল। ৫ হাজার থেকে ১৫ হাজার টাকায় কেবিন, ৩৫০ টাকায় চিকিৎসা পরামর্শ।

হুগলিতে অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে নিয়োগ

হুগলির বিভিন্ন পুরসভা ও মহকুমায় অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ দফতরে অতিরিক্ত ইনস্পেক্টর পদে নিয়োগ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আবেদন করতে পারবেন, বেতন ১২ হাজার টাকা মাসে। ইন্টারভিউ ৬ নভেম্বর।

বিক্ষোভের মধ্যে ঐতিহাসিক জুলাই জাতীয় সনদে স্বাক্ষর, নতুন যাত্রার সূচনা বাংলাদেশের

চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুক্রবার স্বাক্ষরিত হল ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ। নতুন যাত্রার প্রতিশ্রুতি দিলেন ড. ইউনূস, বিক্ষোভে উত্তপ্ত হল ঢাকার সংসদ ভবন এলাকা।

কালীপুজো ও দীপাবলিতে শুধু সবুজ বাজি, সময়সীমা নির্দিষ্ট; কড়া নজরদারি থাকবে লালবাজারের

কালীপুজো ও দীপাবলিতে রাত ৮টা থেকে ১০টার মধ্যে শুধুমাত্র সবুজ বাজি পোড়ানোর অনুমতি দিয়েছে কলকাতা পুলিশ। নিয়মভঙ্গ করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। হাই কোর্টও বাজি নিষিদ্ধ এলাকায় বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আরও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা! গ্লোবাল ফিনটেক ফেস্টে ৩ নতুন সুবিধা ঘোষণা করল আরবিআই

গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ তিনটি বড় ডিজিটাল পেমেন্ট উদ্ভাবন ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। এবার স্মার্ট গ্লাসেই পেমেন্ট, যৌথ অ্যাকাউন্টে UPI, আর বিদেশি মুদ্রা কেনা সম্ভব হবে সরাসরি অ্যাপে।