Home শিল্প-বাণিজ্য মুম্বই মেট্রোর ১০৮টি কোচ তৈরির বরাত পেল টিটাগড় রেল সিস্টেমস, প্রকল্পের অঙ্ক...

মুম্বই মেট্রোর ১০৮টি কোচ তৈরির বরাত পেল টিটাগড় রেল সিস্টেমস, প্রকল্পের অঙ্ক ১৫৯৮ কোটি!

Mumbai Metro

টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড (প্রাক্তন টিটাগড় ওয়াগনস) বড়সড় বরাত পেল মুম্বই মেট্রো প্রকল্পে। লাইন-৬-এর জন্য ১০৮টি অত্যাধুনিক মেট্রো কোচ তৈরির বরাত পেয়েছে সংস্থাটি, যার মোট মূল্য ১৫৯৮.৫৫ কোটি টাকা।

এই প্রকল্পে কোচগুলির ডিজাইন, নির্মাণ, মুম্বইয়ে পাঠানো, মেট্রো লাইনে স্থাপন, যন্ত্রাংশ সংযুক্তি, টেস্টিং ও ট্রেন চলাচল শুরু করা পর্যন্ত যাবতীয় কাজের দায়িত্বে থাকবে টিটাগড় রেল সিস্টেমস। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রতিটি কোচ তৈরিতে গড়ে ১০ থেকে ১১ কোটি টাকা খরচ হতে পারে। তবে খরচ নির্ভর করবে কোচের মধ্যে থাকা সুবিধা ও প্রযুক্তিগত বৈশিষ্ট্যের উপরে।

প্রকল্পটি বাস্তবায়ন করছে এনসিসি লিমিটেড, মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটির (MMRDA) হয়ে। তারাই টিটাগড়কে এই গুরুত্বপূর্ণ বরাত দিয়েছে।

কোচগুলি তৈরি হয়ে যাওয়ার পরে পরবর্তী পাঁচ বছরের জন্য সেগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্বও টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডের ওপরেই থাকবে। সংস্থার ডেপুটি এমডি প্রীতীশ চৌধুরী জানিয়েছেন, ‘‘ডিজাইন তৈরির কাজ সম্পূর্ণ করতে প্রায় ১০৪ সপ্তাহ লাগতে পারে। এরপর নির্মাণ ও অন্যান্য প্রক্রিয়ায় হাত দেওয়া হবে।’’

ভারতীয় রেল ইঞ্জিনিয়ারিং ও ম্যানুফ্যাকচারিং খাতে টিটাগড়ের এই অগ্রগতি দেশের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পকেও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে ছড়াল ₹৫০০ নোট বন্ধের বার্তা! কী বলল কেন্দ্র?

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version