Homeশিল্প-বাণিজ্যমুম্বই মেট্রোর ১০৮টি কোচ তৈরির বরাত পেল টিটাগড় রেল সিস্টেমস, প্রকল্পের অঙ্ক...

মুম্বই মেট্রোর ১০৮টি কোচ তৈরির বরাত পেল টিটাগড় রেল সিস্টেমস, প্রকল্পের অঙ্ক ১৫৯৮ কোটি!

প্রকাশিত

টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড (প্রাক্তন টিটাগড় ওয়াগনস) বড়সড় বরাত পেল মুম্বই মেট্রো প্রকল্পে। লাইন-৬-এর জন্য ১০৮টি অত্যাধুনিক মেট্রো কোচ তৈরির বরাত পেয়েছে সংস্থাটি, যার মোট মূল্য ১৫৯৮.৫৫ কোটি টাকা।

এই প্রকল্পে কোচগুলির ডিজাইন, নির্মাণ, মুম্বইয়ে পাঠানো, মেট্রো লাইনে স্থাপন, যন্ত্রাংশ সংযুক্তি, টেস্টিং ও ট্রেন চলাচল শুরু করা পর্যন্ত যাবতীয় কাজের দায়িত্বে থাকবে টিটাগড় রেল সিস্টেমস। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রতিটি কোচ তৈরিতে গড়ে ১০ থেকে ১১ কোটি টাকা খরচ হতে পারে। তবে খরচ নির্ভর করবে কোচের মধ্যে থাকা সুবিধা ও প্রযুক্তিগত বৈশিষ্ট্যের উপরে।

প্রকল্পটি বাস্তবায়ন করছে এনসিসি লিমিটেড, মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটির (MMRDA) হয়ে। তারাই টিটাগড়কে এই গুরুত্বপূর্ণ বরাত দিয়েছে।

কোচগুলি তৈরি হয়ে যাওয়ার পরে পরবর্তী পাঁচ বছরের জন্য সেগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্বও টিটাগড় রেল সিস্টেমস লিমিটেডের ওপরেই থাকবে। সংস্থার ডেপুটি এমডি প্রীতীশ চৌধুরী জানিয়েছেন, ‘‘ডিজাইন তৈরির কাজ সম্পূর্ণ করতে প্রায় ১০৪ সপ্তাহ লাগতে পারে। এরপর নির্মাণ ও অন্যান্য প্রক্রিয়ায় হাত দেওয়া হবে।’’

ভারতীয় রেল ইঞ্জিনিয়ারিং ও ম্যানুফ্যাকচারিং খাতে টিটাগড়ের এই অগ্রগতি দেশের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পকেও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে ছড়াল ₹৫০০ নোট বন্ধের বার্তা! কী বলল কেন্দ্র?

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

আরও পড়ুন

‘৮ বছর দেরিতে এল জিএসটি সংস্কার’— কেন্দ্রকে তোপ চিদম্বরম ও জয়রাম রমেশের

জিএসটি সংস্কারকে কংগ্রেস নেতাদের আক্রমণ। চিদম্বরম বললেন ৮ বছর দেরি, জয়রাম রমেশের দাবি এখনো সত্যিকারের জিএসটি ২.০ আসেনি।

জিএসটি ২.০ সংস্কারে চাঙ্গা বাজার, সেনসেক্স ৫০০ পয়েন্টের বেশি উর্ধ্বমুখী

জিএসটি ২.০ সংস্কারের জেরে টানা দ্বিতীয় দিনে চাঙ্গা সেনসেক্স-নিফটি। বিশেষজ্ঞদের মতে, ভোক্তা চাহিদা বাড়বে, তাতে অর্থনীতি পাবে বড় উত্সাহ।

নতুন তিন স্ল্যাব অনুমোদন করল জিএসটি কাউন্সিল, চলতি মাস থেকেই কার্যকর

জিএসটি কাউন্সিলের ৫৬তম বৈঠকে সিদ্ধান্ত হল—এবার থেকে জিএসটি-তে থাকবে তিনটি স্ল্যাব। ১২% ও ২৮% স্ল্যাব বাতিল, ৪০% হারে কর দিতে হবে বিলাসবহুল পণ্যে।