Home শিল্প-বাণিজ্য UPI-তে বড় পরিবর্তন, ১ অক্টোবরের পর থেকে বন্ধ হচ্ছে এই সুবিধা— কোটি...

UPI-তে বড় পরিবর্তন, ১ অক্টোবরের পর থেকে বন্ধ হচ্ছে এই সুবিধা— কোটি ইউজার পড়বেন চাপে

UPI payment

ভারতের কোটি কোটি ইউপিআই ব্যবহারকারীর জন্য বড় খবর। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ঘোষণা করেছে, ২০২৫ সালের ১ অক্টোবর থেকে বন্ধ হয়ে যাচ্ছে ইউপিআই-র ‘Collect Request’ ফিচার, যা Pull Transaction নামেও পরিচিত। এর ফলে আর কেউ ফোনপে (PhonePe), গুগল পে (GPay) বা পেটিএম (Paytm)-এর মতো অ্যাপ ব্যবহার করে অন্য কাউকে পেমেন্টের জন্য অনুরোধ পাঠাতে পারবেন না।

নতুন নিয়ম কী?

এনপিসিআই নির্দেশ দিয়েছে, সব ব্যাঙ্ক ও পেমেন্ট অ্যাপকে এই ফিচার বন্ধ করতে হবে। এরপর থেকে শুধুমাত্র ডাইরেক্ট ট্রান্সফার বা Push Transaction চালু থাকবে। ফলে ইউজাররা কেবল নিজে থেকেই টাকা পাঠাতে পারবেন, অন্য কারও Collect Request অনুমোদন করতে হবে না।

কেন এই সিদ্ধান্ত?

‘Collect Request’ ফিচারটি অনেকসময় প্রতারণার হাতিয়ার হয়ে উঠেছিল। বহু ব্যবহারকারী ভুল করে বা অজান্তে Collect Request অনুমোদন করতেন, যার ফলে তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যেত। এই ফিচার বন্ধ হওয়ার ফলে প্রতারণার সম্ভাবনা অনেকটাই কমবে এবং লেনদেন আরও সুরক্ষিত হবে।

ব্যবহারকারীদের করণীয়

  • যারা আগে Collect Request পাঠাতেন, তাঁদের এখন থেকে সরাসরি UPI ID, QR কোড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের মাধ্যমে টাকা পাঠাতে হবে।
  • নিয়মিত অ্যাপ আপডেট রাখতে হবে।
  • অচেনা কারও রিকোয়েস্ট বা লিঙ্ক কখনও অনুমোদন করবেন না।

কী প্রভাব পড়বে?

  • শুধুমাত্র Collect Request ফিচার বন্ধ হচ্ছে।
  • স্বাভাবিক ভাবে টাকা পাঠানো ও গ্রহণ করার প্রক্রিয়া আগের মতোই থাকবে।
  • সব ব্যাঙ্ক ও পেমেন্ট অ্যাপকে নতুন নিয়ম মানতে নির্দেশ দেওয়া হয়েছে।

এনপিসিআই জানিয়েছে, এই পদক্ষেপ মূলত গ্রাহক সুরক্ষা নিশ্চিত করার জন্যই নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মাসে মাত্র ₹১,০০০ বিনিয়োগে জমতে পারে লক্ষাধিক টাকা, জানুন PPF, SIP, SSY ও RD-র হিসাব

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version