Homeশিল্প-বাণিজ্যইচ্ছেমতো নয় ইউপিআই আইডির নাম, বাধ্যতামূলক আসল ব্যাঙ্কিং নাম, নির্দেশ NPCI-র

ইচ্ছেমতো নয় ইউপিআই আইডির নাম, বাধ্যতামূলক আসল ব্যাঙ্কিং নাম, নির্দেশ NPCI-র

প্রকাশিত

নিজের ইচ্ছা অনুসারে রাখা যাবে না ইউপিআই অ্যাকাউন্টের নাম। নয়া নির্দেশিকা জারি করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) । এই নির্দেশিকা অনুসারে, ব্যাঙ্কিং সিস্টেমে যে নাম নথিভুক্ত রয়েছে, সেটিকেই ইউপিআই অ্যাকাউন্টের আইডির নাম হিসাবে ব্যবহার করতে হবে। এদিকে, আগামী ১৬ জুন ইউপিআই পেমেন্ট হবে দ্রুত। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া সার্কুলার জারি করে ঘোষণা করেছে।

লেনদেনের স্ট্যাটাস ও পেমেন্ট রিভার্স গ্রাহকরা তাড়াতাড়ি করতে পারবেন। বর্তমানে লেনদেনের স্ট্যাটাস চেক করতে ৩০ সেকেন্ড সময় লাগে। সেটা ১০ সেকেন্ড সময় লাগবে। ইউপিআই পেমেন্ট রিভার্স করতে বা নিজের অ্যাকাউন্টে ফেরাতে ৩০ সেকেন্ডের বদলে ১০ সেকেন্ড সময় লাগবে। ইউপিআই পেমেন্ট মারফত টাকা পাঠাতে বা রিসিভ করার সময় ৩০ সেকেন্ড সময় কমিয়ে ১৫ সেকেন্ড করা হবে। ঠিকানা ভ্যালিডেট করতে ১৫ সেকেন্ডের বদলে ১০ সেকেন্ডে হয়ে যাবে। গ্রাহকদের ডিজিটাল পদ্ধতিতে আর্থিক লেনদেনে সহায়তা করতে এনপিসিআই ব্যাঙ্ক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডরদের সিস্টেম আপডেট করার নির্দেশ দিয়েছে।

ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) –এর পক্ষ থেকে সমস্ত ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেজ (UPI) অ্যাপ্লিকেশনগুলিকে পিয়ার টু পিয়ার অথবা পিয়ার টু মার্চেন্ট লেনদেনের সময় কোর ব্যাঙ্কিং সিস্টেম (CBS) –এ রেকর্ড করা ‘চূড়ান্ত সুবিধাভোগীর নাম’ প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে, P2P বা P2M ট্রানজ্যাকশনের সময় এবার থেকে ব্যবহারকারীর আসল ব্যাঙ্কিং নাম দেখতে পাওয়ার বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে।

একটি বিজ্ঞপ্তি জারি করার মাধ্যমে NPCI –এর তরফে এটির পূর্ববর্তী নির্দেশিকাগুলির সঙ্গে একটি নতুন নির্দেশিকা অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই নির্দেশিকা অনুসারে, ট্রানজ্যাকশন হিস্ট্রি এবং ট্রানজ্যাকশন কনফার্মেশন স্ক্রিনে শুধুমাত্র প্রাপকদের ব্যাঙ্কে রেজিস্টার্ড অবস্থায় থাকা নাম দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইউপিআই অ্যাপ্লিকেশনগুলির জন্য এই বিষয়টিকে বাধ্যতামূলক করা হয়েছে। একইসঙ্গে আগামী ৩০ জুনের মধ্যে নির্দেশিকাটিকে সম্পূর্ণরূপে বাস্তবায়িত করতে হবে বলেও জানিয়েছে এনপিসিআই। নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্দেশিকা বাস্তবায়িত না হলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বকাপ মহিলা ক্রিকেট ২০২৫: সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড শেষ চারে, কী অঙ্কে জায়গা হতে পারে ভারতের?  

খবর অনলাইন ডেস্ক: মহিলাদের একদিনের বিশ্বকাপ ক্রিকেটে আর মাত্র ৬টি ম্যাচ বাকি। ইতিমধ্যেই সেমিফাইনালে...

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি ভুয়ো — জানালেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি উড়িয়ে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জানালেন, ফেসবুকে প্রকাশিত তালিকার অধিকাংশ চুক্তি বাস্তবে নেই, কিছু পুরোনো এবং কিছু এখন পর্যালোচনায় রয়েছে।

দেদার শব্দবাজিতে আতঙ্ক কলকাতায়! দূষণ কম দাবি পুলিশের, কিন্তু তথ্য বলছে অন্য কথা

দীপাবলির রাতে গভীর রাত পর্যন্ত দেদার শব্দবাজি ফাটানোয় নাকাল কলকাতা। পুলিশ কমিশনার দাবি করলেন, দূষণ কমেছে আগের বছরের তুলনায়, কিন্তু রাতের রিপোর্টে চিত্র একেবারে উল্টো।

শহুরে ভারতীয়রা মিষ্টিপ্রেমী হয়ে উঠেছে! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

সমীক্ষায় জানা গেছে, ভারতের ৫১% শহুরে পরিবার মাসে অন্তত ৩-৪ বার ঐতিহ্যবাহী মিষ্টি খান। তবে ৫৫% নাগরিক এখন পছন্দ করছেন কম চিনি দেওয়া মিষ্টি। ডায়াবেটিস ও কৃত্রিম শর্করার ঝুঁকি নিয়েও সতর্ক বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আরও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা! গ্লোবাল ফিনটেক ফেস্টে ৩ নতুন সুবিধা ঘোষণা করল আরবিআই

গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ তিনটি বড় ডিজিটাল পেমেন্ট উদ্ভাবন ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। এবার স্মার্ট গ্লাসেই পেমেন্ট, যৌথ অ্যাকাউন্টে UPI, আর বিদেশি মুদ্রা কেনা সম্ভব হবে সরাসরি অ্যাপে।