Homeশিল্প-বাণিজ্যইউপিআই-এ নয়া বিধিনিষেধ: সীমিত হবে অটো পেমেন্ট ও ব্যালেন্স চেক, জারি এনপিসিআই-এর...

ইউপিআই-এ নয়া বিধিনিষেধ: সীমিত হবে অটো পেমেন্ট ও ব্যালেন্স চেক, জারি এনপিসিআই-এর কড়া নির্দেশিকা

প্রকাশিত

নয়া ইউপিআই নীতি জারি করল এনপিসিআই। ৩১ জুলাইয়ের মধ্যে কার্যকর করতে হবে নতুন নিয়মাবলি, কার্যকর হবে ১ অগস্ট থেকে। গ্রাহকদের স্বয়ংক্রিয় পেমেন্ট, ব্যালেন্স চেকের মতো একাধিক সুবিধায় আসছে সীমাবদ্ধতা।

বছরের পর বছর ধরে ডিজিটাল লেনদেনে নির্ভরশীল হয়ে পড়া ভারতীয়দের কাছে এবার বড়সড় পরিবর্তন আসছে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI) ব্যবস্থায়। কেন্দ্রের নির্দেশে নতুন একটি সার্কুলার জারি করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। সেখানে গুগ‌ল পে, ফোনপে-সহ সমস্ত পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং ব্যাঙ্ককে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে— UPI ব্যবস্থায় ১০টি জনপ্রিয় API বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস-কে নিয়ন্ত্রণে আনতে হবে।

এই বিধিনিষেধ কার্যকর করতে হবে ৩১ জুলাই ২০২৫-এর মধ্যে। এরপর ১ অগস্ট ২০২৫ থেকে দেশের কোটি কোটি ইউপিআই ব্যবহারকারীর জন্য বদলে যাবে একাধিক পরিষেবা ব্যবহারের ধরন।

কী কী পরিবর্তন আসছে ইউপিআই লেনদেনে?

  • অটো পেমেন্ট বা স্বয়ংক্রিয় বিল পেমেন্ট বন্ধ থাকবে ব্যস্ত সময়ে
    🔹 সময়সীমা: সকাল ১০টা – দুপুর ১টা, বিকেল ৫টা – রাত ৯.৩০টা
    🔹 এই সময়সীমার বাইরে অটো পেমেন্ট চালু থাকবে।
  • ব্যালেন্স চেকের ক্ষেত্রে সীমাবদ্ধতা
    🔹 প্রতিটি ব্যবহারকারীর জন্য দিনে সর্বোচ্চ ৫০ বার ব্যালেন্স চেকের অনুমতি।
    🔹 যদি কেউ একাধিক অ্যাপ (যেমন Paytm, PhonePe) ব্যবহার করেন, সম্মিলিতভাবে ৫০ বার ব্যালেন্স চেক করা যাবে।
  • প্রতি দিন সর্বাধিক ২৫ জনকে পেমেন্ট পাঠানোর অনুমতি
    🔹 এটি মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত UPI কনট্যাক্ট তালিকা অনুযায়ী কার্যকর হবে।
  • লেনদেনের অবস্থা জানার জন্যও নির্দিষ্ট সীমা নির্ধারিত হচ্ছে।
    🔹 নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যকবারই ব্যবহার করা যাবে।

নির্দেশ লঙ্ঘনে শাস্তির বিধান

NPCI-এর ২১ মে তারিখের সার্কুলারে স্পষ্ট বলা হয়েছে, এই নির্দেশ মানা না হলে ব্যাঙ্ক বা পেমেন্ট প্রোভাইডারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এমনকি গ্রাহকদের ইউপিআই পরিষেবা স্থগিত করা বা জরিমানা করা হতে পারে।

পেমেন্ট সংস্থাগুলির জন্য ‘মুচলেকা’ বাধ্যতামূলক

৩১ অগস্টের মধ্যে প্রত্যেক পেমেন্ট সার্ভিস প্রোভাইডারকে NPCI-র কাছে জমা দিতে হবে একটি মুচলেকা (declaration)। সেখানে প্রতিটি API-এর সীমাবদ্ধতা, সুরক্ষা ও ব্যবহারের পরিসংখ্যান জানাতে হবে।

কেন এই সিদ্ধান্ত?

NPCI-র বক্তব্য, দিনে কোটি কোটি ইউপিআই লেনদেন হয় ভারতে। এর মধ্যে অযাচিত অনুরোধ, সার্ভার লোড ও অতিরিক্ত API ব্যবহার অনেক সময় ব্যাঙ্কিং সিস্টেমকে ধাক্কা দেয়। পরিষেবা নিরবচ্ছিন্ন রাখতে ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।

সাধারণ গ্রাহকদের করণীয়:

  1. যাঁরা অটো পেমেন্ট ব্যবহার করেন, তাঁদের সময়মতো সেটিংস আপডেট করে নিতে হবে।
  2. ব্যালেন্স চেক বা পেমেন্ট রিকোয়েস্ট যেন সীমার মধ্যে থাকে, তা নজরে রাখতে হবে।
  3. যেকোনো সমস্যায় সংশ্লিষ্ট অ্যাপের কাস্টমার কেয়ার অথবা ব্যাঙ্কের সহায়তা নিতে হবে।

এই নির্দেশ কার্যকর হলে ইউপিআই লেনদেনে গতি কিছুটা শ্লথ হলেও, সার্বিক সুরক্ষা ও স্থায়িত্ব অনেকটাই বাড়বে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে এই পরিবর্তন গ্রাহকদের কতটা প্রভাবিত করবে, তা দেখা যাবে আগামী দিনে।

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ছটপূজোর পর নিউমার্কেটে বেআইনি হকারদের বিরুদ্ধে কড়া অভিযান, ফের পথে নামছে কলকাতা পুরসভা

নিউমার্কেটের আশপাশে ফের বেআইনি হকারদের দাপট। ছটপূজোর পরই রাস্তাঘাট ও ফুটপাত দখলমুক্ত করতে নামছে কলকাতা পুরসভা। টাউন ভেন্ডিং কমিটি ও কলকাতা পুলিশের যৌথ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ সন্ধ্যায় কাকিনাড়ায় মোন্থার ল্যান্ডফল, প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা — বাংলাতে প্রভাব পড়বে ক’দিন?

আজ সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১০০ কিমি বেগে আছড়ে পড়বে ঝড়। বাংলায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও সিকিমে তুষারপাতের পূর্বাভাস।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

শ্রেয়স আয়ারকে আইসিইউ থেকে বাইরে আনা হয়েছে, অবস্থা স্থিতিশীল

খবর অনলাইন ডেস্ক: ভারতের তারকা মিডল অর্ডার ব্যাটার ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার...

আরও পড়ুন

দীপাবলিতে বিনিয়োগকারীদের উপহার! চারটি নতুন ডিজিটাল অ্যাপ ও আধুনিক ফিচার নিয়ে এল NSE

এনএসই দীপাবলিতে চালু করল চারটি নতুন মোবাইল অ্যাপ ও এনএসই এমএফ ইনভেস্ট প্ল্যাটফর্মে বড়সড় আপডেট। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ হল পোর্টফোলিও ট্র্যাকিং, অর্ডার প্লেসমেন্ট ও কমপ্লায়েন্স প্রক্রিয়া।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।