Homeশিল্প-বাণিজ্য১ অক্টোবর থেকে বড় পরিবর্তন! UPI-তে বন্ধ হচ্ছে এই অপশন

১ অক্টোবর থেকে বড় পরিবর্তন! UPI-তে বন্ধ হচ্ছে এই অপশন

১ অক্টোবর ২০২৫ থেকে UPI-র পিয়ার-টু-পিয়ার (P2P) টাকা চাওয়ার অপশন বন্ধ করছে NPCI। প্রতারণা রুখতেই এই সিদ্ধান্ত। তবে QR কোড স্ক্যান করে বা UPI ID ব্যবহার করে টাকা পাঠানো আগের মতোই সহজ থাকবে।

প্রকাশিত

১ অক্টোবর ২০২৫ থেকে বদলে যাচ্ছে ভারতীয়দের UPI ব্যবহারের ধরন। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ঘোষণা করেছে, আর পিয়ার-টু-পিয়ার (P2P) মনি রিকোয়েস্ট বা টাকা চাওয়ার অপশন থাকবে না। প্রতারণা বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এখন পর্যন্ত অনেকেই বন্ধুবান্ধবকে টাকা চাওয়ার জন্য এই “রিকোয়েস্ট মানি” অপশন ব্যবহার করতেন। কিন্তু প্রতারকেরা সুযোগ নিয়ে ভুয়ো রিকোয়েস্ট পাঠিয়ে অসংখ্য মানুষকে ফাঁদে ফেলত। অনেকেই ভুল করে ভেবে নিয়েছেন তাঁরা টাকা পাচ্ছেন, অথচ এক ট্যাপে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেছে।

NPCI স্পষ্ট জানিয়েছে, ২ অক্টোবর থেকে কোনও অ্যাপ, ব্যাংক বা পেমেন্ট সার্ভিসে P2P কালেক্ট রিকোয়েস্ট চালু রাখা যাবে না। সিস্টেম আপডেট করে এই ফিচার বন্ধ করতে হবে।

তবে চিন্তার কিছু নেই, কারণ UPI-র অন্যান্য সুবিধা অপরিবর্তিত থাকবে। যেমন—

  • UPI ID, মোবাইল নম্বর বা ব্যাংক ডিটেলস ব্যবহার করে সরাসরি টাকা পাঠানো যাবে।
  • QR কোড স্ক্যান করে বন্ধু, পরিবার বা দোকানে পেমেন্ট করা যাবে।
  • ভেরিফায়েড মার্চেন্টদের (যেমন অনলাইন শপিং অ্যাপ, ফুড ডেলিভারি অ্যাপ) রিকোয়েস্ট অনুমোদন করার সুযোগ থাকবে।

গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পরিবর্তন শুধুমাত্র P2P অর্থাৎ ব্যক্তি থেকে ব্যক্তির রিকোয়েস্ট-এর ক্ষেত্রে প্রযোজ্য। মার্চেন্ট কালেক্ট রিকোয়েস্ট আগের মতোই চলবে এবং তাদের জন্য ট্রানজ্যাকশন ক্যাপও বেশি থাকবে। (যেখানে P2P রিকোয়েস্টের সীমা ছিল সর্বোচ্চ ₹২,০০০)।

NPCI জানিয়েছে, এই পদক্ষেপ আসলে নিরাপত্তা জোরদার করার জন্য। কারণ, একটি ভুয়ো রিকোয়েস্টে ভুল করে ট্যাপ করে ফেলার ঝুঁকি অনেকটাই বেশি ছিল। ফলে প্রতারকরা ক্রমশ এই অপশন ব্যবহার করে ফাঁদ পাতছিল।

এখন থেকে প্রকৃত ব্যবহারকারীদের হয়তো একটু অসুবিধা হবে, কারণ টাকা চাওয়ার জন্য সরাসরি মেসেজ করতে হবে বা QR কোড শেয়ার করতে হবে। তবে এর ফলে প্রতারণার ঝুঁকি কমবে বলেই মনে করছে সংস্থা।

UPI ইতিমধ্যেই ভারতের ডিজিটাল পেমেন্টের মুকুট রত্ন, যেখানে প্রতি মাসে বিলিয়ন সংখ্যক লেনদেন হয়। এখন সেই ব্যবস্থায় নতুন জোর দেওয়া হচ্ছে নিরাপত্তা ও আস্থার ওপর।

আরও পড়ুন:

দীপাবলির আগে আসছে ‘নেক্সট জেনারেশন’ জিএসটি সংস্কার! ‘কর কমবে’ নিত্যপ্রয়োজনীয় জিনিসে, জানুন সবিস্তারে

১ আগস্ট থেকে বদল UPI-তে! দিনে কতবার ব্যালেন্স দেখবেন, কোন সময়ে অটো-পে চলবে—জানুন নতুন নিয়ম

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বাংলা-সহ ১২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে এসআইআর, ভোটার তালিকা সংশোধন শুরু ৪ নভেম্বর থেকে

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ নিবিড় সংশোধন (SIR)। বাংলায় এনুমেরেশন ফর্ম বিতরণ শুরু হবে ৪ নভেম্বর থেকে, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ৭ ফেব্রুয়ারি।

১০০ দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্র, বহাল হাই কোর্টের নির্দেশ

১০০ দিনের কাজ বন্ধ রাখায় কেন্দ্রকে তীব্র ধাক্কা। সুপ্রিম কোর্ট হাই কোর্টের নির্দেশ বহাল রাখল। ফলে চার বছর পর রাজ্যে ফের শুরু হবে ১০০ দিনের কাজ, মজুরি মঞ্জুর করতে হবে কেন্দ্রকে।

এসআইআরের আগে রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল, বদলি ১০ জেলাশাসক-সহ ১৭ আমলা

এসআইআর শুরুর আগেই রাজ্যে প্রশাসনিক রদবদল। বদলি ১০ জেলাশাসক ও একাধিক এডিএম। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবেদনশীল জেলাগুলিতে বিশেষ নজর। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মহলে জল্পনা।

বুথভিত্তিক তুলনায় মিল মাত্র ৫৫%! এসআইআরে নাম কাটা যেতে পারে প্রায় ১ কোটি ভোটারের

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল মাত্র ৫৫ শতাংশ। এসআইআরের পর প্রায় ১ কোটি ভোটারের নাম বাদ পড়তে পারে বলে আশঙ্কা নির্বাচন কমিশনের। জল্পনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন

দীপাবলিতে বিনিয়োগকারীদের উপহার! চারটি নতুন ডিজিটাল অ্যাপ ও আধুনিক ফিচার নিয়ে এল NSE

এনএসই দীপাবলিতে চালু করল চারটি নতুন মোবাইল অ্যাপ ও এনএসই এমএফ ইনভেস্ট প্ল্যাটফর্মে বড়সড় আপডেট। বিনিয়োগকারীদের জন্য আরও সহজ হল পোর্টফোলিও ট্র্যাকিং, অর্ডার প্লেসমেন্ট ও কমপ্লায়েন্স প্রক্রিয়া।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।