Homeশিল্প-বাণিজ্যবিশ্বের সর্বাধিক ধনকুবের পরিবার এখন ওয়ালটনস, সম্পত্তি ৪৩২ বিলিয়ন ডলার — গ্রিস,...

বিশ্বের সর্বাধিক ধনকুবের পরিবার এখন ওয়ালটনস, সম্পত্তি ৪৩২ বিলিয়ন ডলার — গ্রিস, হাঙ্গেরি, ইরানের GDP-র চেয়েও বেশি

প্রকাশিত

বিশ্বের শীর্ষ ধনকুবের পরিবার হিসেবে ফের একবার উঠে এল ওয়ালটন পরিবারের নাম। বিশ্বের বৃহত্তম খুচরো বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটনের উত্তরসূরিদের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৪৩২ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ₹৩৬.৯৯ লক্ষ কোটি টাকা। এই বিপুল অর্থ গ্রিস (₹২৫.৬৮ লক্ষ কোটি), হাঙ্গেরি (₹১৭.১২ লক্ষ কোটি) এমনকি ইরান (₹৩৪.২৪ লক্ষ কোটি) – এই তিনটি দেশের বার্ষিক GDP-র থেকেও বেশি।

১৯৬২ সালে স্যাম ওয়ালটন ও তাঁর ভাই বাড ওয়ালটনের হাত ধরে আমেরিকার ছোট্ট শহর আরকানসাস থেকে যাত্রা শুরু করেছিল ওয়ালমার্ট। বর্তমানে এটি একটি আন্তর্জাতিক খুচরো বিক্রয় সাম্রাজ্যে পরিণত হয়েছে, যার ১০,৭৫০টিরও বেশি স্টোর রয়েছে গোটা বিশ্বজুড়ে। শুধুমাত্র আমেরিকাতেই রয়েছে প্রায় ৪,৬০০টি স্টোর।

ওয়ালটন পরিবারের সম্পত্তি মূলত Walton Enterprises নামক একটি সংস্থার মাধ্যমে পরিচালিত হয়, যা ইতিমধ্যে তিন প্রজন্ম ধরে বিস্তৃত এবং খুচরো বিক্রির বাইরেও নানা ক্ষেত্রে বিনিয়োগ করেছে।

২০২২ সালে তারা ৪.৭ বিলিয়ন ডলার খরচ করে NFL টিম ডেনভার ব্রঙ্কোস কিনে বিশ্বজুড়ে শিরোনামে আসে। এই বিপুল বিনিয়োগের নেতৃত্বে ছিলেন স্যাম ওয়ালটনের জামাতা গ্রেগ পেনার, যিনি বর্তমানে ওয়ালমার্টের চেয়ারম্যান।

ওয়ালটনদের সঙ্গে জড়িত স্ট্যান ক্রোনকি নামের আরেক প্রভাবশালী সদস্যও আছেন, যিনি বাড ওয়ালটনের মেয়ে অ্যান ওয়ালটনের স্বামী। তিনি আর্সেনাল (UK), LA Rams (NFL), Denver Nuggets (NBA) ও Colorado Avalanche (NHL)-এর মতো দলগুলির মালিক।

ধনসম্পদের আরেক নজরকাড়া চিত্র হলো ন্যান্সি ওয়ালটন লরির ৩০০ মিলিয়ন ডলারের (₹২,৫৬৮ কোটি) বিলাসবহুল প্রমোদতরী “Kaos”, যা এখন বিশ্বের বৃহত্তম প্রাইভেট ইয়ট, কোনো নারীর মালিকানাধীন হিসেবে।

ওয়ালটনদের পর অন্যান্য ধনী পরিবারগুলো হল:

  • আল নাহিয়ান পরিবার (UAE): ₹২৭.৫২ লক্ষ কোটি
  • আল থানি পরিবার (কাতার): ₹১৪.৬৫ লক্ষ কোটি
  • হার্মেস পরিবার (ফ্রান্স): ₹১৪.৫৩ লক্ষ কোটি
  • কচ পরিবার (USA): ₹১২.৬৫ লক্ষ কোটি
  • সৌদি রাজপরিবার: ₹১১.৯৩ লক্ষ কোটি
  • মার্স পরিবার (USA): ₹১১.৪০ লক্ষ কোটি
  • অম্বানি পরিবার (ভারত): ₹৮.৪৯ লক্ষ কোটি
  • ওয়ার্থেইমার পরিবার (ফ্রান্স – চ্যানেল): ₹৭.৫০ লক্ষ কোটি
  • থমসন পরিবার (কানাডা): ₹৭.৪২ লক্ষ কোটি

এই তালিকা থেকে স্পষ্ট যে, বিশ্ব অর্থনীতিতে ধনকুবের পরিবারের প্রভাব আগের তুলনায় অনেক বেড়েছে। আর ওয়ালটন পরিবার রয়েছে সেই প্রভাবের শীর্ষে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সুদূর মেলবোর্নে দেবীপক্ষের নবযুগ! দুর্গাপুজোয় পৌরহিত্য করবেন মহিলা পুরোহিত

অস্ট্রেলিয়ার মেলবোর্নে এবছর দুর্গাপুজোয় অভাবনীয় ঘটনা। শতাব্দী প্রাচীন রীতি ভেঙে প্রথমবার পৌরহিত্য করবেন এক মহিলা পুরোহিত, ডক্টর মধুমতী চট্টোপাধ্যায়।

টানা বৃষ্টির পর রোদ উঠল কলকাতায়, তবে বৃষ্টির সতর্কতা থাকছেই

কলকাতায় টানা বৃষ্টির পর বুধবার সকালে রোদ দেখা গেলেও আবহাওয়া দফতর জানিয়েছে, আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।

এশিয়া কাপ: শ্রীলঙ্কার বিদায়, পাকিস্তানের ফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখলেন নওয়াজ-তালাত

শ্রীলঙ্কা: ১৩৩-৮ (কামিন্দু মেন্ডিস ৫০, শাহিন শাহ আফ্রিদি ৩-২৮, হুসেন তালাত ২-১৮) পাকিস্তান: ১৩৮-৫ (মহম্মদ...

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষযাত্রা জুবিন গার্গের, বিশ্বরেকর্ড গড়ল জনসমুদ্র

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হল জুবিন গর্গকে। বোন পালমি বঢ়ঠাকুর ভেঙে দিলেন প্রথা, মুখাগ্নি করলেন তিনিই। লিমকা বুক অফ রেকর্ডসে নাম লেখাল শোকস্তব্ধ জনসমুদ্র।

আরও পড়ুন

LIC পলিসি বনাম হেলথ ইন্স্যুরেন্স: কোনটা আপনার জন্য সঠিক?

LIC পলিসি নেবেন না হেলথ ইন্স্যুরেন্স? জীবন বিমা পরিবারকে আর্থিক সুরক্ষা দেয়, আর হেলথ ইন্স্যুরেন্স স্বাস্থ্য খরচ কভার করে। কোনটা আপনার জন্য সঠিক, জেনে নিন তুলনামূলক বিশ্লেষণে।

দেবীপক্ষেই নতুন জিএসটি চালু, জেনে নিন কীসের দাম কমছে, বাড়ছেই বা কোন পণ্যের

দুবাইয়ে সুপার ফোর ম্যাচে পাকিস্তানকে ৭ বল বাকি থাকতে ৬ উইকেটে হারাল ভারত। ওপেনার অভিষেক শর্মা খেললেন ম্যাচ জেতানো ৭৪ রানের ইনিংস।

RBI-র নতুন নিয়মে বন্ধ হল ক্রেডিট কার্ডে ভাড়া দেওয়া, PhonePe–Paytm-এ পরিষেবা বন্ধ

RBI-র নতুন নিয়মে PhonePe, Paytm, Cred-এর মতো ফিনটেক অ্যাপে বন্ধ হল ক্রেডিট কার্ডে ভাড়া দেওয়ার সুবিধা। এখন থেকে ব্যাঙ্ক ট্রান্সফার বা চেকেই ভাড়া মেটাতে হবে।