Homeশিল্প-বাণিজ্যটানা তিন দিন বন্ধ শেয়ার বাজার, সোমবার খুললে কোন দিকে যেতে পারে...

টানা তিন দিন বন্ধ শেয়ার বাজার, সোমবার খুললে কোন দিকে যেতে পারে সেনসেক্স-নিফটি

প্রকাশিত

দেশীয় শেয়ার বাজারে টানা পতন, সেনসেক্স-নিফটি ক্রমশ নিম্নমুখী

দেশের শক্তিশালী অর্থনৈতিক পরিসংখ্যান এবং বিশ্ব বাজারের ইতিবাচক প্রবণতা সত্ত্বেও বৃহস্পতিবার দেশীয় শেয়ার বাজার নিম্নমুখী ছিল। সেনসেক্স ও নিফটি দুটিই লাল সংকেতে বন্ধ হয়। শুক্রবার হোলি উপলক্ষে বন্ধ ছিল স্টক মার্কেটে কেনাবেচা। শনি ও রবিবার কাটিয়ে সোমবার খুলবে শেয়ার বাজার। কেমন যাবে ওই দিন?

ফেব্রুয়ারিতে ভোক্তা মূল্যসূচক (CPI) ভিত্তিক খুচরা মুদ্রাস্ফীতি কমে সাত মাসের মধ্যে সর্বনিম্ন ৩.৬১ শতাংশে নামলেও বাজার এই ইতিবাচক খবরের সুবিধা নিতে পারেনি। ৩০টি শেয়ারের বিএসই সেনসেক্স ২০০.৮৫ পয়েন্ট কমে ৭৩,৮২৮.৯১-এ বন্ধ হয়, আর এনএসই নিফটি ৭৩.৩০ পয়েন্ট কমে ২২,৩৯৭.২০-তে থিতু হয়।

বৃহস্পতিবারের লেনদেন চলাকালীন বাজারে উচ্চমাত্রার অস্থিরতা লক্ষ্য করা যায়। ক্যাপিটাল গুডস, পাওয়ার ও স্বাস্থ্য খাতে ইতিবাচক প্রবণতা থাকলেও, তেল ও গ্যাস, আর্থিক পরিষেবা, গাড়ি এবং আইটি খাতে দুর্বলতা দেখা গেছে।

গত সপ্তাহে বাজার তুলনামূলকভাবে সীমিত ওঠানামার মধ্যে ছিল। বাজার এখন অনিশ্চিত গতিবিধি দেখাচ্ছে। নীচের দিকে, সেনসেক্স ৭৩,৩০০ এবং নিফটি ২২,৩০০ স্তরে সাপোর্ট পাচ্ছে, তবে ৭৪,৭০০-৭৪,৯০০ স্তরের কাছে লাভ তুলে নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে বলে জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা।

বিশ্লেষকদের মতে, ৭৪,৪০০-এর ওপরে গেলে বাজার প্রবল ঊর্ধ্বমুখী হতে পারে, যা বুলিশ প্রবণতার ইঙ্গিত দেবে। তখন বাজার ৭৫,৫০০-৭৫,৮০০ স্তরে পৌঁছাতে পারে। অন্যদিকে, ৭৩,৬০০-এর নীচে নামলে দুর্বলতা বাড়তে পারে এবং সূচক ৭৩,৩০০ পর্যন্ত নেমে যেতে পারে। সেক্ষেত্রে বিক্রির চাপ বেড়ে যেতে পারে এবং বাজার ৭২,৭০০-৭২,৪০০ স্তরে নেমে আসতে পারে। বিনিয়োগকারীদের উচিত নিশ্চিত সংকেত না পাওয়া পর্যন্ত সাবধান থাকা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

আরও পড়ুন

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

বিশ্বের সর্বাধিক তেল মজুত ভেনেজুয়েলায়, তবু কেন উৎপাদনে পিছিয়ে দক্ষিণ আমেরিকার দেশটি?

ভেনেজুয়েলার হাতে বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার—প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। তবু বিনিয়োগ ঘাটতি, নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত সমস্যায় তেল উৎপাদন সম্ভাবনার অনেক নীচে।

২০২৬-এও কি টাকার উপর চাপ অব্যাহত থাকবে? কী বলছেন বিশেষজ্ঞরা

বিশেষজ্ঞদের মতে, যদি ভারত-মার্কিন বাণিজ্যচুক্তিতে অগ্রগতি হয় এবং বিদেশি বিনিয়োগ ফিরতে শুরু করে, তবে ২০২৬ সালের শেষভাগে টাকার দাম কিছুটা ঘুরে দাঁড়িয়ে ₹৮৩–₹৮৪ স্তরে স্থিতিশীল হতে পারে।