Homeশিল্প-বাণিজ্যঅত্যাশ্চর্য প্রত্যাবর্তন! কী কারণে আজ রকেটে পরিণত হল আদানির সব শেয়ার

অত্যাশ্চর্য প্রত্যাবর্তন! কী কারণে আজ রকেটে পরিণত হল আদানির সব শেয়ার

প্রকাশিত

আমেরিকার রিসার্চ ফার্ম হিন্ডেনবার্গের (Hindenburg Research) নেতিবাচক রিপোর্টের কারণে ব্যাপক ক্ষতি হয়েছে আদানি গোষ্ঠীর (Adani group)। শেয়ার বাজারে বড়োসড়ো বিপর্যয় ঘটেছে। মিডিয়া রিপোর্টে প্রকাশ, ১০ হাজার কোটি ডলারের সম্পদ হারিয়েছে আদানি। এরই মধ্যে মঙ্গলবার এমন কী হল, শেয়ার বাজারে ঝড় তুলে দিল আদানির বিভিন্ন সংস্থার শেয়ার।

টানা আটটি ট্রেডিং সেশনে পতনের পরে আজ আদানির শেয়ারগুলির দুর্দান্ত প্রত্যাবর্তন। আদানি গ্রুপের শেয়ারে স্মার্ট রিকভারি দেখা গেছে। আদানি এন্টারপ্রাইজের শেয়ার ২০ শতাংশের বেশি বৃদ্ধি দেখেছে। কেনাবেচার শুরুর দিক থেকেই আদানির ১০টি শেয়ারের মধ্যে একটি ছাড়া বাকি সব শেয়ারই রকেটের গতিতে উপরের দিকে উঠেছিল। বেলা গড়ানোর সঙ্গেই কিছুটা বদলে যায় সামগ্রিক রেখচিত্র।

এ দিন আদানি এন্টারপ্রাইজের শেয়ার ২০ শতাংশের বেশি বেড়েছে। প্রতিবেদন লেখার সময়, ২৪২ টাকা বেড়ে (১৫ শতাংশ) ১৮১১ টাকায় রয়েছে এই সংস্থার শেয়ার। অন্য দিকে, আদানি পোর্টস এবং স্পেশাল ইকোনমিক জোন লিমিটেডের শেয়ার আজ ৯.৬৩ শতাংশ বেড়েছিল। প্রতিবেদন লেখার সময় ১.২৫ শতাংশ উপরে রয়েছে। আদানি পাওয়ারের শেয়ার ১৮৬ টাকা ছুঁয়ে এসে প্রতিবেদন লেখার সময় ১৭৩ টাকায় নেমে এসেছে।

সম্প্রতি হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গ্রুপের বিরুদ্ধে জালিয়াতি এবং শেয়ারে কারচুপির অভিযোগ তুলেছিল। তার পরে আদানি গ্রুপের সমস্ত কোম্পানির বাজার মূলধনে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছে। প্রত্যাহার করে নেওয়া হয়েছে বন্ড। বুধবার আদানি এন্টারপ্রাইজেসের ২০ হাজার কোটি টাকার নতুন শেয়ার ছাড়ার (এফপিও) প্রক্রিয়া স্থগিত হয়ে গিয়েছে। ইতিমধ্যেই এফপিও-র অনিয়মগুলি খতিয়ে দেখছে বাজার নিয়ন্ত্রক সেবি (SEBI)।

আদানির সংস্থার বিরুদ্ধে শেয়ার ‘স্টক ম্যানিপুলেশন’ এবং ‘অ্যাকাউন্টিং জালিয়াতির’ অভিযোগ তুলে হিন্ডেনবার্গ রিসার্চ জানিয়েছে, বিপুল পরিমাণ ঋণের বোঝা রয়েছে আদানি গোষ্ঠীর ঘাড়ে। তা ছাড়া তাদের শেয়ারের ভ্যালুয়েশনও মাত্রাতিরিক্ত। ফলে যে কোনো সময়ে ভেঙে পড়তে পারে তাসের ঘর। মার্কিন সংস্থার ভয়ানক রিপোর্টের পরেই টলে গিয়েছে আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ার। হিন্ডেনবার্গের চাঞ্চল্য়কর রিপোর্ট সামনে আসার পরই আদানির সংস্থার শেয়ারে ধস নেমেছিল।

আরও পড়ুন: শীতের ইনিংস শেষ! এক ধাক্কায় অনেকটাই বাড়ল পারদ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এক চিকিৎসকের আট বছরের লড়াইয়ে বড় জয়, ভুয়ো ওআরএস-এর উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI, আসল চিনবেন কী করে?

হায়দরাবাদের শিশু-রোগ বিশেষজ্ঞ ডা. শিবরঞ্জনী সন্তোষের দীর্ঘ লড়াইয়ের ফলে বড় পদক্ষেপ নিল FSSAI। WHO-র নির্ধারিত মান না মেনে ‘ORS’ নামে বিক্রি হওয়া পানীয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হল। শিশুদের জন্য বিপজ্জনক এই মিষ্টি পানীয় নিয়ে শুরু হয়েছিল তাঁর আইনি লড়াই প্রায় এক দশক আগে।

চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে ২২ বছর পর আইএফএ শিল্ড ঘরে তুলল মোহনবাগান

২২ বছর পর আইএফএ শিল্ড জিতল মোহনবাগান। ফাইনালে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে মরশুমের তৃতীয় ডার্বিতে জয় পেল সবুজ-মেরুন। বিশাল কাইথ হলেন নায়ক।

অভিমন্যু ৭১ অপরাজিত, শামির ৪ উইকেট রনজি ম্যাচে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা

অভিমন্যু ঈশ্বরণ ও মহম্মদ শামির দুর্দান্ত পারফরম্যান্সে রনজি ট্রফিতে উত্তরাখণ্ডকে ৮ উইকেটে হারাল বাংলা। শামি নিলেন ৭ উইকেট, ম্যাচের সেরা তিনি।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, ৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ঢাকা থেকে আল আমিন: দেশের প্রধান ও ব্যস্ততম বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো...

আরও পড়ুন

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

ইপিএফও সদস্যদের জন্য বড় পরিবর্তন: সহজ হল টাকার তোলার নিয়ম

ইপিএফও-র নতুন নিয়মে টাকার তোলার প্রক্রিয়া সহজ হলো। এখন মাত্র তিনটি কারণে টাকা তোলা যাবে — প্রয়োজনীয় চাহিদা, বাসস্থান ও বিশেষ পরিস্থিতি। শিক্ষায় ১০ বার এবং বিবাহে ৫ বার পর্যন্ত আংশিক অর্থ তোলা যাবে।

আরও আধুনিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা! গ্লোবাল ফিনটেক ফেস্টে ৩ নতুন সুবিধা ঘোষণা করল আরবিআই

গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৫-এ তিনটি বড় ডিজিটাল পেমেন্ট উদ্ভাবন ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক। এবার স্মার্ট গ্লাসেই পেমেন্ট, যৌথ অ্যাকাউন্টে UPI, আর বিদেশি মুদ্রা কেনা সম্ভব হবে সরাসরি অ্যাপে।