Homeশিল্প-বাণিজ্যবাজেট ২০২৩: 'ডিজিটাল রুপি' নিয়ে বিশেষ প্রত্যাশা

বাজেট ২০২৩: ‘ডিজিটাল রুপি’ নিয়ে বিশেষ প্রত্যাশা

প্রকাশিত

নয়াদিল্লি: সারা বিশ্বের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির পরিকল্পনাকে সামনে রেখেই ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি (CBDC) নিয়ে আগ্রহ দেখিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। সম্প্রতি, ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক পাইলট ‘ডিজিটাল রুপি’ (digital rupee) প্রকল্পও চালু করেছে। বর্তমান পাইলট প্রকল্প থেকে শিক্ষা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রকল্পটিকে আরও প্রসারিত করা হতে পারে বলে জানা গিয়েছে।

অর্থের ভবিষ্যৎ

সিবিডিসি পাইলট প্রকল্প চালুর পর আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট, এই পদক্ষেপ বল জোগাতে পারে ‘ডিজিটাল রুপি’-কে। একটি সাম্প্রতিক ইভেন্টে তিনি বলেছিলেন, “কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির জারি করা ডিজিটাল মুদ্রাগুলি হল অর্থের ভবিষ্যৎ এবং এটি গ্রহণ করলে লজিস্টিক এবং মুদ্রণ খরচ বাঁচাতে সাহায্য করতে পারে”।

১ ফেব্রুয়ারি কেন্দ্রের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই আবহে শিল্প পর্যবেক্ষকরা ডিজিটাল রুপির বিষয়ে কিছু ঘোষণার প্রত্যাশা করছেন। তাঁদের মতে, এ বারের বাজেটে অন্যতম আলোচনার বিষয়গুলির মধ্যে একটি ডিজিটাল রুপি। সিবিডিসির জন্য অফলাইন, ক্রস-বর্ডার পেমেন্ট (cross-border payment) এবং ডিজিটাল সম্পদ ইকোসিস্টেম (digital asset ecosystem) সক্ষম করার ব্যবস্থা ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

কমবে ঝক্কিও

শেষ বার বাজেট অধিবেশনে বক্তৃতা করার সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছিলেন, “ডিজিটাল রুপি আরও দক্ষ এবং সস্তা মুদ্রা ব্যবস্থাপনা ব্যবস্থার দিকে নিয়ে যাবে”। এর ফলে দেশের টাকা ছাপার খরচ কমবে। কিন্তু টাকার উপর শীর্ষ ব্যাঙ্কের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। এর ফলে নগদ বয়ে বেরানোর ঝক্কিও থাকবে না। প্রথাগত নগদের লেনদেনের উপর সরকারের নজরদারি যেমন কঠিন, তা কিন্তু এই লেনদেনে থাকবে না।

প্রসঙ্গত, রিজার্ভ ব্যাঙ্কের দাবি, ডিজিটাল রুপির ব্যবহারে নগদ ছাপানোর খরচ কমবে। পাশাপশি নগদে লেনদেনের উপর নজর রাখাও সহজ হবে। আমরা যে নোট লেনদেনের জন্য ব্যবহার করি তার ডিজিটাল রূপ এটা। এর জন্য ব্যবহারকারীর ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা জরুরি নয়। এই টাকা ম্যানিব্যাগের বদলে থাকবে আপনার মোবাইলের ডিজিটাল ওয়ালেটে।

বাহামাস, সেন্ট কিটস, গ্রেনাডা, অ্যান্টিগার মতো কয়েকটি দেশে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে ই-মুদ্রা। রাশিয়ায় পরীক্ষামূলক ব্যবহার শেষ হয়ে সবার ব্যবহারের জন্য চালু হওয়ার রাস্তা। চিনও তৈরি। বিশ্বের অন্যান্য দেশগুলিও এ নিয়ে ভাবনা চিন্তা করছে।

আরও পড়ুন: এ বার ভিডিও স্ট্যাটাস, নয়া ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ইরানে সহিংস বিক্ষোভ: মৃতের সংখ্যা ৩০০০ ছাড়াল, কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অস্থিরতা

খবর অনলাইন ডেস্ক: ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, যা গত...

মালদহে জাতীয় স্বাস্থ্য মিশনে নিয়োগ: মেডিক্যাল অফিসার-সহ ২৪ শূন্যপদে আবেদন

মালদহ জেলা স্বাস্থ্য বিভাগে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় মেডিক্যাল অফিসার-সহ মোট ২৪টি শূন্যপদে নিয়োগ। অনলাইনে আবেদন ১৯ জানুয়ারি পর্যন্ত, যোগ্যতা ও বেতন সংক্রান্ত বিস্তারিত দেখুন।

ঠান্ডার ধার কমছে দক্ষিণবঙ্গে, কুয়াশায় ঢাকছে উত্তর–দক্ষিণ,শীত কি তবে বিদায়ের পথে?

দক্ষিণবঙ্গে ৯ ডিগ্রির নীচে নামেনি তাপমাত্রা। রাজ্য জুড়ে ধীরে ধীরে শীতের দাপট কমছে, তবে উত্তর ও দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

আরও পড়ুন

ইরানের সঙ্গে বাণিজ্যে ২৫% শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের, কী প্রভাব পড়বে ভারতের উপর?

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ভারতের সঙ্গে ইরানের ১.৩৪ বিলিয়ন ডলারের বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে।

বিশ্বের সর্বাধিক তেল মজুত ভেনেজুয়েলায়, তবু কেন উৎপাদনে পিছিয়ে দক্ষিণ আমেরিকার দেশটি?

ভেনেজুয়েলার হাতে বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার—প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। তবু বিনিয়োগ ঘাটতি, নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত সমস্যায় তেল উৎপাদন সম্ভাবনার অনেক নীচে।

২০২৬-এও কি টাকার উপর চাপ অব্যাহত থাকবে? কী বলছেন বিশেষজ্ঞরা

বিশেষজ্ঞদের মতে, যদি ভারত-মার্কিন বাণিজ্যচুক্তিতে অগ্রগতি হয় এবং বিদেশি বিনিয়োগ ফিরতে শুরু করে, তবে ২০২৬ সালের শেষভাগে টাকার দাম কিছুটা ঘুরে দাঁড়িয়ে ₹৮৩–₹৮৪ স্তরে স্থিতিশীল হতে পারে।