নিয়মিত নতুন নতুন ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ (WhatsApp)। ফেসবুকের মতোই মিলছে বহু ফিচারই, এমনকী মেটাভার্সের মধ্যেও ঢুকে পড়েছে এই মেসেজিং অ্যাপটি। সেই তালিকায় এ বার যুক্ত হল হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে আরেক নতুন আপডেট।
যে কোনো কাজ হোক বা ব্যক্তিগত কথা চালাচালি, এমনকী বহু ক্ষেত্রেই অনেক গুরুত্বপূর্ণ নথিও শেয়ার করা হয় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ব্যস্ততার মাঝে অনেক সময় মেসেজ পাঠানোর জন্য ভয়েস চ্যাটের সাহায্য নেন অনেক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী। কিন্তু নিজেদের ইচ্ছামতো ভয়েস রেকর্ডিং করে হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে দেওয়া যেত না।
সে ক্ষেত্রে শুধুমাত্র ছবি, ভিডিও দেওয়া যেত হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে। কিন্তু এবার সেই নিয়মে কিছুটা বদল এনেছে এই জনপ্রিয় মেসেঞ্জার অ্যাপটি। এ বার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ভয়েস রেকর্ডিং করে নিজেদের স্ট্যাটাসেও দিতে পারবেন।
কী ভাবে পাঠাবেন ভয়েস চ্যাট
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধা নিতে পারেন খুব সহজেই। এর জন্য ভয়েস রেকর্ডিং করে নিজের স্ট্যাটাসে দিতে পারেন। ৩০ সেকেন্ডের সেই রেকর্ডিং নিজেদের স্ট্যাটাসে দিলে হোয়াটসঅ্যাপের কন্ট্যাক্টে থাকা সকলেই দেখতে শুনতে পারবেন। এরই সঙ্গে এবার থেকে ভয়েস চ্যাট পাঠালে তা ঠিক গিয়েছে কিনা পরীক্ষা করে নেওয়া যাবে। সেই ভয়েস চ্যাটটি ঠিক না মনে হলে তা মুছে দিয়ে নতুন করে চ্যাট পাঠানোর সুবিধা এনেছে এই মার্কিন সংস্থাটি। তবে আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের বিটা টেস্টাররা উপভোগ করতে পারছে নতুন ফিচারটি।
ভিউ ওয়ানস মেসেজে স্ক্রিনশট
ভিউ ওয়ানস (View Once)-এ স্ক্রিনশট তোলা নিয়ে কড়াকড়ি শুরু করেছে মেসেজিং অ্যাপটি। এতদিন পর্যন্ত ভিউ ওয়ানস মেসেজে স্ক্রিনশট তুলতে পারতেন ব্যবহারকারী। ফলে তা শেয়ারও করতে পারতেন অন্যদের সঙ্গে। তবে সেই পলিসিতে বদল এনেছে হোয়াটসঅ্যাপ। এখন থেকে আর তোলা যাবে না ভিউ ওয়ানস মেসেজের স্ক্রিনশট। নয়া আপডেটে নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর করেছে হোয়াটসঅ্যাপ।
আরও পড়ুন: ভারতে কিছু পরিষেবায় পরিবর্তন করছে গুগল, কার্যকরী অ্যান্ড্রয়েড স্মার্টফোনে
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।