খবর অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক কেন্দ্র ‘নন্দন’-এর ৪০ বছর পূর্ণ হতে চলেছে। এই উপলক্ষ্যে সাবর্ণ সংগ্রহশালায় অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ প্রদর্শনী। প্রদর্শনী শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর সোমবার। চলবে ৫ সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত। সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
পশ্চিমবঙ্গের চলচ্চিত্রশিল্পের বিকাশ এবং সাধারণ মানুষের মধ্যে চলচ্চিত্র-সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ১৯৮৫ সালের ২ সেপ্টেম্বর রাজ্য সরকার ‘নন্দন’ প্রতিষ্ঠা করে। রবীন্দ্র সদন প্রাঙ্গণে প্রতিষ্ঠিত ‘নন্দন’-এর সুদৃশ্য স্থাপত্যবিশিষ্ট ভবনটির দ্বারোদ্ঘাটন করেছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়।
সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের পক্ষ থেকে সম্পাদক দেবর্ষি রায় চৌধুরী জানিয়েছেন, ‘নন্দন’ সংক্রান্ত নানা তথ্য ও ছবি, প্রথম আমন্ত্রণপত্র, টিকিট, প্রকাশিত বইপত্র ইত্যাদি প্রদর্শিত হবে। এ ছাড়াও প্রান্তিক সান্যালের ‘নন্দন’ সংক্রান্ত সংগ্রহও প্রদর্শিত হবে। প্রদর্শনী চলবে রোজ সকাল ১০টা থেকে বিকেল ১টা পর্যন্ত।
আরও পড়ুন
সহযোগিতা আরও বাড়াতে সাবর্ণ সংগ্রহশালা, নিউ আলিপুর কলেজের মধ্যে মৌ সই