Homeসংস্কৃতিকলকাতায় শুরু হল ‘সুর জাহাঁ’, বিশ্বশান্তির উদ্দেশে নিবেদিত আন্তর্জাতিক লোকসংগীত উৎসব

কলকাতায় শুরু হল ‘সুর জাহাঁ’, বিশ্বশান্তির উদ্দেশে নিবেদিত আন্তর্জাতিক লোকসংগীত উৎসব

প্রকাশিত

কলকাতা: শুক্রবার সন্ধ্যায় বাংলা নাটক ডটকমের উদ্যোগে কলকাতার গল্‌ফ গ্রিন সেন্ট্রাল পার্কে বিশ্ব সংগীতের আসর ‘সুর জাহাঁ’ শুরু হল। এই আসর চলবে ২ ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে গানের আসর বসবে মূল মঞ্চে। তা ছাড়াও দ্বিতীয় ও তৃতীয় দিন সকালে থাকবে শিল্পীদের সঙ্গে কর্মশালা।

এ বছর বিশ্ব সংগীতের এই আসরে যোগ দিয়েছে নেদারল্যান্ডসের ৫২ বছরের লোকসংগীত ব্যান্ড ‘ফোককর্ন’ (Folkcorn), সুইডেনের বিখ্যাত শিল্পী, যাঁকে ‘গডফাদার অফ নর্ডিক মিউজিক’ (Godfather of Nordic Music) বলা হয়, আলে মোলারের নেতৃত্বে ‘আলে মোলার ট্রিয়ো’ (Alle Moller Trio), আইসল্যান্ডের ‘স্পিরিচুয়াল মিউজিক’-এর (Spiritual Music) চার সদস্যের মহিলা দল ‘আমব্রা এন্সেম্বল’ (Umbra Ensemble)।

এ ছাড়াও ভারত থেকে রয়েছে রাজস্থানের মরুভূমি থেকে কসম খান লাঙ্গার দল, বাংলার বাউল, ‘সুরবন্ধন’-এর পরিবেশনা ‘গান স্যালুট টু সলিল চৌধুরী’, কলকাতার দীপময় দাসের নেতৃত্বে একটি লোকগানের দল যারা লোকগানের আদলে নিজেরা গান লেখে। ওড়িশার কোরাপুট অঞ্চলের দুড়ুয়া আদিবাসীদের নাচ-গান এ বছরে ‘সুর জাহাঁ’র অন্যতম বিশেষ আকর্ষণ।

গানের বিভিন্ন দলের পরিবেশনার পাশাপাশি এখানে প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। এখানে প্রদর্শিত হচ্ছে রাজস্থানের এপ্লিকের কাজ, মহারাষ্ট্রের ওয়ার্লি চিত্রকলা, ওড়িশার কোটপাড বয়ন শিল্পের প্রদর্শনী এবং নানুরের কাঁথাশিল্পীদের কাজ। এই অনুষ্ঠান দেখতে আসেন বিশ্বের বিভিন্ন প্রান্তের সংগীতপ্রেমী মানুষ এবং বিভিন্ন আন্তর্জাতিক ফেস্টিভ্যাল ডিরেক্টররা। যেমন এ বারে এসেছেন জাপান এবং হাঙ্গেরি থেকে।

ভারতীয় সংগীতজগতের উজ্জ্বল নক্ষত্র দেবজ্যোতি মিশ্র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ‘সুর জঁহা’ সঙ্গীত উৎসব একই সঙ্গে আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক। এই অনুষ্ঠানে আসার জন্য কোনো টিকিট বা আমন্ত্রণপত্রের প্রয়োজন হয় না বলে জানালেন সংস্থার অন্যতম কর্ণধার অমিতাভ ভট্টাচার্য।

প্রতিবেদন ও ছবি: সঞ্জয় হাজরা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রয়াত বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

প্রয়াত হলেন বর্ষীয়ান রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন। ৯০ বছর বয়সে শিল্পীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেষ্টপুরের সুকান্ত পার্কে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ নাট্যোৎসবের দ্বিতীয় পর্যায়

অজন্তা চৌধুরী কেষ্টপুরের সুকান্ত পার্কে ‘নহলী’র নিজস্ব অন্তরঙ্গ প্রাঙ্গণ ‘বেলাভূমি’তে হয়ে গেল ‘নহলী’র একাদশ অন্তরঙ্গ...

ট্রেনে অগ্রিম আসন সংরক্ষণ বুকিংয়ে বড়ো পরিবর্তন: জেনে নিন বিস্তারিত

খবর অনলাইন ডেস্ক: যাত্রী পরিষেবা আরও স্বচ্ছ ও সুরক্ষিত করতে ট্রেনের অগ্রিম টিকিট বুকিং...

গিগ কর্মীদের নিরাপত্তায় ‘১০ মিনিটে ডেলিভারি’ ট্যাগলাইন সরাচ্ছে ব্লিঙ্কিট, কেন্দ্রের চাপে পদক্ষেপ

গিগ কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে ব্র্যান্ডিংয়ে বড় বদল আনতে চলেছে ব্লিঙ্কিট। কেন্দ্রীয় সরকারের...

আরও পড়ুন

শিল্প, সঙ্গীত ও বস্ত্রবয়নের মেলবন্ধনে অনুষ্ঠিত হল ‘ফেব্রিক অফ মিউজিক’

বালিগঞ্জের দাগা নিকুঞ্জে অনুষ্ঠিত ‘Fabric of Music’ ফেস্টিভ্যালে সংগীত, টেক্সটাইল ঐতিহ্য ও শিল্পচর্চার অনন্য মেলবন্ধন। সরোদশিল্পী সৌমিক দত্তের পরিবেশনা ও কর্মশালায় সুর ও বস্ত্রের যুগলবন্দি।

লোকসংগীতের অনন্য ভাণ্ডার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ফোকগুরু দেব চৌধুরী

খবর অনলাইন ডেস্ক: বাঙালি রুজির টানে যেখানে যেখানে বসতি জমিয়েছে, সেখানেই পাড়ি দিয়েছে বাংলার...

আবৃত্তি, গান ও ‘বসে আঁকো’ প্রতিযোগিতার পাশাপাশি রক্তদান ও স্বাস্থ্যপরীক্ষা শিবির পূর্ব পুঁটিয়ারি তরুণ সংঘের

নিজস্ব প্রতিনিধি: মোবাইল যুগেও ছোটোদের যে একটু অন্যরকম ভাবতে শেখানো যায়, তা পূর্ব পুঁটিয়ারি...