কলকাতা: শুক্রবার সন্ধ্যায় বাংলা নাটক ডটকমের উদ্যোগে কলকাতার গল্ফ গ্রিন সেন্ট্রাল পার্কে বিশ্ব সংগীতের আসর ‘সুর জাহাঁ’ শুরু হল। এই আসর চলবে ২ ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে গানের আসর বসবে মূল মঞ্চে। তা ছাড়াও দ্বিতীয় ও তৃতীয় দিন সকালে থাকবে শিল্পীদের সঙ্গে কর্মশালা।

এ বছর বিশ্ব সংগীতের এই আসরে যোগ দিয়েছে নেদারল্যান্ডসের ৫২ বছরের লোকসংগীত ব্যান্ড ‘ফোককর্ন’ (Folkcorn), সুইডেনের বিখ্যাত শিল্পী, যাঁকে ‘গডফাদার অফ নর্ডিক মিউজিক’ (Godfather of Nordic Music) বলা হয়, আলে মোলারের নেতৃত্বে ‘আলে মোলার ট্রিয়ো’ (Alle Moller Trio), আইসল্যান্ডের ‘স্পিরিচুয়াল মিউজিক’-এর (Spiritual Music) চার সদস্যের মহিলা দল ‘আমব্রা এন্সেম্বল’ (Umbra Ensemble)।
এ ছাড়াও ভারত থেকে রয়েছে রাজস্থানের মরুভূমি থেকে কসম খান লাঙ্গার দল, বাংলার বাউল, ‘সুরবন্ধন’-এর পরিবেশনা ‘গান স্যালুট টু সলিল চৌধুরী’, কলকাতার দীপময় দাসের নেতৃত্বে একটি লোকগানের দল যারা লোকগানের আদলে নিজেরা গান লেখে। ওড়িশার কোরাপুট অঞ্চলের দুড়ুয়া আদিবাসীদের নাচ-গান এ বছরে ‘সুর জাহাঁ’র অন্যতম বিশেষ আকর্ষণ।
গানের বিভিন্ন দলের পরিবেশনার পাশাপাশি এখানে প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। এখানে প্রদর্শিত হচ্ছে রাজস্থানের এপ্লিকের কাজ, মহারাষ্ট্রের ওয়ার্লি চিত্রকলা, ওড়িশার কোটপাড বয়ন শিল্পের প্রদর্শনী এবং নানুরের কাঁথাশিল্পীদের কাজ। এই অনুষ্ঠান দেখতে আসেন বিশ্বের বিভিন্ন প্রান্তের সংগীতপ্রেমী মানুষ এবং বিভিন্ন আন্তর্জাতিক ফেস্টিভ্যাল ডিরেক্টররা। যেমন এ বারে এসেছেন জাপান এবং হাঙ্গেরি থেকে।
ভারতীয় সংগীতজগতের উজ্জ্বল নক্ষত্র দেবজ্যোতি মিশ্র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ‘সুর জঁহা’ সঙ্গীত উৎসব একই সঙ্গে আঞ্চলিক, জাতীয় ও আন্তর্জাতিক। এই অনুষ্ঠানে আসার জন্য কোনো টিকিট বা আমন্ত্রণপত্রের প্রয়োজন হয় না বলে জানালেন সংস্থার অন্যতম কর্ণধার অমিতাভ ভট্টাচার্য।
প্রতিবেদন ও ছবি: সঞ্জয় হাজরা