Home খেলাধুলো ক্রিকেট ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: শতরানের দোরগোড়ায় জো রুট, ধ্রুপদী ক্রিকেট খেলে বড়ো রানের...

ভারত-ইংল্যান্ড ৩য় টেস্ট: শতরানের দোরগোড়ায় জো রুট, ধ্রুপদী ক্রিকেট খেলে বড়ো রানের লক্ষ্যে ইংল্যান্ড

৫০ পূর্ণ করার মুহূর্তে জো রুট। ছবি England Cricket 'X' থেকে নেওয়া।

ইংল্যান্ড: ২৫১-৪ (জো রুট ৯৯ নট আউট, ওলি পোপ ৪৪, নীতীশ রেড্ডী ২-৪৬)

লর্ডস (লন্ডন): লিডসে প্রথম টেস্টে আর এজবাস্টনে দ্বিতীয় টেস্টে ক্রিকেটপ্রেমীরা ‘বাজবল’ (দ্রুতগতিতে খেলার ধরনকে ইংল্যান্ডে তাদের কোচ ব্রেন্ডন ম্যাকালামের নামে ডাকা হয়) দেখেছিলেন। এই ক্রিকেটের চরিত্র হল, নিয়মিত উইকেট পড়লেও বড়ো শট খেলা থেকে বিরত হন না ব্যাটাররা। কিন্তু লর্ডসে কী হল? কোথায় গেল সেই দুরন্ত ব্যাটিং?

বৃহস্পতিবার লর্ডস দেখল সেই চিরাচরিত ধ্রুপদী ক্রিকেট। ধৈর্য ধরে ব্যাট করা, উইকেট ছুড়ে না আসা। বোলারের প্রতি সম্মান জানিয়ে খারাপ বলের জন্য অপেক্ষা করা। তৃতীয় টেস্টে খেলার ধরনই পাল্টে দিল ইংল্যান্ড। বড়ো রানের লক্ষ্য নিয়ে সারা দিন ধীরেসুস্থে খেলে গেল। ভারত হয়তো সন্তুষ্ট থাকতে পারে এ দিন তারা কম রানে ইংল্যান্ডকে বেঁধে রাখতে পেরেছে বলে। আর ইংল্যান্ডও দ্বিতীয় দিন হাতে ৬ উইকেট নিয়ে খেলতে নামবে বড়ো স্কোর করার লক্ষ্য নিয়ে।

বৃহস্পতিবার লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাট নেয় ইংল্যান্ড। দিনের খেলার শেষে ইংল্যান্ড করে ৪ উইকেটে ২৫১। মাত্র এক রানের জন্য শতরান থেকে দূরে রয়েছেন জো রুট। ব্যাট করছেন ৯৯ রানে। সঙ্গে রয়েছেন অধিনায়ক বেন স্টোকস। ৩৯ রান করে ব্যাট করছেন তিনি।

প্রসিদ্ধ কৃষ্ণের বদলে জসপ্রীত বুমরাহ

লর্ডস টেস্টে ভারত দলে একটাই পরিবর্তন করেছে। দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ। স্বাভাবিক ভাবেই কোপ পড়েছে প্রসিদ্ধ কৃষ্ণের উপরে। কৃষ্ণ গত দুটি টেস্টে মোট ৫ উইকেট দখল করেন। কিন্তু তার পরিবর্তে রান দিয়েছিলেন দেন প্রচুর।

এ দিনের সফল বোলার নীতীশ কুমার রেড্ডী। ছবি BCCI ‘X’ থেকে নেওয়া।

কিন্তু বুমরাহ বা এজবাস্টন টেস্টে আলোড়ন সৃষ্টিকারী বোলার আকাশ দীপ এ দিন বিশেষ কিছু করতে পারেননি। বুমরাহ ১৮ ওভার বল করে ৩৫ রান দিয়ে ১ উইকেট পেলেও আকাশের ঝোলা শূন্য। তিনি ১৭ ওভার বল করে ৭৫ রান দিয়েছেন।

এক ওভারে ২টি উইকেট নিলেন নীতীশ

গত টেস্টে ব্যাটে-বলে ব্যর্থ নীতীশ কুমার রেড্ডীই এ দিন ভারতের হয়ে শুভ সূচনা করেন। ইংল্যান্ডের ইনিংসের ১৪তম ওভারের তৃতীয় ও ষষ্ঠ বলে তিনি একে একে দুই ওপেনারকে ফিরিয়ে দেন। প্রথমে বেন ডাকেট ব্যক্তিগত ২৩ রানের মাথায় উইকেটকিপার ঋষভ পন্থকে ক্যাচ দিয়ে ফিরে যান। ৩টি বল পরেই একই ভাবে ফিরে যান জাক ক্রলি। তাঁর সংগ্রহ ১৮ রান। ৪৪ রানের মাথায় দুই উইকেট হারায় ইংল্যান্ড।

ভারতের সমর্থকরা যখন আশায় বুক বাঁধতে শুরু করেছেন ঠিক সেই সময়ে সেই আশায় জল ঢালতে শুরু করে ওলি পোপ আর জো রুটের জুটি। তাঁরা বিন্দুমাত্র তাড়াহুড়ো না করে ধীরে ধীরে দলের স্কোর টেনে নিয়ে যেতে থাকেন। শেষ পর্যন্ত তৃতীয় উইকেটের জুটিতে যোগ করেন ১০৯ রান। দলের ১৫৩ রানের মাথায় রবীন্দ্র জাদেজার বলে পরিবর্ত উইকেটকিপার ধ্রুব জুরেলকে ক্যাচ দিয়ে ফিরে যান পোপ (৪৪ রান)।

এর পর রুটের সঙ্গী হন গত ইনিংসে সেঞ্চুরিকারী হ্যারি ব্রুক। দুর্ভাগ্য ব্রুকের। তিনি এ দিন বেশি দূরে এগোতে পারেননি। ব্যক্তিগত ১১ রানের মাথায় বুমরাহের বলে বোল্ড হন তিনি। এর পর দলের অধিনায়ক বেন স্টোক্সকে নিয়ে রান একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে থাকেন জো রুট। দিনের শেষে ইংল্যান্ড করে ৪ উইকেটে ২৫১ রান।

আরও পড়ুন

একই টেস্টে দুই ইনিংসে ২০০ ও ১৫০-এর বেশি রান, শুভমন গিলের বিশ্বরেকর্ড

ভারত-ইংল্যান্ড ২য় টেস্ট: আকাশ দীপের ৬ উইকেট, ৩৩৬ রানে জিতে সিরিজে সমতা ফেরালেন শুভমনরা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version