Homeগান-বাজনাসাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের ‘মূর্চ্ছনা ২০২৫’-এ থাকছে ভরতনাট্যম-ওড়িশি-কথক ও রাগসংগীত  

সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের ‘মূর্চ্ছনা ২০২৫’-এ থাকছে ভরতনাট্যম-ওড়িশি-কথক ও রাগসংগীত  

প্রকাশিত

কলকাতা: প্রতি বছরের মতো এবারেও সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ আয়োজন করছে সংগীতের আসর ‘মূর্চ্ছনা’। এবারের ‘মূর্চ্ছনা ২০২৫’-এ থাকছে নবীন-প্রবীণ মেলবন্ধনে রাগসংগীত বৈঠক। রবিবার ৮ জুন সন্ধ্যা ৬টায় ওই বৈঠক বসছে সাবর্ণ পরিবারের ঐতিহ্যপূর্ণ কালীকিংকর ভবনের দুর্গাদালানে।   

বছরভর নানা অনন্য অনুষ্ঠানের আয়োজন করে সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ। বাদ যায় না সাবর্ণ সংগ্রহশালার প্রতিষ্ঠা দিবসও। ৫ জুন এই প্রতিষ্ঠা দিবস। প্রতি বছর ‘মুচ্ছর্না’র মধ্যে দিয়ে এই বিশেষ দিনটি উদ্‌যাপন করা হয়। এ বছর ৮ জুনের অনুষ্ঠানে থাকবে ভরতনাট্যম, ওড়িশি ও কথক নৃত্য পরিবেশন, দাদরা, ঠুমরি, খেয়াল ও ভজন পরিবেশন এবং তবলা বাদন।  

সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদের সম্পাদক দেবর্ষি রায় চৌধুরী এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, এ বারের অনুষ্ঠানে ভরতনাট্যম পরিবেশন করবেন স্নেহাতা বড়ুয়া, ওড়িশি পরিবেশন করবেন মহাশ্বেতা রায় চৌধুরী এবং কথক পরিবেশন করবেন নন্দিতা মণ্ডল ও অর্পিতা পাণ্ডে রায় চৌধুরী। দাদরা, ঠুমরি এবং ভজন পরিবেশন করবেন ড. মহুয়া নন্দী এবং খেয়াল ও ভজন পরিবেশন করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবলায় সংগত করবেন পীযূষ ব্যানার্জি। 

‘মূর্চ্ছনা ২০২৫’ আয়োজনে সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদকে সহযোগিতা করছে নিউ আলিপুর কলেজ। নলেজ পার্টনার বেহালা কলেজ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন দীপশিখা চৌধুরী। বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট জনেরা সে দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

‘বাঙালির শিল্প ঐতিহ্যের মশাল বহন করতে হবে পরবর্তী প্রজন্মকেই,’ টুরিয়া টকসে বললেন সঙ্গীতশিল্পী জয় বড়ুয়া

বাংলার সৃজনশীল ঐতিহ্যকে ‘জেনারেশনাল ওয়েলথ’ বলে অভিহিত করলেন সংগীতশিল্পী জয় বড়ুয়া। তুরিয়া টকসের নতুন সিজনে শিল্প, ঐতিহ্য ও আবেগের কথায় অনুপ্রেরণার ছোঁয়া।

লোকসংগীতের অনন্য ভাণ্ডার নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ফোকগুরু দেব চৌধুরী

খবর অনলাইন ডেস্ক: বাঙালি রুজির টানে যেখানে যেখানে বসতি জমিয়েছে, সেখানেই পাড়ি দিয়েছে বাংলার...

আবৃত্তি, গান ও ‘বসে আঁকো’ প্রতিযোগিতার পাশাপাশি রক্তদান ও স্বাস্থ্যপরীক্ষা শিবির পূর্ব পুঁটিয়ারি তরুণ সংঘের

নিজস্ব প্রতিনিধি: মোবাইল যুগেও ছোটোদের যে একটু অন্যরকম ভাবতে শেখানো যায়, তা পূর্ব পুঁটিয়ারি...