Home দীপাবলি-কালীপুজো দীপাবলির আগে কীভাবে বাড়িতেই রুক্ষ চুলের হাল ফেরাবেন

দীপাবলির আগে কীভাবে বাড়িতেই রুক্ষ চুলের হাল ফেরাবেন

0
দীপাবলির আগে কীভাবে বাড়িতেই রুক্ষ চুলের হাল ফেরাবেন
দীপাবলির আগে কীভাবে বাড়িতেই রুক্ষ চুলের হাল ফেরাবেন

দুর্গাপুজোর পর লক্ষ্মীপুজোও শেষ। এদিকে চলছে উৎসবের মরসুম। আমরা প্রত্যেকেই দৈনন্দিন কাজকর্ম ও রোজনামচায় ব্যস্ত হয়ে পড়েছি। সামনেই আলোর উৎসব দীপাবলি, ভাইফোঁটা ও জগদ্ধাত্রী পুজো। এদিকে চুলের অবস্থার একেবারে দফারফা। ম্যাড়মেড়ে, রুক্ষ চুলের হাল ফিরিয়ে ঘরে বসেই ঘরোয়া উপায় চুলকে নজরকাড়া সিল্কি করে তুলুন কয়েকটা দিনেই। 

কীভাবে সালোঁ বা বিউটি পার্লারে না গিয়েই ফেরাবেন চুলের হাল

১) রুক্ষতা দূর করে চুলকে প্রাকৃতিক ভাবে সিল্কি করে তুলতে বাড়িতে পাতা টক দই ও ডিমের প্যাক খুব ভালো। ২টি ডিমের সাদা অংশ, ২ টেবিল চামচ টক দই একসঙ্গে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিন। তারপর সেই পেস্ট মাথায় লাগিয়ে রাখুন। ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। টক দই ও ডিমের সাদা অংশের প্রোটিন চুলের গোড়া শক্ত করে তুলবে। 

২) গরম তেল: চুলের পুষ্টি জোগাতে তেল অবশ্যই উপকারী তবে চুলের রুক্ষতা দূর করে চুলের ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে গরম তেল আরও ভালো। ২ টেবিল চামচ বাদাম তেল, অলিভ অয়েল, জোজোবা অয়েল গরম করে নিন। এসব তেল না থাকলে নারকেল তেলও ব্যবহার করা যাবে। বেশি নয় হালকা গরম করবেন বা তাতিয়ে নেবেন তেল। চুলের গোড়ায় তেল দিয়ে ভালো করে ম্যাসাজ করুন। চুল লম্বা হলে বেশ টেনে টেনে তেল লাগান। এরপর গরম জলে ভেজানো তোয়ালে দিয়ে মাথা মুড়ে রাখুন। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন।

৩) অ্যালোভেরা প্যাক চুলের পরিচর্যায় দারুণ কার্যকরী। অ্যালোভেরার ভেতরের জেল ৪ টেবিল চামচ , বাড়িতে পাতা টক দই ৩ টেবিল চামচ ও ২ টেবিল চামচ মাথার তেল ভালো করে মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এই মিশ্রণ মাথায় লাগিয়ে রাখুন আধ ঘণ্টার মতো। শ্যাম্পু করে নিন। চুল দ্রুত ঝলমলে সিল্কি হয়ে উঠবে। 

৪) চুলের রুক্ষতা কাটিয়ে চুলের গোড়া শক্ত ও সিল্কি করে তুলতে ডিমের সাদা অংশ দারুণ উপকারী। ১টি ডিমের সাদা অংশ আর ৩ টেবিল চামচ জল মিশিয়ে একটা প্যাক তৈরি করে নিয়ে মাথায় আধ ঘণ্টার মতো লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। শ্যাম্পুর পর চুলে কন্ডিশনার লাগান।

৫) তেল: চুলের সবচেয়ে ভালো বন্ধু হল তেল। সপ্তাহে মাত্র ২-৩ দিন রাতে যদি মাথায় ভালো করে তেল মেখে শোওয়া যায় আর পরের দিন ভালো করে শ্যাম্পু করে নেওয়া যায় তাহলে মাত্র কয়েক দিনের মধ্যে ঝলমলে সিল্কি হয়ে উঠবে চুল।

৬) চুলের জন্য মধু প্রাকৃতিক ময়েশ্চারাইজার। চুল আর ভেজিটেবল অয়েলের মিশ্রণ চুলকে পুষ্টি জোগায় ও মজবুত করে তোলে। ২ টেবিল চামচ মধু ও ২ টেবিল চামচ ভেজিটেবল অয়েল মিশিয়ে চুলে লাগান। ২০ মিনিট পর শ্যাম্পু করে নিন।

আরও দীপাবলি সংক্রান্ত নানা লেখা পড়ুন এখানে ক্লিক করে

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version