Home দুর্গাপার্বণ ৮২তম বছরে সিংহী পার্ক সর্বজনীন তুলে ধরছে রাজস্থানের ঐতিহ্যবাহী কাঠপুতুলের নাচ

৮২তম বছরে সিংহী পার্ক সর্বজনীন তুলে ধরছে রাজস্থানের ঐতিহ্যবাহী কাঠপুতুলের নাচ

0

নিজস্ব প্রতিনিধি: একডালিয়া এভারগ্রিনের পুজো দেখে আপনি যদি গড়িয়াহাট ফ্লাইওভারের নীচে দিয়ে ডোভার লেনে ঢুকে যান, তা হলে একটু এগোলেই পেয়ে যাবেন সিংহী পার্কের পুজো। সিংহী পার্ক সর্বজনীন পুজো এ বার ৮২ বছরে পড়ল। ৮২তম বছরে তাদের থিম ‘নক্সীঘরে পুতুলরাজ’।

মরুরাজ্য রাজস্থানের ঐতিহ্যবাহী কাঠপুতুলের নাচকে শিল্পমাধ্যম হিসাবে তুলে ধরছে সিংহী পার্ক সর্বজনীন পুজো কমিটি। সামগ্রিক বিষয়ভাবনা রূপায়ণের দায়িত্বে রয়েছেন দুই শিল্পী সুমি ও শুভদীপ মজুমদার।

এ বছরের পুজোর থিম নিয়ে কথা হচ্ছিল সিংহী পার্ক পুজো কমিটির কর্তা অভিজিৎ মজুমদারের সঙ্গে। অভিজিৎবাবু বললেন, তাঁদের পুজোর ৮২তম বছরে তাঁরা থিম হিসাবে রাজস্থানের কাঠের পুতুলের নাচকে তুলে ধরছেন। রাজস্থানের কাঠপুতুলের নাচ খুবই বিখ্যাত। আর এই থিমের ওপর ভিত্তি করেই তাঁদের মণ্ডপসজ্জাও হচ্ছে।

অভিজিৎবাবুর কথায়, “আগে আমরা ভারতের বিভিন্ন মন্দিরের অনুকরণে মণ্ডপ তৈরি করতাম। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে আমরা সেই বিষয়ভাবনা থেকে সরে এসেছি। আমাদের পুজো তিন রাস্তার মোড়ে হয়। তাই একটা জায়গার সংকুলান হয়। সে কারণে আমরা আমাদের চিন্তাভাবনাকে সরিয়ে এনে এখন বিভিন্ন রাজ্যের শিল্পকে তুলে ধরি থিম হিসাবে। কুটিরশিল্প হোক কিংবা বিশেষ কোনো শিল্পকলাকে তুলে ধরা হয়। এ বছর রাজস্থানের কাঠপুতুলের নাচকে তুলে ধরা হবে।”

রাজস্থানের সুপ্রাচীন কাভাড শিল্প এ বার দেখা যাবে সিংহী পার্কের পুজোমণ্ডপে। কুমাওয়াতস সম্প্রদায়ের হাত ধরে রাজস্থানের উদয়পুরের কাছে ভিলওয়ারা জেলার ছোট্ট গ্রাম বাসি-তে প্রাচীন কাভাড শিল্পের সূচনা হয়। এই শিল্পের বয়স নয় নয় করে ৪০০ বছর। এ বার সিংহী পার্কের মণ্ডপ সেজে উঠবে কাভাডের নকশিঘর হিসাবে। সেখানে সুরের মূর্ছনায় চলবে কাঠপুতুলের নাচ।

সুরের যোগ্য সংগত ছাড়া স্থাপত্যের সত্তা অসম্পূর্ণ। সুর ও অসামান্য ছন্দের মাধ্যমে আবহ তৈরি করেছেন বিশিষ্ট তবলাবাদক পণ্ডিত শুভেন চট্টোপাধ্যায়। সিংহী পার্কের পুজোয় প্রতি বছরই প্রধান আকর্ষণ থাকে মাতৃরূপ। এ বছরও সাবেকি মাতৃপ্রতিমার রূপদান করেছেন ভাস্কর প্রদীপ রুদ্র পাল। আর থাকছে সাবেকি চন্দননগরের আলোকসজ্জা। এলইডির ভিড়ে প্রায় হারিয়ে যাওয়া চন্দননগরের আলোকসজ্জা ফুটিয়ে তুলবে সিংহী পার্কের বিষয়ভাবনাকে।

ছবি: রাজীব বসু

আরও পড়ুন

২১তম বর্ষে কেষ্টপুর প্রফুল্লকানন ‘শুভ বিজয়া’ জানাচ্ছে সকলকে

ঢাকুরিয়া শহিদনগর সর্বজনীনের ৭৪তম বছরে থিম ‘পদ্মালয়ে পদার্পণ’  

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version