Homeদুর্গাপার্বণ৮৭তম বছরে দক্ষিণ কলকাতার ‘শিবমন্দির’-এর পুজোর থিম ‘আগল’   

৮৭তম বছরে দক্ষিণ কলকাতার ‘শিবমন্দির’-এর পুজোর থিম ‘আগল’   

প্রকাশিত

দক্ষিণ কলকাতার ঐতিহ্যশালী পুজো ‘শিবমন্দির’ এ বার ৮৭তম বছরে পড়ল। এ বার তাদের থিম ‘আগল’।  

‘আগল’ – কী বোঝাতে চাওয়া হচ্ছে এই নামের মধ্য দিয়ে। শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসব সমিতির কর্মকর্তা পার্থ ঘোষের কথায়, “মায়ের আঁচলের আড়ালে শিশুরা সব সময় সুরক্ষিত, নিরাপদ বোধ করে। কারণ, মায়ের আঁচল শিশুকে সব বিপদ থেকে আগলে রাখে। রোদ, বৃষ্টি, ঝড়ঝাপটা, সব কিছু হেলায় রুখে দেয় মায়ের আঁচলের আগল। শিশুর মতোই বাড়ির সদর দরজা বন্ধ থাকলে নিজেকে সুরক্ষিত মনে করে গৃহস্থ। কারণ সদর দরজার আগল সরলেই নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। আবার প্রদীপের অনির্বাণ শিখাকে জ্বলতে সাহায্য করে মাটির সরা। ঠিক একই ভাবে মেঘের আগল ভেঙে সূর্য যখন বেরিয়ে আসে তখন আলোকিত হয়ে ওঠে চারিপাশ। তেমনই দুর্গতিনাশিনী, অসুরদলনী সর্বমঙ্গলা মা দুর্গা অশুভশক্তি, সব দুষ্টের সামনে আগল তুলে দেন বলেই আমরা সব চেয়ে নিরাপদ বোধ করি। এ বারের থিমের মাধ্যমে আমরা এই বার্তাই দিতে চলেছি।”

বিখ্যাত থিমশিল্পী বিমল সামন্তর কন্যা সূচনা রয়েছেন এ বছর শিবমন্দিরের পুজোর সৃজনের দায়িত্বে। থিম প্রসঙ্গে সূচনা বললেন, “আজকের দিনে চারিদিকে প্রতিযোগিতা চলছে অনবরত। প্রতিযোগিতামূলক সমাজব্যবস্থায় আমরা প্রত্যেকেই নিরাপত্তাহীনতায় ভুগছি। সব সময় প্রকৃত অভিভাবকের অভাব অনুভব করছি। এমন একজন অভিভাবক যিনি আমাদের সবাইকে সব সময় আগলে রাখবেন। কিন্তু আমাদের চিন্তা কীসের? কারণ আমাদের সঙ্গে রয়েছেন স্বয়ং মা দুর্গা। তিনি আমাদের প্রতিনিয়ত আগলে রাখেন। এই ভাবনা থেকেই এ বারের থিম ‘আগল’।”

চলছে মণ্ডপ তৈরির কাজ। ছবি: রাজীব বসু

থিমভাবনার সঙ্গে সাযুজ্য রেখে কী ভাবে মণ্ডপসজ্জা হচ্ছে তা বুঝিয়ে দিলেন সূচনা। তাঁর কথায়, “খিল কথার আক্ষরিক অর্থ হচ্ছে আগল। যা আগলে রাখার কথা বলে, সংরক্ষণ করার পথ দেখায়। প্রকৃতিও আমাদের সব সময় পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে আগলে রাখে। ঘরকে সুরক্ষিত রাখতে আমরা খিল বা ছিটকিনি দিই। এ ছাড়া আমরা যে বিভিন্ন রকমের মাটির পাত্র দেখি, তা ঢাকা দেওয়ার জন্য ব্যবহার করা হয় মাটিরই তৈরি সরা। মাটির সরা ব্যবহার করা হচ্ছে মণ্ডপসজ্জায়। আমরা আমাদের শরীর ঢাকতে পোশাক আবরণ হিসাবে ব্যবহার করি। তেমনই গোটা বিশ্বই ঢাকা রয়েছে মাটি দিয়ে। জল সংরক্ষণের বার্তা দিতে, প্রাকৃতিক পরিবেশ রক্ষা করতে মাটির তৈরি জিনিস ব্যবহার করা হচ্ছে মণ্ডপনির্মাণে। মাটির নিজস্ব রঙের পাশাপাশি ভেষজ  বিভিন্ন রঙ ব্যবহার করা হচ্ছে। মণ্ডপও মাটির হচ্ছে। মা দুর্গা আমাদের আগলে রাখছেন, এ রকম আদলেই প্রতিমা গড়া হচ্ছে।”

শিবমন্দিরের এ বারের প্রতিমা গড়ছেন দীপঙ্কর পাল। আলোর দায়িত্বে রয়েছেন বিখ্যাত শিল্পী প্রেমেন্দুবিকাশ চাকি। সহযোগী হিসেবে আলোর দায়িত্বে রয়েছেন সুশান্ত হালদার। এ বছর শিবমন্দিরের পুজোর আবহের দায়িত্বে রয়েছেন বিখ্যাত সুরকার জয় সরকার। থিমের গ্রন্থনার দায়িত্বে রয়েছেন বিখ্যাত সাংবাদিক দেবদূত ঘোষঠাকুর।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

সতর্ক থাকুন! পেঁপের সঙ্গে এই খাবারগুলো খেলেই বাড়বে বিপদ

ভিটামিন ও ফাইবারে ভরপুর পেঁপে যতটা উপকারী, ভুল খাবারের সঙ্গে খেলে ততটাই ক্ষতিকর। কমলালেবু, শশা, টমেটো, দই বা মধুর সঙ্গে পেঁপে খাওয়া হজমে সমস্যা, অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণ হতে পারে।

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন

কলকাতা দুর্গাপূজা কার্নিভাল ২০২৫: নৃত্য-সংগীত সহযোগে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলল বর্ণাঢ্য শোভাযাত্রা

কলকাতা: শুরু হয়েছিল ২০১৬-তে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। মাঝে এক বছর বাদ ছিল...

মহানগরীতে দশমী: দেবীবরণ, সিঁদুরখেলা, প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হল এ বছরের শারদোৎসব

খবর অনলাইন ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল পুজো। মোটামুটি নির্বিঘ্নেই সমাপ্তি ঘটল এ...

কবে পড়ছে ষষ্ঠী থেকে দশমী? জেনে নিন ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট

প্রকাশিত হল ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট। মহালয়া ১০ অক্টোবর, ষষ্ঠী ১৭ অক্টোবর, বিজয়া দশমী ২১ অক্টোবর। অপেক্ষায় বাঙালি।