Homeদুর্গাপার্বণ৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের নিবেদন 'দৃষ্টিকোণ'

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের নিবেদন ‘দৃষ্টিকোণ’

প্রকাশিত

শহর কলকাতার ঐতিহ্যবাহী পুজোর অন্যতম হল হাজরা পার্ক দুর্গোৎসবের পুজো। ১৯৪২ সালে এই পুজোর সূচনা হয়। দলিত, প্রান্তিক মানুষদের পুজোয় অধিকার নিশ্চিত করতে কলকাতা পুর নিগম (কেএমসি)-র মেয়র সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে পুর নিগমের কর্মীদের নিয়ে শুরু হয় এই উদ্যোগ। প্রথমে পদ্মপুকুরে হলেও পরে হাজরা মোড়ের যতীন দাস পার্কের মাঠে পুজো শুরু হয়। ২০১৬ সাল থেকে ‘হাজরা পার্ক দুর্গোৎসব’ নামে পুজোটি পরিচিতি পায়। ৮৩তম বছরে তাদের বিষয় ভাবনা হল ‘দৃষ্টিকোণ’। শিল্পী বিমান সাহা।

পুজো কমিটির কর্তা সায়নদেব চট্টোপাধ্যায় জানান, রঙের বহুমাত্রিকতাকে আমরা তুলে ধরতে চাই। মণ্ডপ, প্রতিমার পাশাপাশি পুরো ভাবনায় থাকছে রঙের ভাষ্য। রঙ শুধু বাহ্যিক সৌন্দর্যকে নির্দেশ করে না। রঙ হল এক অনুভব, এক দৃষ্টিভঙ্গি। প্রতিটি অনুভূতির নিজস্ব রঙ আছে। ভালোবাসা, প্রতিবাদ, সাহস ও আশার নিজস্ব রঙ আছে। প্রতিমার গায়ে যেমন লেগে থাকে তুলির শেষ টান তেমনই জীবনের প্রতিটি অধ্যায় লেগে থাকে এক একটা রঙের গল্প। আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রঙ, এসব রঙ শুধু চোখের আরাম নয়, আমাদের মনের আবেগ, স্মৃতি আর অভিজ্ঞতার রঙিন ছোঁয়া থাকে। শিল্পীর কাছে রঙ হল আত্মপ্রকাশের গভীর মাধ্যম, নিজস্ব ভাষ্য। প্রতিটি রঙের ব্যবহারে শিল্পীর মনের কথা, দর্শন, অনুভব ধরা পড়ে।’

মণ্ডপ সজ্জার কাজ চলছে। নিজস্ব চিত্র

থিম প্রসঙ্গে বলতে গিয়ে সায়নদেব চট্টোপাধ্যায় জানান, পুরাণ অনুযায়ী, দেবী দুর্গার গায়ের রঙ অতসী ফুলের মতো। বিভিন্ন জায়গায় অতসী ফুলের রঙ আলাদা। কোথাও তা সোনালী কোথাও আবার নীল। ফলে দেবীর মূর্তির রঙ কোথাও সোনালী কোথাও আবার নীলাভ। উপনিষদে দেবীকে বলা হয়েছে, ‘লোহিতাক্ষ্যামা শুক্তপর্ণাম’। অর্থাৎ তিনি রক্তিম, তিনি শুভ্র আবার তিনিই কৃষ্ণ। তিনি জল, তিনি অগ্নি আবার তিনিই পৃথিবী। রঙের বহুরূপই আমাদের দৃষ্টিকোণকে বদলে দেয়। পুজোয় এই বহুমাত্রিকতাকে তুলে ধরতে চাই।’

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

এশিয়া কাপ: অভিষেক-শুভমনের দুর্দান্ত ব্যাটিং, পাকিস্তানের বিরুদ্ধে আবার জয় পেল ভারত

পাকিস্তান: ১৭১-৫ (সাহিবজাদা ফারহান ৫৮, সইম আয়ুব ২১, শিবম দুবে ২-৩৩) ভারত: ১৭৪-৪ (অভিষেক শর্মা...

থিম ভাবনা ‘চা-পান উতোর’, আশ্চর্য পানীয় চা-কে ঘিরে আবেগের কথা উঠে আসবে আলিপুর সর্বজনীনের মণ্ডপে

আলিপুর সর্বজনীন দুর্গোৎসবের ৮০তম বছরে থিম ‘চা-পান উতোর’। শিল্পী অনির্বাণ দাসের সৃজনে মণ্ডপে ফুটে উঠবে দার্জিলিং-অসমের চা-বাগান, শ্রমিক জীবনের কাহিনি ও বিশ্বজোড়া চায়ের ইতিহাস।

জিএসটি সংস্কারকে ‘সাশ্রয়ের উৎসব’ বললেন মোদী, নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ

নবরাত্রির প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটি সংস্কারকে ‘বচত উৎসব’ আখ্যা দিয়ে বললেন, এই পদক্ষেপ দেশকে আত্মনির্ভর ভারতের পথে আরও এগিয়ে নেবে।

লীলা মজুমদারের গল্পের জগৎ মণ্ডপে, কাশী বোস লেনের এবছরের থিম ‘পাকদণ্ডী’

উত্তর কলকাতার কাশী বোস লেনের এবছরের দুর্গাপুজোর থিম ‘পাকদণ্ডী’। বাঙালির প্রিয় সাহিত্যিক লীলা মজুমদারের গল্প ও চরিত্ররাই ফুটে উঠবে মণ্ডপে।

আরও পড়ুন

থিম ভাবনা ‘চা-পান উতোর’, আশ্চর্য পানীয় চা-কে ঘিরে আবেগের কথা উঠে আসবে আলিপুর সর্বজনীনের মণ্ডপে

আলিপুর সর্বজনীন দুর্গোৎসবের ৮০তম বছরে থিম ‘চা-পান উতোর’। শিল্পী অনির্বাণ দাসের সৃজনে মণ্ডপে ফুটে উঠবে দার্জিলিং-অসমের চা-বাগান, শ্রমিক জীবনের কাহিনি ও বিশ্বজোড়া চায়ের ইতিহাস।

লীলা মজুমদারের গল্পের জগৎ মণ্ডপে, কাশী বোস লেনের এবছরের থিম ‘পাকদণ্ডী’

উত্তর কলকাতার কাশী বোস লেনের এবছরের দুর্গাপুজোর থিম ‘পাকদণ্ডী’। বাঙালির প্রিয় সাহিত্যিক লীলা মজুমদারের গল্প ও চরিত্ররাই ফুটে উঠবে মণ্ডপে।

ঢাকুরিয়া সর্বজনীনে ‘কাবুলিওয়ালা’, পুজো মণ্ডপে সম্পর্কের আবেগঘন গল্প

রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি ‘কাবুলিওয়ালা’ থিমে ঢাকুরিয়া সর্বজনীনের দুর্গাপুজো। রহমত ও মিনির সম্পর্কের আবেগঘন কাহিনি ফুটে উঠবে মণ্ডপে।