Homeদুর্গাপার্বণ৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের নিবেদন 'দৃষ্টিকোণ'

৮৩তম বছরে হাজরা পার্ক দুর্গোৎসবের নিবেদন ‘দৃষ্টিকোণ’

প্রকাশিত

শহর কলকাতার ঐতিহ্যবাহী পুজোর অন্যতম হল হাজরা পার্ক দুর্গোৎসবের পুজো। ১৯৪২ সালে এই পুজোর সূচনা হয়। দলিত, প্রান্তিক মানুষদের পুজোয় অধিকার নিশ্চিত করতে কলকাতা পুর নিগম (কেএমসি)-র মেয়র সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে পুর নিগমের কর্মীদের নিয়ে শুরু হয় এই উদ্যোগ। প্রথমে পদ্মপুকুরে হলেও পরে হাজরা মোড়ের যতীন দাস পার্কের মাঠে পুজো শুরু হয়। ২০১৬ সাল থেকে ‘হাজরা পার্ক দুর্গোৎসব’ নামে পুজোটি পরিচিতি পায়। ৮৩তম বছরে তাদের বিষয় ভাবনা হল ‘দৃষ্টিকোণ’। শিল্পী বিমান সাহা।

পুজো কমিটির কর্তা সায়নদেব চট্টোপাধ্যায় জানান, রঙের বহুমাত্রিকতাকে আমরা তুলে ধরতে চাই। মণ্ডপ, প্রতিমার পাশাপাশি পুরো ভাবনায় থাকছে রঙের ভাষ্য। রঙ শুধু বাহ্যিক সৌন্দর্যকে নির্দেশ করে না। রঙ হল এক অনুভব, এক দৃষ্টিভঙ্গি। প্রতিটি অনুভূতির নিজস্ব রঙ আছে। ভালোবাসা, প্রতিবাদ, সাহস ও আশার নিজস্ব রঙ আছে। প্রতিমার গায়ে যেমন লেগে থাকে তুলির শেষ টান তেমনই জীবনের প্রতিটি অধ্যায় লেগে থাকে এক একটা রঙের গল্প। আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে রঙ, এসব রঙ শুধু চোখের আরাম নয়, আমাদের মনের আবেগ, স্মৃতি আর অভিজ্ঞতার রঙিন ছোঁয়া থাকে। শিল্পীর কাছে রঙ হল আত্মপ্রকাশের গভীর মাধ্যম, নিজস্ব ভাষ্য। প্রতিটি রঙের ব্যবহারে শিল্পীর মনের কথা, দর্শন, অনুভব ধরা পড়ে।’

মণ্ডপ সজ্জার কাজ চলছে। নিজস্ব চিত্র

থিম প্রসঙ্গে বলতে গিয়ে সায়নদেব চট্টোপাধ্যায় জানান, পুরাণ অনুযায়ী, দেবী দুর্গার গায়ের রঙ অতসী ফুলের মতো। বিভিন্ন জায়গায় অতসী ফুলের রঙ আলাদা। কোথাও তা সোনালী কোথাও আবার নীল। ফলে দেবীর মূর্তির রঙ কোথাও সোনালী কোথাও আবার নীলাভ। উপনিষদে দেবীকে বলা হয়েছে, ‘লোহিতাক্ষ্যামা শুক্তপর্ণাম’। অর্থাৎ তিনি রক্তিম, তিনি শুভ্র আবার তিনিই কৃষ্ণ। তিনি জল, তিনি অগ্নি আবার তিনিই পৃথিবী। রঙের বহুরূপই আমাদের দৃষ্টিকোণকে বদলে দেয়। পুজোয় এই বহুমাত্রিকতাকে তুলে ধরতে চাই।’

📰 আমাদের পাশে থাকুন

নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।

💠 সহায়তা করুন / Support Us

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

সংস্কৃতি, উৎসব, প্রকৃতি—দুর্গরাজ্য রাজস্থানকে পিছনে ফেলে পর্যটক টানতে এগিয়ে বাংলা

রাজস্থানের ঐতিহ্য আর দুর্গ নয়, এখন পর্যটকদের আকর্ষণ বৈচিত্র্য ও সংস্কৃতি। ২০২৪ সালে বিদেশি পর্যটকে দেশের দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।

মা চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার, বাবা লেখক মাহমুদ মামদানি, নিউইয়র্কের মেয়রের জীবন যেন বিশ্বনাগরিকের প্রতিচ্ছবি

আমেরিকার ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করলেন ভারতীয় বংশোদ্ভূত বামপন্থী নেতা জোহরান মামদানি (Zohran...

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বড় নিয়োগ! পশ্চিমবঙ্গে ৯০ পদে লোকাল অফিসার নেওয়া হবে, আবেদন শেষ ২৩ নভেম্বর

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে (PNB) পশ্চিমবঙ্গে ৯০টি পদে লোকাল ব্যাঙ্ক অফিসার নেওয়া হবে। গোটা দেশে শূন্যপদ ৭৫০। অনলাইনে আবেদন করতে হবে ২৩ নভেম্বরের মধ্যে pnbindia.in-এ।

পাখিদের নতুন স্বর্গ কালিম্পং-এর ঝান্ডি! রুফাস নেকড হর্নবিলের আবাসে পর্যটন নয়, সংরক্ষণই লক্ষ্য

কালিম্পং জেলার ঝান্ডি গ্রাম হয়ে উঠছে বিরল প্রজাতির পাখিদের আশ্রয়স্থল। রুফাস নেকড হর্নবিল সহ ১৫০-র বেশি প্রজাতির পাখির বাস। বন দফতরের বার্তা—“সংরক্ষণ আগে, পর্যটন পরে।”

আরও পড়ুন

কলকাতা দুর্গাপূজা কার্নিভাল ২০২৫: নৃত্য-সংগীত সহযোগে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলল বর্ণাঢ্য শোভাযাত্রা

কলকাতা: শুরু হয়েছিল ২০১৬-তে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। মাঝে এক বছর বাদ ছিল...

মহানগরীতে দশমী: দেবীবরণ, সিঁদুরখেলা, প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হল এ বছরের শারদোৎসব

খবর অনলাইন ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল পুজো। মোটামুটি নির্বিঘ্নেই সমাপ্তি ঘটল এ...

কবে পড়ছে ষষ্ঠী থেকে দশমী? জেনে নিন ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট

প্রকাশিত হল ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট। মহালয়া ১০ অক্টোবর, ষষ্ঠী ১৭ অক্টোবর, বিজয়া দশমী ২১ অক্টোবর। অপেক্ষায় বাঙালি।