Home দুর্গাপার্বণ লন্ডনের দুর্গোৎসবে মহানায়ক উত্তম কুমার! শতবর্ষে ‘ওয়াল অফ ফেম’-এ সেজে উঠছে ইউরোপের...

লন্ডনের দুর্গোৎসবে মহানায়ক উত্তম কুমার! শতবর্ষে ‘ওয়াল অফ ফেম’-এ সেজে উঠছে ইউরোপের বৃহত্তম পুজো

0
London Durga Puja

১৯৮০ সালের ২৪ জুলাই মহানায়ক উত্তম কুমারের আকষ্মিক প্রয়াণের পর সত্যজিৎ রায় তাঁর স্মরণ সভায় বলেছিলেন, ‘ আজ এই সভাতে অনেক নায়ক উপস্থিত আছেন, তাঁদের অনেকেই ভালো অভিনয় করেন, অনেকের সঙ্গে আমি কাজ করেছি, কাজ করে আনন্দ পেয়েছি, কিন্তু উত্তমের মতো কেউ নেই। উত্তমের মতো কেউ হবে না।’ সত্যিই মহানায়ক উত্তম কুমারের মতো কেউ নেই। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোতেও স্বমহিমায় নায়কোচিত ভঙ্গিতে হাজির বাঙালির চিরন্তন ম্যাটিনি আইডল উত্তম কুমার। 

এবছর শতবর্ষে পা দিয়েছেন মহানায়ক উত্তম কুমার। বাংলা তথা দেশের সীমানা পেরিয়ে বিদেশেও হাজির উত্তম। মহানায়ককে কেন্দ্র করে সেজে উঠেছে লন্ডনের শারদ উৎসব। মহানায়কের অভিনীত বিভিন্ন ছবির পোস্টারে সেজে উঠেছে লন্ডনের শারদ উৎসব। নাম রাখা হয়েছে ‘ওয়াল অফ ফেম’। বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশনের উদ্যোগে মহানায়কের ছবির পোস্টারে সেজে উঠবে ইউরোপের বৃহত্তম দুর্গাপুজো লন্ডন শারদ উৎসব। এবছর ১৭তম বছর। থাকবে গানে গানে উত্তম স্মরণও। আগামী 26 সেপ্টেম্বর – 28 সেপ্টেম্বর দুর্গোৎসব পালিত হবে গানার্সবারি পার্ক স্পোর্টস হাবে। প্রতি বছরের মতো এই বছরের পুজোতেও থাকছে অনেক আকর্ষণ।

এবছর চন্দননগরের আলোকসজ্জায় সেজে উঠবে গানার্সবারি পার্ক স্পোর্টস হাবের ১০ হাজার বর্গ ফুট এলাকা। এখানে ঢুকলেই একশো পঞ্চাশ ফুটের দেওয়াল জুড়ে থাকবে চন্দননগরের আলোকসজ্জা। বকুল তলার মাঠে থাকবে পেট পুজোর আয়োজন। কলকাতার স্ট্রিট ফুড, দিল্লির চাট, ইন্দো চাইনিজ খাবার ছাড়াও থাকছে রসগোল্লা, জিলিপি, পান। পুজো করবেন কলকাতারই পুরোহিত। নবপত্রিকা স্নান থেকে শুরু করে পুষ্পাঞ্জলি, সন্ধি পুজো, কুমারী পুজো, হোম, চণ্ডীপাঠ, সিঁদূর খেলা সবই থাকছে এবারের পুজোতেও।অন্যদিকে রঙ্গমঞ্চে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। শচীন দেব বর্মন এবং রাহুল দেব বর্মনের স্মরণে গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, ঢাকি, ধুনুচি নাচ, গানের লড়াই, আর থাকছে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত শারদীয়া পার্বণী বিশেষ পত্রিকার প্রকাশ হবে।

আরও পড়ুন: দুর্গাপার্বণ

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version