Homeদুর্গাপার্বণপঞ্চমীতেই উপচে পড়া ভিড় মহানগরীতে

পঞ্চমীতেই উপচে পড়া ভিড় মহানগরীতে

প্রকাশিত

একডলিয়া এভারগ্রিন

দক্ষিণ কলকাতার গড়িয়াহাট মোড়ের কাছে বিখ্যাত এবং বেশ পুরোনো সর্বজনীন পুজো একডালিয়া এভারগ্রিন ক্লাবের পুজো। পঞ্চমীর সন্ধ্যাতেই ঠাকুর দেখার ভিড়। ছবি: রাজীব বসু।

ত্রিধারা সম্মিলনী

একডলিয়া এভারগ্রিনের ঠাকুর দেখে চলে আসুন গড়িয়াহাট মোড়ে। ডান দিকে রাসবিহারী অ্যাভিনিউ বরাবর এগিয়ে চলুন ট্রাঙ্গুলার পার্কের দিকে। ট্রাঙ্গুলার পার্কের  উলটো দিকেই ত্রিধারার পুজো। ছবি: রাজীব বসু।

মুদিয়ালি ক্লাব

দক্ষিণ কলকাতার মুদিয়ালি অঞ্চলের গোটা তিনেক বিখ্যাত পুজোর মধ্যে অন্যতম মুদিয়ালি ক্লাবের পুজো। পঞ্চমীর সন্ধ্যায় সেখানে জনস্রোত। ছবি: রাজীব বসু।

শিবমন্দির সর্বজনীন

মুদিয়ালি অঞ্চলের আর-একটি বিখ্যাত পুজো শিবমন্দির সর্বজনীন। মুদিয়ালিতে গেলে এই পুজো দ্রষ্টব্যতালিকা বাদ রাখা যায় না। পঞ্চমীর সন্ধ্যায় শিবমন্দিরে। ছবি: রাজীব বসু।

অজেয় সংহতি

দক্ষিণ কলকাতার আর-একটি বিখ্যাত পুজো অজেয় সংহতির দুর্গাপূজা। টালিগঞ্জ ট্রামডিপোর মোড় থেকে সোজা করুণাময়ী ব্রিজ পেরিয়ে চলে যান হরিদেবপুর। সেখানেই অজেয় সংহতির পূজামণ্ডপ। হরিদেবপুর থেকে ঠাকুরপুকুরের দিকে যেতে ডান দিকে। পঞ্চমীর সন্ধ্যায় সেখানেও একই ছবি। ছবি: রাজীব বসু।

সুরুচি সংঘ

অজেয় সংহতির ঠাকুর দেখে একটু পিছিয়ে আসুন। করুণাময়ী ব্রিজের কাছে। আদিগঙ্গার ধার বরাবর বাঁ দিকের পথ ধরে সোজা চলে গেলে পৌঁছে যাবেন টালিগঞ্জ সার্কুলার রোডে। এর পর বাঁ দিকে ঘুরে নিউ আলিপুর পেট্রোল পাম্পের কাছে সুরুচি সংঘের মণ্ডপ। সাধারণ মানুষ লাইন দিয়েছেন ঠাকুর দেখার জন্য। ছবি: রাজীব বসু।

চেতলা অগ্রণী

দক্ষিণ কলকাতার আর-এক বিখ্যাত পুজো চেতলা অগ্রণী। রাসবিহারী মোড় থেকে সোজা পশ্চিম দিক বরাবর আদিগঙ্গার ব্রিজ পেরিয়ে খানিকটা গেলেই বাঁ দিকে পেয়ে যাবেন চেতলা অগ্রণীর মণ্ডপ। পঞ্চমীর সন্ধ্যায় সেখানেও লাইন দিয়ে ঠাকুর দেখা। ছবি: রাজীব বসু।  

সন্তোষ মিত্র স্কোয়ার

দক্ষিণ থেকে চলে আসুন মহানগরীর মধ্যাঞ্চলে। পঞ্চমীর সন্ধ্যায় একই ছবি।  শিয়ালদা এলাকার লেবুতলা পার্ক এখন সন্তোষ মিত্র স্কোয়ার। সেখানেই মণ্ডপ। ছবি: রাজীব বসু।

মহম্মদ আলি পার্ক

মহাত্মা গান্ধী রোড ও চিত্তরঞ্জন অ্যাভেনিউয়ের মোড়ের কাছে মহম্মদ আলি পার্কের দুর্গাপূজা মধ্য কলকাতার আর-এক বিখ্যাত পুজো। দর্শকদের ভিড়ের জন্য বরাবরই বিখ্যাত এই পুজো। এ বারের পঞ্চমীতে তার ব্যত্যয় হল না। ছবি: রাজীব বসু।

কাশী বোস লেন

মহম্মদ আলি পার্ক থেকে আরও উত্তরে চলুন। চিত্তরঞ্জন অ্যাভেনিউ ও বিডন স্ট্রিটের মোড়ের কাছে এসে পুব দিকে বিডন স্ট্রিট ধরে এগিয়ে পৌঁছে যান হেদুয়াতে।  রূপবাণী বাসস্টপের দিকে একটু এগোলেই বাঁ হাতে গলির ভেতর মণ্ডপ। পঞ্চমীর সন্ধ্যাতে সেখানেও ভিড় ছিল প্রচণ্ড। ছবি: রাজীব বসু।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

গ্রিনল্যান্ড দখলে বাধা দিলে শুল্ক চাপানো হবে, হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  

খবর অনলাইন ডেস্ক: গ্রিনল্যান্ড অধিগ্রহণ সমর্থন না করলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর শুল্ক আরোপ করা...

৮ বছরে বলিউডে কাজ কমেছে, ‘রোজা’র দিন আজও ভুলতে পারেন না: অকপট এ আর রহমান

বলিউডে গত আট বছরে কাজ কমে যাওয়ার কথা স্বীকার করলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ‘রোজা’ থেকে বর্তমান, সঙ্গীত সফর ও বদলে যাওয়া সময় নিয়ে মুখ খুললেন তিনি।

ভোটের আগে বাংলায় রেলের বরাদ্দ ১৩ হাজার কোটি, অমৃতভারত প্রকল্পে আন্তর্জাতিক মানের হবে এনজেপি

ভোটমুখী পশ্চিমবঙ্গে রেলের জন্য প্রায় ১৩ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অমৃতভারত প্রকল্পে নিউ জলপাইগুড়ি স্টেশনকে আন্তর্জাতিক মানে গড়ে তোলার কাজ চলছে।

মোজা পরেও পা বরফের মতো ঠান্ডা? কারণ জানলে সমাধান সহজ

শীতে মোজা পরেও পা হিমশীতল কেন থাকে? রক্ত সঞ্চালন থেকে শুরু করে মোজার ধরন—কারণ ও প্রতিকার জানুন সহজ ভাষায়।

আরও পড়ুন

কলকাতা দুর্গাপূজা কার্নিভাল ২০২৫: নৃত্য-সংগীত সহযোগে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলল বর্ণাঢ্য শোভাযাত্রা

কলকাতা: শুরু হয়েছিল ২০১৬-তে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। মাঝে এক বছর বাদ ছিল...

মহানগরীতে দশমী: দেবীবরণ, সিঁদুরখেলা, প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হল এ বছরের শারদোৎসব

খবর অনলাইন ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল পুজো। মোটামুটি নির্বিঘ্নেই সমাপ্তি ঘটল এ...

কবে পড়ছে ষষ্ঠী থেকে দশমী? জেনে নিন ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট

প্রকাশিত হল ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট। মহালয়া ১০ অক্টোবর, ষষ্ঠী ১৭ অক্টোবর, বিজয়া দশমী ২১ অক্টোবর। অপেক্ষায় বাঙালি।