Homeদুর্গাপার্বণপিতৃপুরুষদের উদ্দেশে তর্পণের বিধিনিয়ম কী, জেনে নিন  

পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণের বিধিনিয়ম কী, জেনে নিন  

প্রকাশিত

আর বড়োজোর তিন-চার ঘণ্টা। হয়ে যাবে ভোর। ভোর থেকেই শুরু হয়ে যাবে তর্পণ। ‘তর্পণ’ অর্থাৎ পূর্বপুরুষদের জলদান করা। পিতৃপক্ষে এ এক বিশেষ পর্ব। কলকাতার মতো যেসব জায়গা গঙ্গার ধারে অবস্থিত, সেখানকার বাসিন্দারা কিঞ্চিৎ ভাগ্যবান। তাঁরা গঙ্গায় তর্পণ করার সুযোগ পান।

গঙ্গায় তর্পণ করা বিশেষ শুভ বলে মনে করা হয়। তা বলে কি অন্য কোনো নদী বা জলাশয়ে তর্পণ করা যায় না? না, তাতে কোনো বাধা নেই। যে কোনো জলাশয়েই তর্পণ করা যায়। এমনকি বাড়িতেও করা যায়। তবে সন্দেহ নেই, গঙ্গার মাহাত্ম্য বেশি। মন চায় গঙ্গাতেই তর্পণ করতে।

তবে যেখানেই তর্পণ করা হোক না কেন, মনে রাখতে হবে ৫-৬ ইঞ্চি উঁচু থেকে জলদান করতে হবে। আর খেয়াল রাখতে হবে জলদান করার সময় বৃষ্টির জল যেন না মেশে। তাই বৃষ্টি হলে ছাতা মাথায় দিয়ে তর্পণ করাই বিধেয়।

যাঁদের পিতা জীবিত, তাঁরা তর্পণ করতে পারেন না। কারণ তর্পণ করা মানে প্রয়াত পূর্বপুরুষদের জলদান করা। তর্পণ যে কোনো সময়েই করা যায়, তবে পিতৃপক্ষে তর্পণ করাই বিশেষ প্রশস্ত বলে ধরা হয়। পুরাণমতে ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষরা এই ১৫ দিন মনুষ্যলোকের কাছাকাছি চলে আসেন। তাই এই সময় তাঁদের উদ্দেশে কিছু অর্পণ করা হলে তা সহজেই তাদের কাছে পৌঁছে যায়। আর মহালয়া তথা পিতৃপক্ষের শেষ দিনটিকে সবচেয়ে পুণ্য দিন হিসাবে ধরা হয়। তাই সাধারণ মানুষ এই মহালয়াতেই তর্পণ করতে চান।

তর্পণের কয়েকটি নিয়ম রয়েছে। তর্পণ করার আগে স্নান করে প্রথমে পূর্বমুখে গিয়ে নাভি পর্যন্ত জলে দাঁড়াতে হয়। জল বা মাটি দিয়ে তিলকধারণ করতে হয়। এবার তর্পণের শুরুতে আচমন করে বিষ্ণুমন্ত্র স্মরণ করতে হয়। করজোড়ে তিনবার বিষ্ণুকে স্মরণ করতে হয়। বেদ অনুসারে তিনবার করে মন্ত্র পড়তে হবে এবং তিনবার জল দান করতে হবে।

পূর্বপুরুষের আত্মার শান্তির জন্য জল নিবেদন করা হয়, এটাই হল তর্পণ। এই তর্পণের জন্য লাগে গঙ্গাজল, চন্দন, কালো তিল ও কুশ, তুলসীপাতা, হরীতকী, চাল, দূর্বাঘাস। 

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আলোর উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত শহর, কালীপুজোর আগে শেষ টান শিল্পীদের তুলিতে

আর মাত্র দিন তিনেক বাকি কালীপুজো ও দীপাবলির। আলোর উৎসবের আগে ব্যস্ত শহর কলকাতা— কোথাও কালীমূর্তিতে তুলির শেষ টান, কোথাও দীপাবলির লাড্ডু তৈরির তোরজোড়। ক্যামেরাবন্দি করলেন চিত্র সাংবাদিক রাজীব বসু।

সুদীপের ৯৮ ও সুমন্তের অপরাজিত ৮২ রানের দৌলতে রনজিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা

রনজি ট্রফিতে উত্তরাখণ্ডের বিরুদ্ধে এগিয়ে গেল বাংলা। সুদীপ চট্টোপাধ্যায়ের ৯৮ ও সুমন্ত গুপ্তের অপরাজিত ৮২ রানের দৌলতে প্রথম ইনিংসে ৬১ রানে লিড। শুক্রবার লিড আরও বাড়ানোর লক্ষ্য বাংলার।

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

আরও পড়ুন

কলকাতা দুর্গাপূজা কার্নিভাল ২০২৫: নৃত্য-সংগীত সহযোগে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলল বর্ণাঢ্য শোভাযাত্রা

কলকাতা: শুরু হয়েছিল ২০১৬-তে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। মাঝে এক বছর বাদ ছিল...

মহানগরীতে দশমী: দেবীবরণ, সিঁদুরখেলা, প্রতিমা বিসর্জন দিয়ে শেষ হল এ বছরের শারদোৎসব

খবর অনলাইন ডেস্ক: দেখতে দেখতে শেষ হয়ে গেল পুজো। মোটামুটি নির্বিঘ্নেই সমাপ্তি ঘটল এ...

কবে পড়ছে ষষ্ঠী থেকে দশমী? জেনে নিন ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট

প্রকাশিত হল ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট। মহালয়া ১০ অক্টোবর, ষষ্ঠী ১৭ অক্টোবর, বিজয়া দশমী ২১ অক্টোবর। অপেক্ষায় বাঙালি।