Homeদুর্গাপার্বণদুর্গোৎসব ২০২৪: এ এক বহু প্রাচীন দুর্গামন্দির যার দুয়ার খোলে শুধুমাত্র নবরাত্রির...

দুর্গোৎসব ২০২৪: এ এক বহু প্রাচীন দুর্গামন্দির যার দুয়ার খোলে শুধুমাত্র নবরাত্রির ৯টি দিনে

প্রকাশিত

দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে আজ তিন দিন হল। পুণ্যার্থীদের ভিড় বাড়ছে সেই মন্দিরে। শুধু স্থানীয় মানুষজনই নন, প্রতিবেশী রাজ্য থেকেও ভক্তরা আসছেন। নবরাত্রির মাত্র ৯টি দিন তো খোলা থাকবে এই মন্দির। তারপর তো বছরের বাকি দিনগুলোয় বন্ধ। এবার দর্শন না হলে আবার এক বছরের অপেক্ষা। বছরে মাত্র ৯ দিন খোলা? খুব অবাক হওয়ার ব্যাপার না? কোথায় এই মন্দির?    

মন্দিরের দেশ ভারত। নানান প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে নানান প্রাচীন সব মন্দির। কত জনপদ গড়ে উঠেছে সে সব মন্দিরকে ঘিরে। ইতিহাস আজও কথা বলে সে সব প্রাচীন মন্দিরে। পড়শি রাজ্য ওড়িশায় রয়েছে সেই দুর্গামন্দির যার দরজা শুধু খোলে আশ্বিন মাসে দুর্গাপূজার সময়ে। নবরাত্রিতে ওই মন্দির খোলে। বছরের বাকি দিনগুলোয় বন্ধ থাকে সেই মন্দির।

ওড়িশার গজপতি জেলায় পারালাখেমুন্ডি এক প্রাচীন জনপদ। জায়গাটি অন্ধ্রপ্রদেশ লাগোয়া। ওড়িশায় সবচেয়ে পুরোনো পুরসভা। ১৮৮৫ সালে এই পুরসভা গড়ে ওঠে। এই শহরের বাসিন্দারা ওড়িয়ার পাশাপাশি তেলুগুতেও কথা বলেন। এই পারালাখেমুন্ডির দোলাবান্ধা এলাকায় রয়েছে সেই প্রাচীন মন্দির। নবরাত্রির সময় মাত্র ৯টি দিন খোলা থাকে এই মন্দিরের দরজা। এই মন্দির কত প্রাচীন, মন্দির খোলার এই প্রথা কবে থেকে চালু হল, সেসব সম্পর্কে ইতিহাস নীরব।  

এই মন্দিরে রয়েছেন মা দুর্গা। মা দুর্গার যে বিগ্রহ এই মন্দিরে রয়েছে তাঁকে ওড়িয়া ভাষায় বলে দান্দু মা। তেলুগু ভাষায় ওই বিগ্রহের নাম দণ্ডমারাম্মা। নবরাত্রির সময় ওড়িশা তো বটেই অন্ধ্রপ্রদেশ থেকেও পুণ্যার্থীরা দেবী দর্শন করতে আসেন। প্রচুর ভিড় হয়।

ওড়িয়া ক্যালেন্ডারের আশ্বিন মাসে নবরাত্রির প্রথম দিনে যাগযজ্ঞ করে মন্দিরের দরজা খোলা হয়। দরজা বন্ধ হয়ে যায় দশমীপূজা সাঙ্গ করে। বছরের বাকি দিনগুলোয় এই মন্দিরে আর কোনো পুজো হয় না।     

মন্দিরের দরজা বন্ধ করার আগে মাটির পাত্রে আস্ত নারকেল দেবীকে নিবেদন করা হয়। পরের বছর যখন মন্দিরের দরজা খোলে তখন দেখা যায় নারকেল আস্তই রয়েছে। খারাপ হয়নি। সেই নারকেল ভেঙে পুণ্যার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

বিষহরা গানকে ফিরিয়ে আনতে শিবমন্দির পুজোর থিম ‘বিষহরি’, মণ্ডপে ১০০ ফুট লম্বা সাপ

দক্ষিণ কলকাতার শিবমন্দির সর্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম ‘বিষহরি’। বাংলার লুপ্তপ্রায় লোকসংস্কৃতি বিষহরা গানকে বাঁচিয়ে তোলার প্রয়াসে মণ্ডপে থাকছে বিশেষ সজ্জা ও ১০০ ফুট লম্বা সাপ।

দশমীতে উমা-বিদায় পর্ব সাঙ্গ হতেই লৌকিক দেবীর পুজোয় মাতেন ডুয়ার্সের বাসিন্দারা

দশমীতে উমা-বিদায় পর্ব সাঙ্গ হতেই বাঙালির মন খারাপ হয়ে যায়। আকাশ-বাতাস জুড়ে শোনা যায়...

মহানগরীতে ঠাকুর দেখা ২: রাজীব বসুর ক্যামেরায়

কলকাতা: দুর্গাসপ্তমী চলে গেল। এখন গুপ্তপ্রেস পঞ্জিকা মতে পুজোর আর মাত্র ২টি দিন বাকি...